নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

বিষন্ন সুন্দর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭


পেছনে তাকালে যদি ছায়া ডেকে বসে
পেছনে তাকালে যদি মায়া ফিরে আসে,
যদি আকাঙ্খারা আবার চিৎকার দিয়ে উঠে
তবে, মনে হয় ভালোবেসেছিলে একদিন !

আমাদের প্রথম চেনা-জানা,
যাকে তুমি বলতে বিষন্ন সুন্দর
আমাদের প্রথম প্রেম দ্বিধায় বিভোর
যাকে তুমি বলতে বেদনা মুখর।
তোমার কি মনে হয়, ভালোবেসেছিলে কোনদিন?

একদিন হুট করে একা করে দিলে
বিষন্ন সুন্দর বুকে নিয়ে ফিরে গেলে,
আমাদের চেনা-জানা, আমাদের প্রথম প্রেম
সংকটে পড়ে গেলো, তোমার ছলনার বেড়াজালে !

আমার সকাল আর বিকালে পড়ে গেলো অবরোধ
আমার ভিতরে ভাঙাচোরা, দ্বন্দ্ব আর দুর্যোগ,
কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সে ফিরে যাওয়া তোমার
কি ভয়ঙ্কর সে প্রত্যাখ্যানে দ্বিধাগ্রস্ত আমার দুয়ার।

এখন বিরহ আর উপেক্ষাতে
শূন্যতায় শুধু জানে,
আমার একলা আকাশ কেমন করে থাকে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল, তবে অারো ভাল হতে পারতো ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সনেট কবি বলেছেন: সুন্দর

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: বিতা মন ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.