![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
নয়ন্তী,
আমি তো আড়ালের কেউ, নিজেকেই জানিনা
বিকাবো কি করে ? দাম দর বুঝিনা !
তবুও ভাঙ্গা হৃদয় খোলে, এক আধটু সময় পেলে
ঠোঁটে নিয়ে শুষ্ক হাসি, ঋণ যা ছিলো শুধাতে আসি।
আমি তো ডুবে যাওয়া কেউ, যাকে ডুবুরিও পাবেনা !
ভাসা`বো কি করে নিজেকে, মগজের কোষগুলোও জানেনা ?
তবুও মাঝেমাঝে এসে যায়, স্মিথ হাসি হেসে যায়।
আমি তো পুড়ে যাওয়া কেউ, অনল ব্যাথায়
জীবন রয়েছে যার, ছাইচাপায়।
সুখ কি বুঝিনা, নির্জনতায় ডুবি না
তাই কেউতো আমাকে, আর খোজেনা।
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
বিজন রয় বলেছেন: নয়ন্তী শব্দাটি ভাল লেগেছে।
নিজেকে দূরে রেখেও উজাড় করে দেওয়া।
ভাল হয়েছে।
স্মিত বানানটি ঠিক করে দিয়েন।
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬
নতুন বালক বলেছেন: ধন্যবাদ বিজন রয় আপনাকে। ঠিক করে দিয়েছি।
৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
নিশাচড় বলেছেন: তাই কেউতো আমাকে, আর খোজে না।
কি দারুন কবিতা। শব্দের গাথুনি। ভালো লাগা একরাশ।
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
নতুন বালক বলেছেন: আমিও মুগ্ধ , আপনার কমেন্টেসে অনুপ্রেরণা পেয়েছি।
৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪
সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: বেশ ভালো মুগ্ধতা কবিতা পাঠে।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০০
নতুন বালক বলেছেন: বেশ আনন্দ লাগছে প্রসংশনীয় কমেন্টস পেয়ে।
৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১২
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
নতুন বালক বলেছেন: ধন্যবাদ
৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:২০
ফেনা বলেছেন: চমতকার।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০০
নতুন বালক বলেছেন: ধন্যবাদ
৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: নয়ন্তীর তো খুব ভাগ্য।
কবিতা খুব সুন্দর হয়েছে।
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮
নতুন বালক বলেছেন: রাজীব নুর অসংখ্য ধন্যবাদ
৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩
কাইকর বলেছেন: ভাল লাগলো কবিতা খানি পরে
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৯
নতুন বালক বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাইকর আপনাকে
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
সানজিদা আক্তার স্বর্ণা বলেছেন: ভাল