নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

আজ আমি মন্দ নেই

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

নয়ন্তী,
ঐ আকাশ জানে কতটা নিচু হয়ে
চুপচাপ এসে নিশ্বাস ছাড়ে আমার ঘাড়ে,
ঐ নদীর জল জানে কতটা উত্তাল হয়ে
ভাঙছে আমার বেচেঁ থাকার ভিটে টারে।

ঐ থেমে যাওয়া সময় জানে
জীবন কেন চলছেনা না মাঝপথে,
ঐ মনভূমি জানে কতটা উৎপাতে
জীবন অবশেষে পথ খুজেঁ মরুপথে।

ঐ সবুজ জানে কতটা ক্ষত জমে বুকে
কালবৈশাখী যখন আঘাত হানে,
ঐ হৃদয় জানে কতটা পুরা গন্ধ নিয়ে
পথ চেয়ে ছিলো তোমার নামে।

নয়ন্তী,
কেন তবে তুমি একেবারে ছিন্ন হবে
আমার ঐ বেচেঁ থাকা না হয় বৃথাই রবে,
তবুও তুমি থেকো, না থেকেও সবটা জুড়ে
বন্ধুর পথে বন্ধু হয়ে অগোচরে।

তবুও দিনশেষে দিনলিপি গুণে..
কি বুঝে তুমি থাকো একলা মনে,
একদিন পথ শেষে আড়াল হয়ে
খুজেঁ নিয়ো আমায়, বেচেঁ ছিলাম কি দহনে।

দীর্ঘ বছর পরে...
"আজ আমি মন্দ নেই, তুমিও মন্দ নেই
মনে নেই কোন সংশয়,
এখন গভীর জলে, ভুল আবেগে
আমাদের আর নেই কোন হারাবার ভয়। "

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

পিয়াস সরকার অসীম বলেছেন: অনেক ভাল লাগল।
নয়ন্তীরা ভাল থাকুন, নতুন বালকরা ভাল থাকুক।

২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

কালো আগন্তুক বলেছেন: আহ নয়ন্তী.....তুমি সৃষ্টি করেছে এক মেধাবী কবি....

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭

নতুন বালক বলেছেন: আহা নয়ন্তী! ধন্যবাদ আপনাকে কালো আগন্তুক

৩| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০০

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক সুন্দর লে।খানী। শুভেচ্ছা জানবেন।

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪

নতুন বালক বলেছেন: ভাই যা বললেন তবে আপনাকে ধন্যবাদ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

নতুন বালক বলেছেন: ধন্যবাদ সকলকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.