নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

পড়ানের গহীনে

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

এই যে আমি এতো নিশ্চুপ, ভুল ভালোবাসায় ডুব
এই যে লাগেনা ভালো, তবুও কি তুমি থাকবে চুপ!
এই যে হৃদয়ে শ্রাবণ, তোমার কিছুই কি পোড়াই না
এই যে না পড়া চিঠি, সবই কি ছিলো ভুল ঠিকানা?

এই যে এতো নির্জনতা, কতো ভুলে ভরা আবেগ
তোমাকে ছুতে গিয়ে, রাত জাগার কতো না ত্যাগ!
এই যে এতো অভিমান, ভালোবেসে একা থাকায়
তবুও এই ভুল পথে, কেউ কেউ থাকে অপেক্ষায়।

এই যে শুকিয়ে যাওয়া ঠোঁট, কথাগুলো সব না বলা
এই যে তোমার আড়চোখে, জমা থাকে এতো অবহেলা!
এই যে তুমি বৃষ্টি হলে, হাত ভেজাও মনের সুখে
জানো কি এই জলে, কার ব্যথা জমা থাকে?

নয়ন্তী শোন তুমি, দেখো এই চোখের কোণে
মানে খোঁজ এই জলের,
মানে খোঁজ কি ব্যথা বুকের মধ্যখানে?

তবে, যদি বোঝে মন, বুঝে একা থাকার মানে
ফিরে এসে মুছে জল, টেনে নিয়ো পরানের গহীনে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

চমৎকার কবিতা +++

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

নতুন বালক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: বালক কবিতা ভালো হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

নতুন বালক বলেছেন: ধন্যবাদ রাজিব নূর

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

রাকু হাসান বলেছেন:
নয়ন্তী নাম টি পছন্দ হয়েছে খুব ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

নতুন বালক বলেছেন: রাকু হাসান শুধু নয়ন্তী নামটিই পছন্দ হয়েছে?

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

প্রথম বাংলা বলেছেন: ভালো লাগলো পড়ে,,, চমৎকার

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

নতুন বালক বলেছেন: ধন্যবাদ প্রথম বাংলা আপনাকে

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখক কি এখনো বালকই হয়ে আছে? নাকি দাঁড়ি গৌঁফ কিছু গজালো??:P

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

নতুন বালক বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া বালক থেকে তো সাবলক বুঝি আর হতে পারবোনা সামুতে।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

রাকু হাসান বলেছেন: আরেহ না কবি , কবিতাও তো ভাল লিখেছেন । সহজ ভাষায় লিখছেন ,তারপর ছন্দও বেশ ভাল দেখলাম । :) ,ভাল থাকুন । ভাই ।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নতুন বালক বলেছেন: রাকু হাসান ধন্যবাদ আপনাকে আমিও একটু দুষ্টামি করলাম। তবে সত্যি বলতে আমি ছন্দ তাল কিছুই বুঝিনা মনে যা আশে তাই লিখে ফেলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.