![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
তারপর,
একদিন আসে সে ভোর
মাঠের শেষ প্রান্তে দাড়িয়ে আমি
হাতে একটি গোলাপ কুয়াশায় ভিজে,
আর এক জোড়া নির্ঘুম চোঁখে
অপেক্ষায় যায় মরে,
কথা দিয়েছিলি নীল শাড়ি পড়ে
জীবনকে দিবে স্মরণীয় করে।
না তুই তেমনি আছিস মিথ্যে নিয়ে বাঁচিস।
আজ বারোটি বছর পরে সকাল
এসেছে কুয়াশায় ডুবে
আর তুই নীল শাড়ি পড়ে
ভুল গোলাপের পাপড়ি ছিড়ে
জীবন কে দিলি...
সত্যি স্মরণীয় করে -!
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
নতুন বালক বলেছেন: আপনাকে ধন্যবাদ শাহরিয়ার কবীর
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
নীল শাড়ি কষ্টের পরী...
লেখা সুন্দর হয়েছে।