নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

নয়ন্তীর চলে যাওয়া ....

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

নয়ন্তী,
তোমার চলে যাওয়াই আমি অবাক হতে পারিনি,
বিস্ময়ের দুয়ার খুলে আনমনে হয়ে বিষাদী আকাশ দেখে
নিকোটিনে ডুবতে পারিনি।
পারিনি রাতের আকাশে নিষ্পলক চেয়ে থেকে
দুই একটি তারা আকাশ থেকে খসিয়ে দিয়ে
রাত কে সকাল পর্যন্ত টেনে নিয়ে যেতে।
আমার দীর্ঘশ্বাস নেই, আনমনে হেটে যাওয়া হয় না,
চেয়ে থাকা হয়না তোমার প্রিয় জানালার পানে।
কানের পাশে মুঠোফোনে আর ঝিম্ ধরাই না
অনবরত উপদেশে তিক্ত হয়ে উঠেনা আমার পৃথিবী।
নয়ন্তী,
এখন আমি ভালোই থাকি, অপার বিস্ময়ে সকাল দেখি,
পৃথিবী কে ভুলে গোধূলি তে আড্ডা জমাই,
মাঝরাতে চার্লি চ্যাপলিন, মি: বিন এ খিলখিলিয়ে হেসে উঠি।

বহুদিন পরে আজ ভেবেছিলাম
আকাশে কিছুটা দুঃখ ছড়ায়ে দিই
সাথে কিছুটা দীর্ঘশ্বাস যেন তুমার পৃথিবী রঙিন হয়,
ভেবে নিয়ে আমার সর্বনাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.