![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
ও মেয়ে শুনছো ?
আমার নীল খামের চিঠি গুলো আজও তোমার ঠিকানা খুজেঁ পাইনি।
আমার নীলপদ্ম গুলো আজও তোমার হাতে তুলে দেওয়া হয়নি।
ও মেয়ে জানো,
কতো রুদ্র বৈশাখ কেটে গেলো ঝড়ের পূর্বাভাস শুনতে শুনতে।
ভাষাহীন এই নির্বাক চোখ আজ ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে।
ও মেয়ে শুনছো?
স্যাতস্যাতে এই জীবন মাঝ রাত্রিরে নিঃশব্দে জেগে থাকে,
দূরবর্তী কোন কূলের ঠিকানায় কুয়াশায়, তোমায় খুজেঁ ।
ও মেয়ে জেনে রেখো ...
আসছে শ্রাবনে বরষায় ভিজে ক্রন্দন লুকিয়ে রেখে, তোমাকে খুজেঁ না পেয়ে।
একা থাকার ভালোলাগায় নিজেকে ডুবিয়ে,
জোসনা রাতে প্লাবিত হয়ে হাওড় অঞ্চল দাপিয়ে বেড়াবো।
সাগরের তুমুল গর্জন শুনে লোনা পানিতে পা ভিজিয়ে,
সন্ধ্যা রাতে হিমেল অনলে নিজেকে পুড়াবো।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪
নতুন বালক বলেছেন: অনেক ধন্যবাদ আপু চেষ্টা করবো নতুন কিছু লিখতে
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২১
খায়রুল আহসান বলেছেন: আশাকরি সেই মেয়ে শুনছে আপনার এ কথাগুলো।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪
নতুন বালক বলেছেন: এখনো সেই মেয়ে শুনেনাই তবে বউ শুনলে খবর আছে ভাই
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।
ও মেয়ে জেনে রেখো ...
আসছে শ্রাবনে বরষায় ভিজে ক্রন্দন লুকিয়ে রেখে, তোমাকে খুজেঁ না পেয়ে।
একা থাকার ভালোলাগায় নিজেকে ডুবিয়ে,
জোসনা রাতে প্লাবিত হয়ে হাওড় অঞ্চল দাপিয়ে বেড়াবো।
সাগরের তুমুল গর্জন শুনে লোনা পানিতে পা ভিজিয়ে,
সন্ধ্যা রাতে হিমেল অনলে নিজেকে পুড়াবো। " অনেক কষ্ট হয়ে যাবে ভাই। প্রত্যাশা রইল মেয়েটি আসুক এই শ্রাবণের আগেই।
কবিতায়+++++
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
নতুন বালক বলেছেন: নয়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা
আশা করি মেয়ে শুনতে পাবে।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
নতুন বালক বলেছেন: ধন্যবাদ ভাই ধ্রুবক
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
অপ্সরা বলেছেন: তার আগেই খুঁজে ফেলো ভাইয়া!
তারপর নতুন কবিতা লেখো।