![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
প্রিয় নীল খাম,
এখন আর তুমি আসোনা আমার ঠিকানায়। ঘুমের ঘোরে অপ্রত্যাশিত চাওয়াগুলো হয়না পূরণ তোমার না আশার বিরহে।
বিকেল হলে চোঁখের পাতা বন্ধ করে তোমার এলোচুল ছুঁয়ে দেওয়ার যে জনম জনমের সাধ, অপূর্ণ রয়ে যায় নীল খামের প্রত্যাশায়।
গুটি গুটি লেখার মাঝে স্বপ্নের বুনন
ছড়িয়ে ছিটিয়ে থাকতো নীল খামে,
সেই নীল খামগুলো আজ বুকপকেটে রক্তের নাচন শুনে আর তুমি তুমি করে গুমরে কাঁদে। নতুন করে নীল খাম না আসা পর্যন্ত এই বিগড়ে যাওয়া কি করে থামাই।
এখনো স্বপ্নেরা মেঘ হয়ে নীল আকাশ ছুঁয়ে যায়, ছুঁয়ে যায় নীলপদ্মের উপর খেলে যাওয়া ঢেউয়ের নাচন। কখনও কখনও মেঘের ছটা গায়ে এসে পড়ে, আলতো করে বুঝিয়ে দিয়ে যায় ভালোলাগার নীল খামের মানে।
প্রিয় নীল খাম, ফিরে আসো পুরনো ঠিকানায় পুরনো স্মৃতির হাত ধরে।
মেঘে ভাসা স্বপ্নদের মাঝে ফিরে আসো চুপটি করে। আমি আছি সেই বিকেলের অপেক্ষায়।
২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৭
নতুন বালক বলেছেন: ভাই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮
মার্কো পোলো বলেছেন:
চমৎকার লেখনী।