নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

কেবলই রাত হয়ে যায়..

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কেবলই রাত হয়ে যায় ঐ দূর নক্ষত্রের টানে
জোনাকিরা হেরে যায় নিয়ন সাইনের কাছে
আমি হাত বাড়াই তোমার স্পর্শ দেয়ালে
আশচর্য মেঘদল ভীড় করে মনের মাঝে
আর তুমি উড়াও তোমার ইচ্ছেঘুড়ি
কি বুঝে কে জানে ?

নি:শব্দের সাইরেন বাজে ধোঁয়াটে বাতাসে
ক্রমে ক্রমে দীর্ঘশ্বাসে দেউলিয়াত্ব বাড়ে
আমি ভ্রান্তির পথ থেকে নিজেকে বাচাঁতে স্বপ্ন দেখি,
খুজেঁ ফিরি অন্ত্যমিল
তবুও কেবলই রাত হয়ে যায়।

হঠাৎ অচেনা ছায়ায় দৃষ্টি প্রদীপ জ্বালি
সময় কাটেনা, নক্ষত্রপুঞ্জ পথ দেখায় না
ঝড়োবর্ষার পূর্বাভাসে, অশ্রুজল কি জানি
কি বলে যায় ?
আমি পথ হেটে যায় অন্ত্যমিলের আশায়
তবুও কেবলই রাত হয়ে যায়।

শেষ রাএির অন্ধকার শেষে, বহমান নদী একই সীমানা খুজেঁ
পরিচয় তবুও পরিনয়ে গড়ায় না।
আমি জেনে গেছি আজ, দিন হলেই কেবল রাত্রি ফুরোয় না।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.