![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বঙ্গবন্ধু তুমি ছিলে মহান,
আদর্শ আর যোগ্যতায় ছিলে চির অম্লান ।
বীর বিক্রমে ভরা ছিল তোমার বলিষ্ট কন্ঠস্বর,
মুক্ত করেছিলে দেশ তুলে এক মুক্তির ঝর ।
মুক্ত উন্মাদনায় ছিলে তুমি মুক্তির দিশারী,
সংগ্রাম করেছিল সারা জীবণ হয়ে আলোর দিশারী ।
স্বাধীন করেছিলে এই পবিত্র ভূ খন্ড,
দুর্বার দুরন্ত তুমি চির সম্ভ্রান্ত ।
বীরত্বে আর সাহসে তুমি ছিলে বীর,
মিথ্যে কষাঘাতে নত হয়নি কভু শির ।
স্বৈরাচার বিরোধী সংগ্রামে তুমি নেতৃত্ব,
দৃঢ় সুদীপ্ত ছিল তোমার ব্যাক্তিত্ব ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
চলন বিল বলেছেন: অসহ্য লাগে , এসব মুজিব পুজা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে মুছে যাবে আশা করি