![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল করে খেয়াল করলেই যে কেহ বুঝবে আজীবন শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ তাদের দলের চেয়ারম্যান। অন্যান্যরা তাদের চামচা। দলের সমাবেশ গুলোতেও কারও কথার কোন মুল্য নাই, তাহলে কিসের জন্য এই সমাবেশ? শেখ হাসিনা খালেদা জিয়া ঊ্না্রা গনতন্ত্রের অর্থই জানেন না। তারা জানেন পরিবার তন্ত্র।দুজনই আবার ঊত্তরসুরী ঠিক করে রেখেছেন। বাংলার মানুষ এদেরকে ঘৃনা করে এদের হাত থেকে মুক্তি চায়। এরা নিরলজ্জের মত জনগনের নাম ভাঙ্গিয়ে খায়। এরা মানুষের কস্টে সুখী হয় ।খুনী গুন্ডা সন্ত্রাসী সংগে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে চলাফেরা করে। জ্ঞ্যানী গুনী মানুষদের কথা না শুনে তাদেরকে দেশাদ্রহী বানানোর চেস্টা করে। যারা এদের পা চাটে তারাই সমাজে প্রভাব বিস্তার করে চলে। জনগনের টাকা দিয়ে যা ইচ্ছে তাই করে, এর প্রতিবাদ করার কেঊ নেই। আল্লাহই জানেন কবে আমাদের মুক্তি মিলবে এদের বিসাক্ত কবল থেকে।
©somewhere in net ltd.