নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা অতলান্তের...

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯




তোমার নিকট পৌছনোর সর্বাত্মক প্রচেষ্টায় নিমগ্ন ছেলেটি,
কিছু নিরর্থক শব্দ সমষ্টি ভেবে রেখেছিলো তোমাকে শোনাবে বলে।

নিভৃত চরণে বিষাদ ছুঁয়ে একটি বিন্দুর মতো একা হয়ে,
নিঃশব্দের এক বিকেলে ছিলো অপেক্ষায়।

অপেক্ষায় ছিলো পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট বুকে নিয়ে
অপেক্ষায় ছিলো নিদ্রাহীন ঘন অন্ধকারে দগ্ধ বিরান বুকে।

ছেলেটি অপেক্ষায় ছিলো প্রবল প্লাবনে, না পাওয়ার শরীর ঘেঁষে
পাওয়ার অধিকারে বুকের ভেতরে ঢুকে যাওয়ার অপেক্ষায়।

ছেলেটি অপেক্ষায় ছিলো মন জানালায় কিছু মেঘ জমিয়ে
সমস্ত ভীতি আর উদ্বেগের উর্ধ্বে উঠে অখন্ড নিরবতার।

অপেক্ষায় ছিলো বুকের গাঢ় বাজে কষ্টের প্রলেপ তুলে
মেয়েটির দেখিয়ে দেওয়া অতলান্তের অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.