নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমরা যখন উত্তরার বাসায় উঠি তখন প্রথম বাথটাবে গোসল করি। আমার খুশি দেখে কে ? সে যে কি আনন্দ !! ;) চুলায় পানি গরম করে সেই পানি টাবে ঢেলে গোসল করতাম। ভালই লাগতো। গরম পানির গোসল কিন্তু বাতের রোগীদের জন্য ভাল। যা হোক আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর কিছু প্রাকৃতিক গরম পানির লেকে। চলুন ঘুরে আসি।



১) The Grand Prismatic Spring: America's largest



আমেরিকার সবচেয়ে বড়, পৃথিবীর ভিতরে ৩য় বৃহত গরম পানির লেক এটি। ইওলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত এই লেকের আয়তন ২৫০-৩০০ ফিট ও গভীরতা ১৬০ ফিট। প্রতি মিনিটে এটি ৫৬০ গ্যালন পানি উদ্বগিরন করে যার তাপমাএা থাকে ৭১ডি সেলসিয়াস। কিছু গরম পানির ব্যাকটেরিয়ার জন্য এর ভিতরের কালার চেন্জ হয়ে সবুজ থেকে লাল ও কমলা হয়। যারা ২০১২ মুভিটা দেখছেন তারা এই জায়গার নেড়া ভার্সন দেখছেন। :):)



২)Mammoth Hot Springs: largest carbonate-depositing spring in the world



এইটাও ইওলোস্টোনে। এর তো দেখি বহুত কাহিনী। এইখানে দুনিয়ার সবচেয়ে বেশি কার্বনেট জমা আছে। প্রতি দিন ২ টনের উপর ম্যমথ এর উপর দিয়ে প্রবাহিত হয়। :-/:-/



৩) Blood Pond Hot Spring: welcome to hell



বলেন তো, এর রং লাল কেন? প্রশ্নটা থাকলো। এইটা জাপানে। এর ব্যপারে পরে ব্যপক ভাবে একটা পোষ্ট দিব।



৪) Blue Lagoon: Iceland's geothermal spa



এইটা আধা-প্রাকৃতিক একটি গরম পানির লেক। এর পানি গরম হয় নিকটস্থ পাওয়ার প্লান্ট থেকে। কই জানেন ? আইসল্যান্ড। চলেন যাই গোসল করে আসি। ;);)



৫) Glenwood Springs: world’s largest natural hot springs swimming pool



কাহিনী হইলো, ন্যাচারাল গরম পানির পুকুর বাট মানুষের ক্রিয়েটিভিটের মিশেলে দুনিয়ার সব থেকে বড় বাথটাব হয়ে গেছে। এর তাপমাএ ৩৬-৪০ ডি সে. মানুষ টিটমেন্টের জন্য এখানে গোসল করে। একেই বলে প্রকৃতিক চিকিৎসা। B-)B-) আমার গামছা টা কই ?? অবস্থান কলরাডো, ইউএসএ ...



৬) Jigokudani Hot Springs:



এইটা কিন্তু মানুষের জন্য না। জাপানের স্নো মাংকিদের বাসা এইটা। মানে হইলো বানরগো লেইগা প্রকৃতিই গরম পানির ব্যবস্থা করে দিছে। B-)B-)



৭) Deildartunguhver: highest flow hot spring in Europe



এইটা খুবই গরম , প্রায় ৯৭ডি সে. এইটা সেকেন্ডে ১৮০ লিটার পানি বমি করে। এতো পানি বমি আর কোন গরম পানির লেক করে না। গোছলে নামলে হাড়-মাংস আলাদা হইয়া যাইবো, তয় মানুষের পাল্লায় পড়ছে তো, এই পানি পাইপে কইরা বাসায় নিয়া ইউজ করে। :D:D



এখন কন কে কোনটায় যাবেন ??? আমি বান্দরের টায় যামু। B-)B-)



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

কালোপরী বলেছেন: আমি Glenwood Springs এ যাইতে চাই

পোস্টে প্লাস :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সেচ্ছাসেবক বলেছেন: আমারে কিন্তু সাথে নিতে হপে ... নাইলে নগদে মাইন্ড খামু ...

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার পোষ্ট


+++

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ইথান মাহমুদ বলেছেন: Blue Lagoon যাইমু। কি খবর ডেন্টিষ্ট ভাই??

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেচ্ছাসেবক বলেছেন: আমারে লগে নিতে হইবো। ডেন্টিষ্টের অবস্থা ভাল না । পেশেন্ট নাই ... :(

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কালোপরী বলেছেন: হাহা জি না চালাকি খাটবে না। মাইন্ড খান আর যাই খান আমি একলাই যামু :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সেচ্ছাসেবক বলেছেন: আমি সাতার পরি কিন্তু ... আর ঠিক আছে আপনে যদি আমার খরচটা দিতেই চান, আমি মাইন্ড করবো না। প্রমিস।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

কালোপরী বলেছেন: X( X( X( বলসি যে একলা যামু, আমি একলা যামু, আমি একলাই যামু

আমি কাউরে সংগে নেই নাআআআআআআআআআআআ X( X( X(

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সেচ্ছাসেবক বলেছেন: নিতে হপে ... নাইলে কিন্তু বলে দিব ... :P :#)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

কালোপরী বলেছেন: কি বলবেন :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

সেচ্ছাসেবক বলেছেন: :#) :#) B-)) B-))আমি জানি ... B-)) B-)) আগে বলেন নিবেন ... (নাহ্ লুল হয়ে যাচ্ছে ... এখন অফ যাই, নাইলে চুচিলরা এসে চেপে ধরপে) .. যান একাই যান ... নিতে হবে না :(

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

কালোপরী বলেছেন: আচ্ছা যান :P নিলাম না :D শত হোক আপনি আমাকে জায়গা চিনাইসেন আপনার অনুরোধ কি আমি ফেলতে পারি ;) ;) :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

সেচ্ছাসেবক বলেছেন: আমার কপাল আর কি ... :-< |-)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

দি সুফি বলেছেন: ৭) Deildartunguhver: highest flow hot spring in Europe যামু। গিয়া একটা পাইপ লাগাইয়া আমার বাসায় আনমু :#) :#) B-)) B-))

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

সেচ্ছাসেবক বলেছেন: তাইলে আমার বাসায় বাইপাস কইরেন কিন্তু ভাই ... ওয়াসার পানি খাইতে খাইতে মুখ গন্ধ হয়ে গেছে ... :-P :-P

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট , :) আমি পরী র সাথে যামু

আর বান্দর এর টা এ যাবার ইচ্ছা আমার অনেক দিন এর :পি

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... আমাকে তাইলে আপনের সাথে নিয়েন ... ;) :-B

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

কালোপরী বলেছেন: এইবার ঠিক আছে মনিরা আপু আমার সঙ্গে :D যাইতে পারে :D

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

সেচ্ছাসেবক বলেছেন: আমি মামলা করবো আপনের নামে .... Gender discrimination এর মামলা ... ওয়েট করেন ... উকিল নোটিশের ... আমি Gender discrimination এর শিকার ... /:) X( X((

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

রাসেল ভাই বলেছেন: নাইস ওয়ান ।



আমারে না নিলে কইলাম খবর আছে ( কালোপরি )

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: এহ আইছে ... লাইনে খাড়ান মিয়া ... /:) /:) X( X( X(( X((

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: এখানে Gender discrimination কি হইল ডাঃ :-*


আমাকে ত নিচ্ছে মুরুব্বি হিসেবে ? বান্ধবী হিসেবে না , আজকাল বান্ধবির কথায় বা সাথে কথাও যাওয়া ভয়ংকর :-&


০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: মুরুব্বি ??? B:-) ওকে ... আমি আর কি বলবো খুইজা পাইতাছি না, মুরুব্বিগো উপরে কথা নাই ... মামলা তুইলা নিলাম ... :-P :-P

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার পোষ্ট।

বাসায় গিজারের পানিতে আরাম করে গোসল করলেই তো শেষ। ;) B-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

সেচ্ছাসেবক বলেছেন: গরিবের ঘুড়া রোগ আর কি !!! :-< :-< |-) |-)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

অন্য জগৎ বলেছেন: ভালা হইছে :) :) :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

ভুং ভাং বলেছেন: ৮ম ভালোলাগা

৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ... বাকি গুলো কি ভালো লাগে নাই ??? একটু ইশারা দিয়েন ,আপনাদের ইশারা পেলে আমি অনুপ্রানিত হই ..

১৬| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

গুল্টু বলেছেন: ভারতের মানালিতে আছে। আমি দেখেছি।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সেচ্ছাসেবক বলেছেন: আমি কোনটাই দেখি নাই ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.