![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
এবার কিন্ত দেখা হলেই আমি কোনো কিছুই মানবো না,সরাসরি কাজী অফিস।বিয়ে করে কয়েকদিন তানভীরের বাসায় থাকব।তারপর না হয় আমরা একটা বাসা নিয়ে নিব।
- হইছে আগে দেখা হোক।তারপর না হয় বাকি কিছু।আমাদের এখনো দেখাই হয় নি।আর তুমি কত কিছু ভেবে ফেলছো।এত স্বপ্ন দেখো কেমনে?
- দেখা তো সেই কবেই হতো।শুধু তোমার জন্য তা হয় নি।
-কি করবো বলো?বাসা থেকে যে বেরুতেই দেয় না।
-তোমার শুধু সেই একই কথা বাসা থেকে বেরুতে দেয় না।এত বড় হইছো তাও সারাদিন বাসায় বন্দী।পারো কেমনে!?
-মেয়ে হইলে তুমি বুঝতা।মেয়েদের পারা লাগে,না হলে চলে না।
-বলছে তোমারে?এখনকার মেয়েরা স্বাধীন।যা খুশি তাই করে।আগের মত নেই।তো তুমি কেন এমন?আমি দেখা করার কথা বললেই তোমার সমস্যা।
-আসলে ব্যাপারটা তা না।তুমি বুঝার চেষ্টা করো।
-আমি সবই বুঝি।
-বললেই হলো?তুমি কিছুই বুঝো না।
-আচ্ছা যাও আমি কিছুই বুঝি না।কাল যেমনে হোক দেখা করা লাগবে।
-আমি চেষ্টা করবো।যদি পারি তাহলে তোমারে জানাবো।
-এরকম তো আগেও বলছো।আমি কিছু শুনতে চাই না।কাল আমাদের দেখা হচ্ছে এটাই চুড়ান্ত কথা।
-
এভাবে মাসের পর মাস চলে যায় কিন্তু আমাদের আর দেখা হয় না।দেখার কথা বললেই তার সমস্যা।প্রতিদিন ওই একই কথা কাল আমাদের দেখা হচ্ছে। কিন্ত এই কাল টা আসে না।প্রতিদিন সন্ধ্যা থেকে ম্যাসেজিং শুরু হয়,কখনো কখনো ভোর পর্যন্ত চলে। ওর ছবিও দেখি নি এখন পর্যন্ত।কথা ছিলো তারে আমি বাস্তবেই দেখবো।তার চ্যাটি( ম্যাসেজিং) করার স্টাইল দেখেই আমি মুদ্ধ।কখনো তার কন্ঠও শুনা হয়নি।কিন্ত তার উপর কেন যে আমার এত বিশ্বাস জন্মালো বুঝতেই পারি নি।
আচ্ছা সে যদি মেয়ে না হয়?আমার সাথে আবার প্রতারণা করছে না তো?তাকে আমি বিশ্বাস করছিই বা কেন?তার উপর আমার এত দুর্বলতা কিসের?
যাহ এসব কি ভাবছি?
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: জ্বী ভাই ঠিক বলছেন।
কিন্ত বর্তমানে এসব কিছু বুঝাও কষ্টকর,কোনটা বাস্তব আর কোনটা ফেইক।আর ভার্সুয়াল জগতে তো আবেগের কোনো দামই নেই।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৪
নামে বইয়ের পোকা বলেছেন: মনির ভাই, ঠিক বলেছেন।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৯
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: জ্বী ভাই।
অন্ধ প্রেম
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৭
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: একে বাড়ে সত্য কথা, এই সবের আজ আর কোন দাম নেই। এই ভারচুয়াল জগতে কে যে সত্য আর কে যে মি্থ্যা বুঝা মুশকিল, তবে বুঝার কিছু উপায় আছে, কিছু বিষয় নজর আন্দাজ করলেই বুঝা যায়।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৮
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৫
মার্কো পোলো বলেছেন: বাস্তবে আবেগের কোন স্থান নেই, দীর্ঘদিন মেসেজিং মানে একটু টান থাকবেই কিন্তু আবেগকে বাস্তবরূপ দান করুন। মেয়ে হলেও বেরিয়ে আসবে, ছেলে হলেও বেরিয়ে আসবে। এরপর সব ঠিক হয়ে যাবে। ভাল লাগলো।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০০
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই আবেগকে বাস্তব রুপে দান করার চেষ্টা চালাচ্ছি।
ধন্যবাদ ভাই।কষ্ট করে পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১২
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: প্রেম যে অন্ধ ...। এটাই তার প্রমান...