![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
তুমি আসবে কবিতা হয়ে আমার খাতার সাদা ক্যানভাসে।
শব্দের খেলায় তোমাকে দেখবো,
তোমাকে আঁকবো,
তোমার ভূ-খন্ডের প্রতিটি সীমানায় আমার কলমের আঁচড় পড়বে।
আর তুমি ধীরে ধীরে
নাইট কুইনের মতো ফুটতে ফুটতে,
সৌরভ ছড়াতে ছড়াতে,
জীবন্ত এক কবিতা হয়ে....
সমস্ত শরীরের পপড়ি খুলে খুলে বিকশিত হবে।
©somewhere in net ltd.