![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
বিহ্বল মাছের চোখ নিয়ে তাকিয়ে আছি জানালায়!
শহরে তখন বর্ষা, আমার প্রিয় ঋতু।
যেন আকাশ গঙ্গা থেকে গলিত নক্ষত্রের
লাভায় ভিজে ভিজে আসবে তুমি !
আশ্চর্য!
যা কেউ বলেনি আমাকে, অথচ সবাই জানতো—
তুমি একটা বড়সড় দীর্ঘশ্বাস হবে আমার স্বস্তির বিকেলগুলোতে,
আর আমার গোধূলিগুলোর নাম হয়ে যাবে বিষন্নতা!
ফলত: তীব্র মনোবেদনা বুকে বয়ে নিয়ে আমি হয়ে যাবো দিকভ্রান্ত।
দেখো, কেউ বলেনি আমাকে! অথচ সবাই নাকি জানতো -
যেখানে কথা দিয়ে তুমি কথা রাখবেনা,
তুমি হয়ে যাবে অর্ধেক পথ পেরিয়ে যাত্রা বাতিল করে দেওয়া কেউ!
হয়ে যাবে, শান্ত নদীর ভেতর সর্বগ্রাসী
সুনামির ঢেউ।
এই যে প্রতীক্ষায় থাকা, তোমার উন্মাতাল হাসির টোল পড়া গালের,
মাতাল করে দেওয়া কন্ঠস্বরের।
আদৌ কি কোন মূল্য স্থির করা ছিলো এসবের ?
নাকি একে দেওয়া ছিলো সীমারেখা প্রতিক্ষার ?
যা আমাকে দিকভ্রান্ত সন্ন্যাসী করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ক্রমান্বয়ে ?
আশ্চর্য ! কেউ বলেনা কিছু আমাকে,
সবাই জেনে চুপ করে বসে আছে -
অথচ, অপেক্ষার কালস্রোতে পড়ে উপেক্ষিত হতে হতে, আমি হারিয়ে যাচ্ছি কৃষ্ণ গহ্বরে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৬
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৫
নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভালো লাগলো ।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৭
নতুন বালক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১০
মীর সাজ্জাদ বলেছেন: ভালোবাসাকে কত রকমের শব্দে সাজিয়ে প্রকাশ করলেন, খুব সুন্দর হয়েছে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১৯
নতুন বালক বলেছেন: আপনাদের এই রকম ভালোলাগায় আমার অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে
৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৩
শেখ সাদী মারজান বলেছেন: সুন্দর প্রকাশ। এগিয়ে যান। লিখতে থাকুন।
শুভ কামনা সতত।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২০
নতুন বালক বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা পেলাম।
৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৫
নতুন বালক বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।