নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ সানী

এস এ সানী › বিস্তারিত পোস্টঃ

উত্তপ্ত মরুর বুকে কর আঘাত

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

উত্তপ্ত মরুর বুকে কর আঘাত,
দুমরে মুচরে দাও মিথ্যে কষাঘাত ।
বিষের বাশি বেজে উঠছে বারবার,
বাধার পাহাড় ভেঙ্গে কর চূরমার ।
ক্ষণে ক্ষণে বাজে ঝাড়ের ডাক,
চূর্ণ হোক ভেঙ্গে শোষণের হাক ।
মুক্তির খোজে আজ মুক্ত পথে চল,
বুক ফুলিয়ে আজ সত্যটা বল ।
সব বাধা চূর্ণ করে দ্বাড়াও রুখে,
আঘাত হানতে হবে অসত্যের বুকে ।
নির্লিপ্ত ঝড়ো বাতাস বইছে তুমুল বেগে,
সকল বাধা ছিন্ন করে উঠতে হবে জেগে ।
চিরতে হবে যে করেই হোক উষ্ঞ মরুর বুক,
বুকটা যদি কাপে কাপুক ধুক ধুক ।
দল বেধে সবাই আয় বেড়িয়ে,
বিজয়টা উপভোগ করবো দারিয়ে ।
দুমরে মুচরে দাও মিথ্যে কষাঘাত ।
বিষের বাশি বেজে উঠছে বারবার,
বাধার পাহাড় ভেঙ্গে কর চূরমার ।
ক্ষণে ক্ষণে বাজে ঝাড়ের ডাক,
চূর্ণ হোক ভেঙ্গে শোষণের হাক ।
মুক্তির খোজে আজ মুক্ত পথে চল,
বুক ফুলিয়ে আজ সত্যটা বল ।
সব বাধা চূর্ণ করে দ্বাড়াও রুখে,
আঘাত হানতে হবে অসত্যের বুকে ।
নির্লিপ্ত ঝড়ো বাতাস বইছে তুমুল বেগে,
সকল বাধা ছিন্ন করে উঠতে হবে জেগে ।
চিরতে হবে যে করেই হোক উষ্ঞ মরুর বুক,
বুকটা যদি কাপে কাপুক ধুক ধুক ।
দল বেধে সবাই আয় বেড়িয়ে,
বিজয়টা উপভোগ করবো দারিয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.