নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

নয়ন্তী আমার।.।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:৪৬


নয়ন্তী,
এখন হয়তো তুমি ভালোই থাকো
আমার রোজকার কিছুই তোমার জানতে হয়না
খুব সকালে ঘুম ভেঙে ফোনে কথা বলতে হয়না।
বেড়াতে যাবে বান্ধবীর বাসায়,
শপিং এ যাবে ফুপুমনির সাথে, এসএমএস এ জানাতে হয়না।

নয়ন্তী,
জানতাম ভালোবাসার রকমফের দিনশেষে হয়
তবে এতোটা হয় ? যা মেনে নেওয়া যায় না!

এইতো, শেষ যেদিন বললে হাঁপিয়ে উঠেছো
সেদিনও চোখের কোনে দু ফোটা জল ছিলো
চলে যাওয়ার সময় পিছন ফিরে কি যেন ভাবনা ছিলো ?
আজও আমি এর অর্থ খুজিঁ, শূন্যতায় ডুবি
কথাগুলো জমিয়ে মনের ভিতরে ডায়রী লিখি।

নয়ন্তী,
একদিন গোধূলি শেষে নিস্তব্ধ সময় যখন
হানা দেবে তোমার পৃথিবী জুড়ে,
বিষন্ন মনে ফোনটা হাতে নিয়ে ফোনবুকে ঢু দিয়ো
নাম্বার হয়তো খুজেঁ পাবেনা আমার।
তবে কিছু দীর্ঘশ্বাস পাবে
যেখানে ধূসর ছায়া হয়ে দীর্ঘশ্বাস তোমাকে ছোবে ।

নয়ন্তী, জেনে খুশি হবে...
এখন অনিকেত আমি শব্দহীন হাটতে চায় নিভৃত চরনে।
ফাকাঁ রাস্তা, শূন্য খেলার মাঠ, নি:সঙ্গ গোধূলি আমার বড্ড প্রিয় হয়ে গেছে আজ।
শূন্যতার দিকে অনিমেষ তাকিয়ে থাকা
জোনাকির আলোতে স্নান করা
কুয়াশার বিনিদ্র শিশিরকে মাড়িয়ে দেওয়া
এ যেন এখন আমার রোজকার অভ্যাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.