নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তা.....

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫


প্রিয়তা,
ফাগুনেই স্যাতস্যাতে হয়ে আছে
মনের উঠোন
বুকে লাগে ভয়, সামনে
বর্ষায় ভিজে কি জানি কি হয় !
কৃষ্ণচূড়ার রঙে
ফাগুন সাজে না আর
যেখানে আগুন রং এ সেজেছে হৃদয়।

প্রিয়তা,
পাতা ঝরে যাওয়া দেখেছো কখনো
কিংবা শব্দ শুনেছো,
শুকনো পাতা মুঠোয় চাপলে
যে শব্দ হয় ?
দেখো, তীর ভাঙ্গা ঢেউ
অথবা পাহাড় ধ্বস বৃষ্টি
যেন সচ্ছ আয়নার সখ্যতা ছেড়ে
ঘোলা জলে করি অনাসৃষ্টি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ভয়কে জয় করেই টিকে থাকতে হয়, সুতরাং প্রিয়তার কিসের ভয়......শুভেচ্ছা

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশি বাঙালি বলেছেন: বেশ সুন্দর একটি কবিতা!!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

নতুন বালক বলেছেন: ধন্যবাদ ভাই সাদা মনের মানুষ এবং বাংলাদেশী বাঙালি

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার এক বান্ধবীর নাম প্রিয়তা। :)

কবিতা মোটামুটি হয়েছে।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

নতুন বালক বলেছেন: আপনার বান্ধবী ভালোতো তবে এখানে নাম মেনশন করা হয়নি। আপনার দোয়া চাই যেন আরো ভালো করে লিখতে পারি।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: বিষণ্ণতার কবিতা ছাড়ুন , সব এক ধাঁচের হলে এক ঘেয়েমি লাগবে । লেখার হাত আপনার খুব ভাল । দেখছেন না সব গুল পড়ে যাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.