নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

বেদনাহত নক্ষত্রের মতো

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭


দূর বহুদূরের বেদনাহত নক্ষত্রের মতো
আমি একা হয়ে যায় কখনো কখনো,
আমি একা হয়ে যায় সবুজের উপর
গড়িয়ে পড়া শিশির বিন্দুর মত।

সভ্যতা, যান্ত্রিকতা কিংবা লাখো মানুষের মিছিলে
ঘুটিয়ে নেয়া কচ্ছপের মত হয়ে যায় আমি,
ধীরে,ধীরে স্তব্ধতাকে সঙ্গী করে
ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব।

অরন্য বা মরুভূমি পাহাড় কিংবা সমুদ্রে
মৃন্ময়ী আমি তন্ময় চোখে শুধু গল্প লিখি,
একা হয়ে যাওয়ার গল্প
শূন্যতার ভিতরে বেড়ে উঠার গল্প।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

নজসু বলেছেন:



কবিতার পরতে পরতে কষ্টের কাব্য মন ছুঁয়ে গেলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নতুন বালক বলেছেন: তাই নাকি তবে কষ্টই সত্য কষ্টতেইই সুখ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: এসব মেনে নিয়েই জীবন যাপন করতে হবে।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নতুন বালক বলেছেন: জি এইটাই, মেনে নিতে আমাদেরও মনে হয় কোন সমস্যা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.