![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
তীব্র স্বচ্ছ পূর্নিমার ন্যায় মনে
ব্যবচ্ছেদ হানা দেয় অকস্মাৎ
এই আমার চোখ, আমার ইন্দ্রিয় দ্বিধাগ্রস্ত হয়
আর দ্বিধাগ্রস্ত হয় সমস্ত সত্তা।
এ যেন নিজের ভেতরে অন্য কেউ
বোধ লয়ে খেলা করে লোক চক্ষুর আড়ালে,
মহাকাল থমকে যায় সেখানে নিস্তব্ধতায়।
আর এই আমার চোখ, আমার ইন্দ্রিয় দ্বিধাগ্রস্ত হয়
দ্বিধাগ্রস্ত হয় সমস্ত সত্তা।
উদ্বেলিত ফোয়ারা শুকিয়ে হয়ে যায় বিস্তীর্ণ মরুভূমি
নৈসর্গিক বাগান গুলো রুপ নেই দীর্ঘশ্বাসে,
দুরত্ব ক্রমশ বৃদ্ধি পায় সেখানে মিথ্যাবাদিতায়।
এই আমার চোখ, আমার ইন্দ্রিয় দ্বিধাগ্রস্ত হয়
আর দ্বিধাগ্রস্ত হয় সমস্ত সত্তা।
২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৭
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে মোস্তফা সোহেল
৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজিব নুর
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।অনেক ভাল লাগল।+++