নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনো তুমি মানবিক হতে পারবে না।মানবতার জয় হোক।

সৈয়দ আহাম্মদ উপল

গন্ডমূর্খ

সৈয়দ আহাম্মদ উপল › বিস্তারিত পোস্টঃ

শেষ দেখা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

আমি এখনো বাইরেই দাঁড়িয়ে আছি।বাড়িতে ডুকতে পারছি না।ব্যাপারটা ঠিক তা না,মরা বাড়িতে কে আসলো কে গেলো মানুষ এত কিছু দেখে না।তারপর ও আমার কেমন জানি একটা ভয় কাজ করছে।শুধু ভয় না বিষণ ভয়।বুক হাহাকার।পুরো দেহ নিথর।হাত কাপছে।শুধু একবার দেখবো বলে এসেছি, এটাই শেষ দেখা, আর কখনো দেখা হবে না।বাড়ির বাহিরে অপেক্ষা করছি কখন লাশ বাড়ি থেকে বের করবে?


ঠিক ৩ বছর আগে আমাদের পরিচয়।তারপর প্রেম,বিয়ে মনে মনে অনেক বার করা হয়ে গেছে।শেষের দিকে নাবিলার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।ক্যান্সারের সাথে যুদ্ধে হেরে গেলো, অবশেষে মৃত্যু।

মনের ভিতর কেমন জানি করছে।ভিতরে যাবো কি যাবো না।অনেকক্ষণ তো হলো,এভাবে আর বাহিরে দাঁড়িয়ে থাকা যায় না।একবার ভিতরে গিয়েই দেখি।
বাড়ির ভিতরে ডুকতেই গেটের বাম পাশে একটা কদম গাছ সেটার নিচে লাশ রাখা,মোটামুটি সব কিছু শেষ।এখন মানুষজন দেখছে আর কিছুক্ষণ পরেই জানাজার জন্য বাইরে নিয়ে যাবে।আসে পাশে প্রায় অনেকেই কান্না করছে।হঠাৎ পাশে একজন বুড়ো বয়সী লোক বলে উঠল হায়রে দুনিয়া কয়েকদিন আগে মাইয়া আমারে ভাত খাওয়াই দিছে।আর এখন দুনিয়া ছাড়ি চলি যার।
আমি একটু আগ বাড়িয়ে গেলাম।পা দুটো চলছেই না।কে যেন পা দুটো বেধে রেখেছে।অনেক কষ্টে লাশের পাশে গিয়ে দাঁড়ালাম।চোখে কি জেনো পড়েছে,হাত দিয়ে দেখি পানি।আমার এখনো স্পষ্ট মনে আছে যেদিন নাবিলার ক্যান্সারের কথা শুনছিলাম সেইদিন চোখ দিয়ে পানি পড়ছিলো।আজ দেখছি অঝোরে পড়ছে।আমি নিজেকে থামাতে পারছি না।চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে।কিন্ত পারছি না।নাবিলারে আমার অনেক কথা বলার ছিলো,কিন্ত কিছুই বলতে পারিনি।মনের কথা গুলো আর মনের ভিতর রাখতে ইচ্ছে করছে না।আচ্ছা ও কি আমার মনের কথা শুনতে পারছে?শুনেছিলাম মানুষ মারা গেলে নাকি সব কিছু দেখতে পায়।কিন্ত শুনতে পায় কিনা তা জানি না।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না।পাশে একটা টিউবওয়েল ছিলো,ওখানে গিয়ে মাথায় কিছুক্ষণ পানি দিলাম।হঠাৎ চারপাশে কান্নার আওয়াজ বাড়ছে,তাকিয়ে দেখি লাশ নিয়ে বাহির হওয়ার প্রস্তুতি নিচ্ছে।আমি তাড়াহুড়ো করে গেলাম দেখি খাটের একপাশ কাধে নিতে পারি নাকি।অপরিচিত মুখ তাই আর নিতে পারলাম না।বাড়ি থেকে একটু সামনেই কবর দেয়া হবে।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না নাবিলা চলে গেলো,আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে,সবকিছু ছেড়ে।ও একা একা থাকবে কেমনে?আমিও বা কেমনে থাকব।নাহ এই পৃথিবী আর আমার জন্য না।নাবিলাকে একা থাকতে দেয়া যাবে না ও ভয় পাবে।আমাকে যাওয়া লাগবে ওর কাছে।চলে যাবো কিছুদিনের মধ্যেই,কিছুদিন না এখনি যাবো...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.