![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
এই ইট পাথরের শহরের প্রতিটা বড় বড় বাক্সের ভেতরে প্রতিটা ছোট ছোট বাক্সে বসবাসরত প্রতিটা পরিবারেরই আছে নিজস্ব কিছু যন্ত্রণা। আবার পরিবারের প্রতিটা সদস্যের আছে একান্তই গোপন কিছু চাপা যন্ত্রণা।
সুখের এই পৃথিবী, সুখের এই অভিনয়।
যতই আড়ালে রাখো, আসলে কেও সুখী নয়।
অত:পর হে প্রিয়তমা, পড়ন্ত বিকালের অলস সময়ে জানি তুমিও ভালো নেই আমারই মত।
এক এক টা ভাঙা হৃদয় এক এক টা দক্ষ অভিনেতার অস্তিত্ব বহন করে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: জ্বী ভাই।
ঠিক বলছেন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইহা সাহিত্যের মধ্যেও পড়ে না, বাণী চিরন্তনের মধ্যেও পড়ে না।
ফেবু স্টাটাস টাইপের কিছু হবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২১
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই মনে যা আসে তাই লিখি।অত কিছু দেখেশুনে,নিয়ম নীতি ফলো করে লিখতে পারি না
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তবে যা হউক, ইহা মৌলিক হওয়ার দাবি রাখে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: এক এক টা ভাঙা হৃদয় এক এক টা দক্ষ অভিনেতার অস্তিত্ব বহন করে
সুন্দর ভাবনা।
ভালোলাগা রেখে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই.।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
আশফাক ওশান বলেছেন: সুখী মানুষ বলে কিছু নাই।পুরোটাই আপেক্ষিক একটা জিনিস