নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনো তুমি মানবিক হতে পারবে না।মানবতার জয় হোক।

সৈয়দ আহাম্মদ উপল

গন্ডমূর্খ

সৈয়দ আহাম্মদ উপল › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলররা পরাধীন

২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৬

ব্যাচেলর
এই শব্দটি সব বাড়ীওয়ালাদের কাছে নিকৃষ্টতম একটা শব্দ।কিছু কিছু মানুষ এই শব্দ শুনার পর এমন ভাব দেখায় যে ব্যাচেলরা মানুষ না। চোখে মুখে সেই একটা বিরক্তির চাপ।
গুলশানে আই এস হামলা,কল্যানপুরে জঙ্গী হমলার পর ঢাকার প্রায় অনেক এলাকায়,হাউজিং সোসাইটি গুলোর মধ্যে ব্যাচেলর উচ্ছেদ করা হচ্ছে।নতুন করে ব্যাচেলরদের বাসা ভাড়া দেয়ার তো কোনো প্রশ্নই উঠে না।ঢাকায় অধিকাংশ মানুষ ব্যাচেলর।কষ্ট,ভোগান্তি,একতাবোধ,হাসি,মিলমিশে থাকা,সবকিছু ভাগাভাগি করে নেয়া এটাই ব্যাচেলর। একজন ব্যাচেলরও চায় সে তার পরিবারের সাথে থাকতে।কিন্তু অনেক কিছুর জন্যই তা হয়ে উঠে না।ব্যাচেলরদের ভালো খারাপ অনেক দিকই আছে।তা তো সব মানুষের মধ্যেই থাকে।শুধু যে সে ব্যাচেলর তাই বলে সে খারাপ সে জগন্য তার সাথে মিশা যাবে না এটা তো ঠিক না।তবে ব্যাচেলরা একটু অগোছালো সেটা বলতে পারেন,তাই বলে সবাই নয়।আমি নিজেই একজন ব্যাচেলর।আমরাও তো মানুষ।ব্যাচেলর তাই বলে কি চারপাশের মানুষ আমাদের এভাবে হেয় করবে?

আমি থাকি মোহাম্মদপুরে।ভাড়ীওয়ালা আগামী মাসে বাসা ছেড়ে দিতে বলছে।এই বাসায় আমরা প্রায় ২বছরের মত ছিলাম।হঠাৎ করে তার এই সিদ্ধান্ত, বাসায় কোনো ব্যাচেলর রাখবে না।খোদ পুলিশও নাকি তাকে হুমকি দিয়েছে যে ১ মাসের মধ্যে বাসা থেকে ব্যাচেলর তাড়িয়ে দিতে।এখানে আমাদের আর কিছু করার ছিলো না।আমরা নিরুপায়।
ঘটনা ঘটল আশে পাশে যখন বাসা খোজাখুজি শুরু করি।এই পর্যন্ত অনেক বাসা পেলাম।যত গুলা পেয়েছি, বাসা নিয়ে মালিকে/দারোয়ানের সাথে কথা বলতে গেলেই তাদের প্রথম কথা আপনারা ব্যাচেলর? --জ্বী।এই জ্বী বলার পর আর পাত্তা পাই না।দারোয়ানো ভাব নেয়,কোনো কথাই বলতে চায় না।একটা কথা বলে রাখি মোহাম্মদপুরে কিছু কিছু হাউজিং এলাকায় নোটিশ দেয়া হয়েছে ব্যাচেলর থাকা যাবে না।

স্বধীন দেশে বাস করি।কিন্ত আমরা পুরোপুরি স্বাধীনতা পাই নি।একা(ব্যাচেলর) তাই বলে থাকার জায়গা নেই।ব্যাচেলরদের আবাসস্থল নেই।ঢাকায় এত সংখ্যক ব্যাচেলর যাবে কোথায় এরা?অনেকের পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ নেই।মাঝে মাঝে খুব কান্না করতে ইচ্ছে হয়।পরিবারকে জানাতে ইচ্ছে হয় কিন্ত পারি না,ওই যে বললাম অনেক কিছুর(সমস্যা) জন্য তা হয় না।

আমরা ব্যাচেলর আমরা পরাধীন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৪

মহা সমন্বয় বলেছেন: ব্যাচেলার সমস্যা ঢাকা শহরের পুরোনো এক সমস্যা কিন্তু দিন দিন তা প্রকট আকার ধারণ করেছে।
এভাবে আর বেশিদিন চলতে থাকলে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আর উপায় নেই। X((

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৮

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই আপনিও কি ব্যাচেলর?


ভাই আপনার পোস্ট গুলো অতিরিক্ত বড়।২ টা পড়ছি জান শেষ।এত বড় করে লিখা।ভাই আপনার ধৈর্য্য আছে এটা মানতে হবে

২| ২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৪

মহা সমন্বয় বলেছেন: আল্লাহ পাক চাহেন তো অতি শীঘ্রই ব্যাচেলর তাকমা বিসর্জন দিয়ে নিজেকে জাতে তুলব। B-) আর অনলাইন জগৎকেও বিদায় জানাব। বহুত হয়েছে আর না।
আর আমার পোস্টে যাবেন না ভাই, সবই ক্যাঁচাল মার্কা পোস্ট। :P
শুভ রাত্রি।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১০

নামহীন ব্যক্তি বলেছেন: ভাই বিবাহ করে পেলেন। সমস্যা সমাধান।।।

২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৫

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই সময়ের অপেক্ষায় আছি.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.