![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
সময়ে সময়ে খেয়ালে-বেখেয়ালী হয়ে
নিজেকে পুড়ায় একা একা
দশদিক যখন অন্ধকারে আচ্ছন্ন থাকে
তখনই হয় সবচেয়ে ভালো থাকা।
নিজেকে ডুবিয়ে, ভাসিয়ে দিয়ে সুখে থাকি ভীষণরকম
না ঘরে না বাইরে আপন হওয়া মানুষ থাকে যেই রকম।
আমার দেয়াল জুড়ে বেরসিক সুনামির ঢেউ
আমি হাসিতে কান্নাজল লুকায়ে বড় হওয়া কেউ।
আমি এক অন্ধকার ঝড়ের শেষে পড়ে থাকা খড়কুটো
সময়ের কাছে তীব্র প্রতিরোধে বেচেঁ যাওয়া কারো শেষ সম্বলটুকু।
জিতে গিয়ে উল্লাসে মেতে যাওয়ায় আমার অনেক ভীতি
তাই বিমর্ষতা ভালোবেসে, হেরে যাওয়া দলের হয়, প্রতিনিধি।
ইদানিং একলা একা হয়ে আকাশ দেখি অন্ধকারে দিয়ে ডুব
জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে চিরতরে হয়ে যাবো নিশ্চুপ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় +++
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখছেন কবিতাখানি,
++
শুভ কামনা জানবেন
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
নতুন বালক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের কে
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার কবিতায় ভাল লাগল । লেখার অভ্যাসটা ধরে রাখুন , আপনাকে দিয়ে হবে ।অনেক শুভ কামনা রইল ।