![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
একদিন মনমোহিনী রাতে
হাত রাখবো যখন হাতে
বলো,
আর ভাসবে ভালো কাকে ?
একদিন সোনা রঙের চাপা ফুলে
দিবো আমার সমস্ত কিছু তুলে
বলো,
আর ভাসবে ভালো কাকে ?
ঝুম বৃষ্টির মাঝে
থাকবো যখন পাশে
বলো,
আর ভাসবে ভালো কাকে ?
সন্ধ্যা নামার কালে
তোমার দেখা পেলে
হয়তো, কষ্ট একটু বাড়বে বুকে
চোঁখের উপর, চোঁখ জড়ালে
বলো,
তবুও ভাসবে ভালো আর কাকে ?
২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮
নতুন বালক বলেছেন: ধন্যবাদ সিগনেচার ভাই অনুপ্রেরণা পাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! দারুন লিখেছেন
শুভেচ্ছা রইল