নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

যারা "পাইরেটস অফ ক্যারাবিয়ান" মুভিটা দেখছেন তারা "নাইন পিছ অফ এইট" কথাটা শুনে থাকবেন। আজ আপনাদের দেখাবো বাস্তব দুনিয়ার "এইট পিছ অফ হেল"। "জিগোকু অফ বিপু" "The "hells" (地獄, jigoku) of Beppu" এর জাপানী নাম। জাপানের দুইটা জেলায় এই হেল গুলা অবস্থিত। প্রথম ছয়টা "কানাওয়া(Kannawa)" জেলায়, বাকি পরের দুইটা "শিবাশেকি(Shibaseki)" জেলায়। চলেন আপনাদের নরক দেখায় নিয়া আসি। খবরদার পিছে পরে যাবেন নে কিন্তু, তাহলে আর দুনিয়ায় ফিরে আসতে পারবেন না ... হু হু হা হা হা ....



১) Umi Jigoku (উমি জিগোকু) :P



নরক হলেও এটা দেখতে খুব সুন্দর। আপনে হয়তো ভাবতাছেন, জিনিসটা কি? আচ্ছা যান বলে দেই, এইটা নীল পানির একটা পুকুর। এর নাম "সমুদ্র নরক(sea hell)"। এর আশেপাশে আরও কয়েকটা ছোট ছোট পুকুর আছে। এর ভিতর যেইটা সবথেকে বড় সেইটার আবার মেলা কাহিনী, মানে হইলো এর পানি পরিষ্কার, এর পানিতে যে পদ্ম ফুল ফোটে তার পাতা এতো বড় যে তা অনাযাসে মানুষ্য বেবিদের ওজন নিতে পারে। :-/:-/



২) Oniishibozu Jigoku (ওনিইশিবোজু জিগোকু)



কাঁদার পুকুর। কান্না-কাটির পুকুর মনে কইরেন না কিন্তু, কাহিনী হইলে এইটা একটা কর্দমাক্ত পুকুর যা ২৪ ঘন্টা বয়েল হইতাছে, এর নামকরনের মাজেজা হইতাছে, বয়েল হওয়ার ফলে যে বাবল গুলা তৈরি হয় তা দেখতে "মংক" দের নেড়া মাথের মত। সুখবর হইলো এইটার আশেপাশে কিছু পাবলিক গোসলখানা আছে। চাইলে গোসল করতে পারবেন। খরচ পরবে ৬০০ ইয়েন। মাএ ৫৪৯.৫৬ টাকা। এক গোসলে ;);):P:P জাপানিগো ব্যপার-স্যপারই আমি বুঝি না। আমরা কেদা ধুয়ার লেইগা গোসল করি আর হেরা কেদা দিয়া গোসল করে। আজিব পাবলিক ...



৩) Shiraike Jigoku (শিরাইকি জিগোকু)



হেরা কয় "white pond hell" আমি কই দুধের নরক। এর পানির রং সাদা। আমার ধারনা এর নিচে চিনামাটির খনি আছে। এই পুকুরের চারপাশে একটা চমৎকার বাগান আছে। আর পুকুর পরিষ্কার থাকলে এক পানির নিচে দেখতে একুরিয়ামের মত। এর নাম হেল হলো কেন বুঝলাম না .. :|:|



৪) Kamado Jigoku (কামাডু জিগোকু)



কাহিনী হইলো এর নাম "রান্নার পাএ নরক(cooking pot hell)" আপনে চাইলে এখানে হাত-পা চুবিয়ে গরম পানির মজা নিতে পারবেন, চাইলে পানি পানও করতে পারবেন, এমন কি খাবার গরম বা সিদ্ধ করে খেতেও পারবেন। শর্ত হইলো পুকুর ময়লা করা যাইবো না। আমাদের দেশে হলে পাবলিক এর উপর টাট্টিখানা বানাইয়া হাগু করতো। X(X(( আর এরা টাকা কামায় ... :|:|



৫) Oniyama Jigoku (ওনিইয়ামা জিগোকু)



গোসল করবার চাইলে ভুইলা যান। কারন এইটা "মানুষের ব্যবহারের জন্য নহে"। কেন ? মিয়া এইটাতে থাকে বিশাল বিশাল কুমির। এই পুকুরে নাইমা কুমির-কুমিরানী প্রেম করে, আর কি কি যেন করে ;);) , তারপর বাচ্চা-কাচ্চা হইলে সুখে শান্তিতে বসবাস করে। :D:D এই নরকের নাম "monster mountain hell"।



৬) Yama Jigoku (ইয়ামা জিগোকু)



"পর্বতনরক(mountain hell)" এই নাম হইলো কেন বুঝলাম না। এর নাম হওয়া উচিৎ ছিল "নরকের চিড়িয়াখানা", ও এর সাথে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, কিন্তু এখানে থাকে সব পাহাড়ি বিশাল বিশাল চিড়িয়া। এইটাও "মানুষের জন্য নহে", "জাপানি চিড়িয়াদের জন্য সংরক্ষিত" :P:P



৭) Chinoike Jigoku (চিনোকি জিগোকু)



এর কথা আগের পোষ্টে বলেছি। অতিরিক্ত আয়রন থাকার জন্য এর পানির রং রক্ত লাল। নাম "blood pond hell"। এইটা নাকি ফটোজেনিক, মানে সবচেয়ে সুন্দর। B-)B-)



৮) Tatsumaki Jigoku



এইটার কাহিনী বেশ মজার। এর অফিসিয়াল নাম "spout hell"। আমি কই "নরকের কেতলি"। কেতলিতে পানি গরম করলে যেমন ফুস করে বাস্প ছাড়ে তেমনি এইটা থেকে প্রতি ৩০-৪০ মিনিট পরপর ৬-১০ মিনিটের জন্য ফুস করে বাস্প ও গরম পানি ছাড়ে। কিছু কি মনে পরে গেল ??? :P:P;);)



যাবেন ঘুরতে ? তাহলে এই নেন কিছু তথ্য:



ম্যাপতো দিলাম কিন্তু আমি ম্যাপের কিছু বুঝি না।

-গাইড বলে যে লোকাল বাসে না উঠে কার রেন্ট করতে। ইচ্ছা মত ঘুড়াঘুড়ি করা যাবে তাহলে।

- সকাল ৮ টা বিকাল থেকে ৫ টা পর্যন্ত ভিজিট করা যাবে।

- সব গুলা নরক দর্শন করতে হলে টিকেট কাটতে হবে। মূল্য ১৮৩১.৮৮ টাকা বা ২০০০ ইয়েন।

- সপ্তাহের ৭ দিনই খোলা।



আমি দেখি নাই তাই তথ্য যাচাই করতে পারলাম না। সো তথ্যে ভুল থাকলে, বলেন ঠিক করে দিব, বাট নো ত্যেনাপেচানো ...



সবাই কে শুভকামনা।



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: মন্তব্য দিমুনা। এত কম লেখা কেন?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

সেচ্ছাসেবক বলেছেন: এতো কম লেখা ??? :-* :-* /:) /:) মিয়া পুরা ৩ ঘন্টা লাগছে এই পোষ্ট দিতে। X( X( মিয়া রোগী পাই না তাই এত টাইম পাই, নাইলে শুধু ছবি পোষ্ট দিতাম। X(( X((

মন্তব্য দিবেননা মানে, না দিয়া যাবেন কই ??? এখনই দিতে হবে। নাইলে খেলুম না, আড়ি :#) B-))

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর বিষয় তুলে ধরার জন্যে ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

সেচ্ছাসেবক বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য ...

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

মাক্স বলেছেন: নাইস পোস্ট++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

সেচ্ছাসেবক বলেছেন: পেলাসের জন্য ধইন্য ... আপনেরে আমি ভালা পাই ... B-))

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

রীতিমত লিয়া বলেছেন: সবগুলা পুকুর থেকে এত ধোঁয়া উঠে ক্যান?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: এই পুকুর গুলোর নিচে আগ্নেয়গিরীর জ্বলামুখ আছে হয়তো, তাই ...

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

চারশবিশ বলেছেন: ভাল লাগল++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

poops বলেছেন: সুন্দর পোস্ট ++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

কালোপরী বলেছেন: কামাডু জিগোকুতে যাব

এত যে জায়গার লিস্ট বাড়াইতেছেন আমার ভাড়া দিবে কে শুনি?????

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

সেচ্ছাসেবক বলেছেন: আপনে কি চান আমি আপনার ভাড়া দিয়ে দেবো ? /:) /:) আমার নুন আনতে পান্তা ফুরায় :-0 :-0 চাকরি বাকরি করেন, বেশি টাকা-পয়সা হলে আমার যাত্রার স্পন্সর কইরেন :> :>

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ... :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

অংকনের সাতকাহন বলেছেন: জানা থাকল, ধন্যবাদ :-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

সেচ্ছাসেবক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ... :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মো: আবু জাফর বলেছেন: অসাম

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ... :)

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর পোস্ট।+++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: আজতো কোথাও গেলেন না, কাল কিন্তু মিস কইরেন না ... ;) ;) ধন্যবাদ ... :)

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

আজমান আন্দালিব বলেছেন: লাস্টেরটা বুঝতে পারলাম না। পুকুর কই? বাকিগুলান নাইস। বর্ণনাটাও নাইস।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

সেচ্ছাসেবক বলেছেন: কয়েকশ ফিট মাটির নিচে ... একটা এয়ার পকেট আছে তাই দিয়ে মাটির উপরে বাষ্প ও পানি আসে .... ধন্যবাদ ...

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

েদশীদাবাং বলেছেন: অত্যন্ত চমৎকার পোষ্ট, ধন্যবাদ........ :)

কিন্তু সবগুলা দিয়া ধুয়া উড়ে কেন???????????????????

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ... ধুয়া আর কোন খান থেকে বের হবার রাস্তা পায় নাই ... :-< |-)

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

শান্তা273 বলেছেন: অজানা অনেক কিছু জানলাম।
দারুন পোস্ট +++
ভালোলাগা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

হাসান মাহবুব বলেছেন: উরি সুন্দর!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

সেচ্ছাসেবক বলেছেন: যাবেন নাকি ??? নাকি দুর থেকেই শুধু উহ আহ করবেন ??

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: চরম পুস্ট।

+++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: না মিস করি নাইক্কা! B-) :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

সেচ্ছাসেবক বলেছেন: তাও ভাল ... |-)

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

মনিরা সুলতানা বলেছেন: চুন্দর অইচে ডাঃ সাব


মন ডা উদাস কইরা দিলেন ;)

কবে যে যামু :||

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

সেচ্ছাসেবক বলেছেন: ধুলাভাইরে পটাইয়া যানগা ;-)

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

অনীনদিতা বলেছেন: সুন্দর পোস্ট

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

অন্য জগৎ বলেছেন: +++++ দিলাম

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

সেচ্ছাসেবক বলেছেন: থাংকু ... :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

কালোপরী বলেছেন: আমি চাকরি করি বুঝছেন

কিন্তু এত টাকা নাই :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: হুম ... হতাশ হবার কিছুই নাই ... একদিন টাকা হবেই ইনশাল্লাহ ...

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

মাহী ফ্লোরা বলেছেন: দারুন দারুন! এত টাকা লাগে ক্যান? নাইলে আমি একবার দেখে আসতাম! /:)

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

সেচ্ছাসেবক বলেছেন: এর চেয়ে কম পয়সায় ঘুরে দেখতে চাইলে বাংলাদেশ ঘুরে দেখতে পারেন ... দেখার আছে অনেক কিছু ....

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

অচিন.... বলেছেন: সুন্দর, কিন্তু একটাতেও যামুনা, টেকা নাই। :|

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: হতাশ হবার কিছু নাই ... একদিন টাকা হবে ... তখন যাবেন ... :)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

লাবনী আক্তার বলেছেন:

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

সেচ্ছাসেবক বলেছেন: কিছুই তো বুঝলাম না ... মন্তব্যের ঘরে দেখি কিছুই নাই ...

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

লাবনী আক্তার বলেছেন: দুঃখিত ! পেলাস দিছিলাম কিন্তু কেন যে দেখা যাইতেছ না বুজলাম না। :( :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সেচ্ছাসেবক বলেছেন: থাংকু ...

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

তারিন রহমান বলেছেন: নাইস পোস্ট ...

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: Hells (Jigoku)
বঙ্গানুবাদ ভালো হইসে। এই ফুটন্ত হওয়ার ব্যাখ্যাটা কি?

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সেচ্ছাসেবক বলেছেন: আমি আসলে জানি না ... কিন্তু আমার নিজের মনে হয়, হয় এর নিচে জ্বলন্ত আগ্নেয়গিরি আছে অথবা গরম পাথর আছে যার সাথে পকেট আছে। হুম ... আজ বাসায় গিয়ে পড়তে হবে এ ব্যাপারে ...

ধন্যবাদ ...

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

চোখের দেখা বলেছেন: অনেক ভালো লাগলো দারুন সব

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.