নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনো তুমি মানবিক হতে পারবে না।মানবতার জয় হোক।

সৈয়দ আহাম্মদ উপল

গন্ডমূর্খ

সৈয়দ আহাম্মদ উপল › বিস্তারিত পোস্টঃ

The magic of thinking big

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

প্রতিটি মানুষ চায় সাফল্য।সকলেই জীবনে সবচেয়ে সেরা জিনিস কামনা করেন।কেউ-ই সাদামাটা জীবনধারা চান না,হামাগুড়ি দিয়ে চলতে চান না কেউই।কেউই দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে চায় না,জোর করে তাকে ঐ শ্রেণীতে পাঠিয়ে দেয়া হলে সে মোটেই খুশী হন না।
কোরানে বলা হয়েছে 'মানুষের জীবনে পরিশ্রম ছাড়া সাফল্য লাভ হয় না'
বাইবেলের বর্ণনা মতে 'সফল হওয়ার কয়েকটি ব্যবহারিক উপায় নিহিত হয়েছে,তাতে জানানো হয়েছে যে,বিশ্বাসে পাহাড়কেও হারানো যায়।
বিশ্বের শ্রেষ্ঠতম মননশীল ব্যাক্তিদের চিন্তাধারায় উচ্চাকাঙ্ক্ষারর ম্যাজিকের মূল উপাদান ও বিষয়বস্ত খুজে পাওয়া যায়।যেমন প্রফেট ডেভিড বলেছেন "মানুষ যেমনটি চিন্তা করবে ঠিক তেমনটি হয়ে উঠবে"।এমারসন বলেছিলেন "মহাপুরুষরা জানেন চিন্তাশক্তি বিশ্ব সংসার পরিচালনা করছে।শেক্সপিয়র যেমন বলেছেন "ভালো বা মন্দ বলে কিছু নেই,চিন্তা ভাবনা জিনিসকে ভালো বা মন্দ করে তোলে"।

তবে প্রমাণ কোথায়?কি করে বোঝা যাবে এসব মহান ব্যাক্তিরা যা বলেছে তা নির্ভুল?প্রমাণ কিন্ত পাওয়া যায়,আমাদের চারিদিকে বাছাই করা কয়েকজন মানুষের জীবনই তার প্রমাণ,সফল হয়ে এরা নিজেদের জীবন সার্থক ও সুখময় করে তুলেছেন।
উচ্চাকাঙ্ক্ষা পোষণ করুন,নিজের জীবনকে বিশাল করে তুলুন।সুখ স্বাচ্ছন্দ্যে বিশাল,সাফল্য ও কৃতিত্বে বিশাল!উপার্জন বিপুল!বন্ধু পরিজন বিপুল!প্রচুর সম্মান, ইত্যাদি গুনে গুণান্বিত হয়ে উঠুন।

প্যুবিলিয়াস সাইরাসের ভাষায়-
বিচক্ষণ ব্যক্তি নিজের মনের মালিক
এবং মূর্খ ব্যক্তি তার মনের ক্রীতদাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.