![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
আজ জোস্না বিলাসে যাবো
জোস্না গিলে খাবো।
পথ আটকিয়ো না আজ
মৃদু বাতাসে গা ভাসিয়ে
জোস্নাটাকে চোখেঁর উপর এনে
খুলে দিবো পুরোনো স্মৃতির ভাজঁ।
আজ মধ্যরাতে যদি গোলাপের বৌদলতে
কিছুটা জোস্না দেয় আকাশ থেকে
হাত পেতে নিয়ে, মাখিয়ে দিয়ো
তোমার গায়ের সাথে।
আজ কুড়ে কুড়ে, পুড়ে পুড়ে
জোস্না আর স্মৃতিরা মিলে,
খেয়ে যদি ফেলে আমায়।
কিছু বলো নাকো ঐ জোস্নাটাকে
বরং
একমুঠো ভালোবাসা হাত পেতে নিয়ে
মাখিয়ে দিয়ো তোমার গায়ের সাথে।
২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
নতুন বালক বলেছেন: ভাই নিজের মনের খোরাক লেখা দোয়া রাখবেন যেন চালিয়ে যেতে পারি এই অখাদ্য লেখা দিয়ে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০২
সিগনেচার নসিব বলেছেন:
চমৎকার কবিতা
পাঠে ভাল লাগা