![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
মনে নেই ঠিক কি কারনে, সে সামনে এসে দাড়িয়েছিলো ?
ঠিক কি কারনে, চোখ ঝাপসা হয়েছিলো ?
অথবা নিঠুর সে তাকিয়েছিলো, উদাস নয়নমেলে!
মনে নেই ঠিক, কতটুকু ওজন ছিলো অস্পৃশ্য দীর্ঘশ্বাসে!
কতটুকু ছিলো শূন্যতার নিনাদ পুরনো বিষাদে,
অথবা ছাইরঙা শাড়ি পড়ে, কেন সে এসেছিলো
আগুন লাগা ঐ চৈত্রের দুপুরে ?
আমার ঠিক কিছুই মনে নেই !
মনে নেই, কতটুকু উত্তরীয় বাতাস ছুঁয়ে ছিলো
ঐ নরম চিবুক আর কপোলে ?
মনে নেই ঠিক,
কত সেকেন্ডে আর মিনিটে ছুঁয়েছিলো
সেদিনের ঘন্টার কাটা ?
তবুও আমি শুধু তার জন্য অপেক্ষা করছি!
মনে করার চেষ্টা করছি ,
তখন থেকে এখনো!
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
নতুন বালক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুনে অনেক ভালো লাগলো আপনিও পেয়েছিলেন যে।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
কেন, কি কারণে, কখন, কোথায়সহ সব প্রশ্ন গুলোর উ্ত্তর খুঁজবো, নাকি কবিতা পড়বো?
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
নতুন বালক বলেছেন: আমারও ভেবে দেখা দরকার কেন,কি কারনে,কখন,কোথায়? ধন্যবাদ আপনাকে
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতা খুব কঠিন জিনিস ভাই।
লিখতে থাকুন। লিখে যান।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪
নতুন বালক বলেছেন: ধন্যবাদ রাজিব নূর ভাই। সত্যি বলতে কবিতা বলতে তেমন কিছুই বুঝিনা তাই মনে যা আসে চোখে যা ভাসে তাই জমিয়ে রাখা আর কি।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমিও পেয়েছিলাম। কিন্তু........... থাক আর বলতে চাই না। কবিতায় বর্ণিত হয়েছে। কবিকে ধন্যবাদ।