![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
আমি নিখোঁজ হবো, হারিয়ে যাবো
মেঘের সাথে বুক মিশায়ে
খেচর হয়ে, দূর পাহাড়ের ঝরনা হয়ে।
আমি নিখোঁজ হবো, হারিয়ে যাবো
শান্ত জলে গা ভাসায়ে
নদীর বুকে মন মিশায়ে।
নিখোঁজ হলে, হারিয়ে গেলে
একটি আকাশ খুওব করে
না হয় কাঁদুক অঝোর ধারে
তখন না হয় খোঁজ আমায়
দূর পাহাড়ের সীমানা ছেড়ে।
©somewhere in net ltd.