![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
চশমার ফ্রেমের ময়লার আস্তরণ আর রক্তে নিকোটিনের পরিমান বেড়েই চলছে তোমার আর আমার দূরত্বের সাথে সমানুপাতিক হারে।
মহাকাল তুমি এমন কেন?
অনুভূতিগুলো কেনো নিকোটিন হয়ে রক্তে মিশে?
আমার পুরো দেহে এখন নিকোটিনের বসবাস।
তবুও হারিয়ে যাই নি এখনো,অপেক্ষায় আছি সময়ের।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৬
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই বড় করে লেখার ধৈর্য্যটা হারিয়ে গেছে।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভেবেছিলাম আরেকটু বড় হবে লেখাটা। তবে খারাপ লাগেনি।