নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

একদিন নয়ন্তীর দেখা পেয়েছিলাম

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২




মনে নেই ঠিক কি কারনে, সে সামনে এসে দাড়িয়েছিলো ?
ঠিক কি কারনে, চোখ ঝাপসা হয়েছিলো ?
অথবা নিঠুর সে তাকিয়েছিলো, উদাস নয়নমেলে!

মনে নেই ঠিক, কতটুকু ওজন ছিলো অস্পৃশ্য দীর্ঘশ্বাসে!
কতটুকু ছিলো শূন্যতার নিনাদ পুরনো বিষাদে,
অথবা ছাইরঙা শাড়ি পড়ে, কেন সে এসেছিলো
আগুন লাগা ঐ চৈত্রের দুপুরে ?

আমার ঠিক কিছুই মনে নেই !

মনে নেই, কতটুকু উত্তরীয় বাতাস ছুঁয়ে ছিলো
ঐ নরম চিবুক আর কপোলে ?
মনে নেই ঠিক,
কত সেকেন্ডে আর মিনিটে ছুঁয়েছিলো
সেদিনের ঘন্টার কাটা ?

তবুও আমি শুধু তার জন্য অপেক্ষা করছি!
মনে করার চেষ্টা করছি ,
তখন থেকে এখনো!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমিও পেয়েছিলাম। কিন্তু........... থাক আর বলতে চাই না। কবিতায় বর্ণিত হয়েছে। কবিকে ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

নতুন বালক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুনে অনেক ভালো লাগলো আপনিও পেয়েছিলেন যে।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


কেন, কি কারণে, কখন, কোথায়সহ সব প্রশ্ন গুলোর উ্ত্তর খুঁজবো, নাকি কবিতা পড়বো?

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

নতুন বালক বলেছেন: আমারও ভেবে দেখা দরকার কেন,কি কারনে,কখন,কোথায়? ধন্যবাদ আপনাকে

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতা খুব কঠিন জিনিস ভাই।
লিখতে থাকুন। লিখে যান।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

নতুন বালক বলেছেন: ধন্যবাদ রাজিব নূর ভাই। সত্যি বলতে কবিতা বলতে তেমন কিছুই বুঝিনা তাই মনে যা আসে চোখে যা ভাসে তাই জমিয়ে রাখা আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.