নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-"পারফেক্ট" ক্রাইম (কত অজানা রে পার্ট-১১)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

"পার্ফেক্ট ক্রাইম।" শাহরুখ খানের 'ডন২' মুভির ফিনিশিং ডায়লগটা কার না ভাল লাগে। কিন্তু বাস্তবে কি পার্ফেক্ট ক্রাইম করা সম্ভব?? আসুন দেখে নেই এমন কিছু পার্ফেক্ট ক্রাইমের কেস যা গল্পকেও হার মানায়।



১) Twin Jewel Thieves Create Perfect Alibi–



গল্পের শুরু ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি। এই দিন সকালে তিনজন মুখোশধারী ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ডিপার্টমেন্ট স্টোর কউফহাফ ডেস ওয়েসটার্নে। আমরা যেভাবে মুভিতে দেখি যে দড়ি বেয়ে ঘরের এপাশ থেকে ওপাশ যায় ফ্লোরে লাগানো সেন্সরকে ফাঁকি দিয়া সেভাবে এই তিন চোর ডিপার্টমেন্ট স্টোরের ভল্টে প্রবেশ করে। এই চোরদের একজন আবার রিত্তিক রোশোনের মহা ভক্ত। সে দোকানের সব খালি করে তার হাতের গ্লাভসটা ফেলে রেখে যায়। এখন পুলিশরে চ্যালেন্জ করবা আবার ভাববা ধরা খাবা না, তা তো হয় না, তাই না?? পুলিশও গ্লাভসের ভিতর থেকে ডিএনএ সংগ্রহ করে খুজে বের করে 'হাসান ও' ও 'আব্বাস ও' নামের দুই টুইনকে। ধরে আনলো তাদের দুজনকে। কিন্তু ধরে এনে পুলিশ পরলো মহা ফাঁপরে। গ্লাভস ছিল একটা কিন্তু টুইন দ্বয়ের ডিএনএ এতোটাই কাছাকাছি ছিল যে পুলিশ প্রমান করতে ব্যর্থ হয় কোন জনের গ্লাভস ছিল এটা। এই দুই ভাই হায়ার করছিল দুইজন ল'ইয়ার। তারা প্রত্যেককে নির্দোষ প্রমান করে ফলে আদালত তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। তৃতীয় ব্যক্তি আজও ধরা পরেনি বা লুটকৃত মালও উদ্ধার হয় নি। তারা কত টাকার ডাকাতি করেছিল??? মাএ ৫৩,৬২,৯৯,১০৮ টাকা। ছাচড়া চোর বলা যাবে না কি বলেন??? B-)B-)



২) Dan “DB” Cooper -



বলা হয়ে থাকে আমেরিকায় এভিয়েশন ক্রাইম কেসের সব গুলোর জট সে দেশের ফেডারেল এজেন্সী গুলো সলভ করেছে এই একটা ছাড়া। ১৯৭১ সালের ২৪শে নভেম্বর ডন কুপার নামের এই যাএীবেশী হাইয্যাকার পোর্টল্যান্ড থেকে একটি এয়ারবাসে উঠে। কালো ডার্ক সানগ্লাস, রেইনকোর্ট ও এটা ব্রিফকেস ভন রছিল সে। বিমানের এখদম পিছন দিকে বসে সে ইশারায় ডাকলো সুন্দরী বিমানবালাকে। বিমানবালাকে এটা চিড়কুট দেয়, লিখা ছিল, 'I HAVE A BOMB IN MY BRIEFCASE. I WILL USE IT IF NECESSARY. I WANT YOU TO SIT NEXT TO ME. YOU ARE BEING HIJACKED.'। সে নগত ২লাক্ষ ডলার ও ৪টা প্যারাসুট ডিমান্ড করে। তার ডিমান্ড পুরা করা হলে সে সকল যাএীদের ছেড়ে দেয় এবং সে পাইলটকে ম্যাক্সিকোর দিকে বিমান নিয়ে যেতে বলে। বিমান যখন ১০০০০ মিটার উপরে তখন সে বিমান থেকে লাফ দেয়। নয় বছর পর, ১৯৮০ সালে একটা সমুদ্র তীরে ৬০০০ ডলারের একটা বান্ডিল পাওয়া যায় যা ঐ দুই লাক্ষের অংশ ছিল। তাকে আর কোন দিনই দেখা যায় নি। কেস এখনও ওপেন আছে। চুরা টাকা লইয়া পাগার পাড়। পুলিশ এই কেসের সুরাহা এখনো করতে পারে নাই, এমন কি সে কে ছিল তাও না। B-)B-)



৩) Gardner Museum Art Theft



১৯৯০ সালের ১৮ মার্চ একদল পুলিশ কার বোস্টনের ইসাবেলে স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামের সামনে থামে। মিউজিয়ামের ভিতর থেকে ইলিগাল এন্ট্রির এলাম বেজেছে বলে তারা মিউজিয়ামের গার্ডের অবহিত করে। এবং একজন মিউজিয়ামের গার্ডকে এরেষ্ট করবে বলে ওয়ারেন্ট দেখায়। যে গার্ডকে তারা এসব দেখায় সে সব চেক করে এসে দরজা খুলে দেয়। মাথায় বাড়ি খেয়ে বেহুশ হবার আগে সে বুঝতে পারে যে এরা পুলিশ না। যা হোক, চোরের দল মিউজিয়াম থেকে ১৩ টা দেয়ালচিএ তুলে নিয়ে যায় আসল পুলিশের নাকের ডগা দিয়ে। এই চিএ গুলোর দাম ৩০০ মিলিয়ন ডলার। :-/:-/ কারন এর ভিটর ছিল Rembrandt, Vermeer, and Degas এর কিছু মাস্টারপিস। :|:| ছবিগুলো আর খুজে পাওয়া যায় নি। এখনও না। চোরেরাও ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।



৪) Japan's Robbery



১৯৬৮ সালের ১০ ডিসেম্বর। জাপানের একটি ব্যাংক টাকা ট্রান্সফার করছিল। খুব বেশি না, ৮১৭,০০০ ডলার। B:-) যারা ওই ট্রাকে ছিল মানে ব্যাংকের লোক তারাও জানতোনা কতটাকা তারা ট্রান্সফার করছে। নিরাপত্তার জন্য তাদের জানানো হয় নি। হঠাৎ একজন মটরসাইকেল পুলিশম্যান তাদের গতি রোধ করে বলে যে তারা খবর পেয়েছে যে এই ট্রাকের নিচে বোমা লাগানো হয়েছে। ট্রাক থেকে নেমে সবাই দেখলো যে ট্রাকের নিচ থেকে ধোয়া বের হচ্ছে। সবাই ভয় পেয়ে দুরে সরে গিয়ে আরালে আশ্রয় নিলে পুলিস ম্যান লাফ দিয়ে ট্রাকে উঠে পরে সবার সামনে দিয়ে টাকা ভর্তি ট্রাকটি নিয়ে চম্পট দেয়। :-& :-& যাওয়ার আগে সে রেখে যায় ১২০ টুকরা এভিডেন্স, ১,১০,০০০ জন প্রত্যক্ষদর্শী, তাকে ধরার জন্য নিযুক্ত করা হয় ১,৭০,০০০ জন পুলিশ ইনভেষ্টিগেটর। কোন লাভই হয় নি। লোকটি একদম বাতাসে মিলিয়ে যায়। আজও এর কোন কুল কিনারা হয় নাই। :P:P



৫) World's Largest Diamond Heis



বলা হয়ে থাকে পুরো ব্যপারটাই নাকি ছিল সাজানো। মানে কম্পানী নাকি ইনসুরেন্সের টাকা খাওয়ার জন্য এই ডাকাতিটা করাইছিল। কেন? আগে জেনে নিন এই ভল্টের সম্বন্ধে। এই ভল্টটি ব্যালজিয়ামের ডায়মন্ড সেন্টার বিল্ডিং এর দুই তালা নিচে, এর লক এর সঠিক কম্বিনেশন কি হতে পারে ১০০,০০,০০,০০০ এর ভিতর যে কোন একটা, ভল্টের ভিতরে ও বাইরে ছিল হিট ও মোশোন সেন্সর, রাডার, ম্যাগনেটিক ফিল্ড ও নিজস্ব নিরাপত্তা বাহিনী। :-/ এর ভিতর চোরের দল স্বদল-বলে চুপিচুপি ভল্টে ঢুকে সেফ ডিপোজিট বক্স খালি করে আবার বেরও হয়ে আসে, কেও এমন কি টেরও পায় নাই ??? আপনেই বলেন সম্ভব ??? X( পরের ঘটনা হইলো চোরের নেতা, যার নাম হলো "লিওনার্ডো নোটোরবারটোলো" ধরা খাইলো, পুলিশে ধরলো, সে জজের সামনে বললো যে, হ আকামডা আমিই করছি মাগার ১০০ মিলিয়ন ডলারের ডায়মন্ড ছিল না ছিল ২০ মিলিয়ন ডলারের। জজ ১০ বছরের জন্য তাকে জেলে ভরলো। চুর সর্দার জেল থেকে বের হয়ে এই মেগাজিন সেই মেগাজিনে ইন্টারভিউ দিয়ে ভাল টাকা কামালো। কিন্তু ঐ ডায়মন্ডের হদিস আজও অজানা। :|:|



৬) The First National Vault Robbery



এইটা পুরাই ভুতুরে ব্যপার সেপার। যেন যাদুকরের যাদু। কাহিনী হলো, ১৯৭৭ সালের ১০ই অক্টোবর এই ব্যংকের একজন কর্মচারী গুনে গুনে ৪ মিলিয়ন ডলার ব্যাংকের ভল্টে রাখে বাড়ি গেল, সকালে এসে দেখলো ৩ মিলিয়ন ডলার আছে কিন্তু ১ মিলিয়ন ডলার গায়েব হয়ে গেছে। পরে এক ড্রাগ রুট রাইডের সময় ২৩০০ ডলার পাওয়া যায় যা ঐ ১ মিলিয়ন ডলার বিলের মধ্যে ছিল। কিন্তু চোর বা বাকি টাকা আর পাওয়া যায় নাই। কিন্তু বন্ধ ভল্ট থেকে টাকা বের করলো কেমনে, এই প্রশ্নের জবাব এখনো মিলে নাই ????



৭) The Harry Winston Heist



যারা "পিংক প্যানথার" মুভি টা বা কার্টুন টা দেখেছেন তারা জেনে অবাক হবেন যে "পিংক প্যানথার" একটি সংগবদ্ধ চোর দল যারা সারা পৃথিবীতে প্রায় ১৩২ মিলিয়ন ডলার মুল্যের সম্পদ চুরির সাথে জরিত। আরে ভাই মুভিতে না বাস্তবেই। সার্বিয়ান কুখ্যাত অপরাধমূলক গ্যাং টি ২০০৮ সালের ৪ই ডিসেম্বর প্যারিসের এই বিখ্যাত জুয়েলারি দোকান "হ্যারি উইনস্টন"এ ডাকাতি করে। চার জন লোক যার ভিতর তিন জন সোনালী লম্বা উইগ পরে মেয়ে সেজে খদ্দের বেশে দোকান বন্ধের ঠিক আগে দোকানে প্রবেশ করে। সাথে ছিল একটি .৩৫৭ বন্দুক ও একটি গ্রেনেড। ১৫ মিলিট পর তারা চলে যায়। সাথে নিয়ে যায় ১০৮ মিলিয়ন ডলারের বহুমূল্যের হীরা, মনি, মুক্তা। আজও কেও জানে না সেগুলো কোথায় আছে। যদি আমার হাতে এসব তাহলে ব্লগের সবাইরে দাওয়াত খাওয়াবো, প্রমিস।



৮) The Tucker Cross Heist



এ এক কথায় গুপ্তধন ছিল। 'ছিল' কেন বলছি তা পরে বলবো এখন এটুকুই বলি এর অস্তিত্ব এখন আর নাই। তো যা হোক, ১৫৯৪ সালে সান পেদ্রো নামের একটি জাহাজ ঢুবি হয়, সে জাহাজে ছিল এই ক্রস টি। ১৯৫৫ সালে 'টেডি টুকার' নামের একজন ভাগ্যবান ডুবুরি এটি পায়। ২২ ক্যারেট সোনার সাথে সবুজ পান্নার এই ক্রসটির মুল্য তখন নির্ধারন করা যায় নি। টুকার এটি বারমুদা সরকারের কাছে বিক্রি করে দেয় যার বিনিময় মুল্য প্রকাশ কারা হয় নি। ১৯৭৫-এ রানী এলিযাবেথ-২ কে দেখানোর জন্য এটি বারমুদা মিউজিয়াম অফ আর্টে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে যাওয়ার সময় এক অতি চালাক কিন্তু ছেচড়া চোর এটি চুরি করে ২ ডলারের একটি প্লাসটিকের রিপলিকা প্লান্ট করে রেখে যায়। ছেচড়া এই জন্য বললাম যে এই গর্ধভ টা এই ক্রস টা গলিয়ে সোনা ও পান্না আলাদা করে কালো বাজারে বিক্রি করে দেয়। সে নাকি এর মুল্য যানতো না। X( X(( চোর জাতির কলঙ্ক। /:) যা হোক এ সবই শোনা কথা কারন সেই চোরকে কেও চোখে দেখে নাই। ''ধুম২'' এর কাহিনী এখান থেকে মেরে দেওয়া। B-)



৯) Baghdad Bank Robbery

হি হি হি ... দাড়ান হাইসা নেই আগে ... হা হা হা ... এই টাকা ছিল সাদ্দাম হোসেনের। সাদ্দাম হোসেন পালানোর সময় এই টাকাটা সাথে নিয়ে যাচ্ছিলো। যে ব্যাংকে এই টাকা রাখা ছিল তার পাহাড়াদার ছিল তিন জন। তারা যখন শুনলো যে সাদ্দাম ধরা খাইছে তখন তারা টাকাটা গাড়িতে তুলে চম্পট দেয়। পরে তাদের আর খুজে পাওয়া যায় নাই। ব্যাংকও আর হাউকাউ করে নাই, করলে যে তাদের জবাব দিতে হতো এতো টাকা আসলো কোথা থেকে। তা কত টাকা ??? ৩৫০ মিলিয়ন ডলার !!! হজম হচ্ছে না :|:-*



১০) The French “Vacuum Gang”

নাম দেখে যায় চেনা। একটা কম্পানী বেশ কিছু টাকা একটা প্রতিযোগিতায় জিতে। তারা তাদের এই টাকা একটা স্টিলের সেফে রেখে দেয়। এই 'ভ্যাকুয়াম গ্যাং' একটা ছোট্ট ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে টাকা টা সেফ থেকে নিয়ে চম্পট দেয়। আরে রাখেন শেষ হয় নাই, তারা ছোট্ট একটা ফুটা করেছিল সেফের নিচে দিয়ে। কি চালাক তাই না ??? :P:P কত টাকা জানেন ??? ৬০০০০০+ ডলার ...



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

মন্তব্য ৪৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ফেমাস ডিবি কুপারের কাহিনী আগে শুনেছি। প্রিজন ব্রেকেও তার একটা কারেক্ট্যার ছিলো।

+++++

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

সেচ্ছাসেবক বলেছেন: প্রিজন ব্রেক সিরিজটা দেখা হয় নাই :( দেখে ফেলবো। সিএসআই , লাস ভেগাস , সাইক , লাই টু মি , ক্রিমিনাল মাইন্ড সিরিজ গুলা দেখেছি।

ধন্যবাদ ....।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

ভদ্র পোলা বলেছেন: রিয়েল ধুম সিরিজের কাহিনী পরে মজা লাগলো ----

ভালো থাকবেন ----

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

আপনিও ভাল থাকবেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

এ যুগের শ্রীকান্ত বলেছেন: পারফেক্ট ক্রাইম করবার মুঞ্চায় B-)) B-)) B-)) B-))

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

সেচ্ছাসেবক বলেছেন: হ বুঝছি প্রফাইল পিকের মিনিং ঠিকাছে ... আমারও মুন্চায় ... মাগার ভুইপাই ...

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

সানড্যান্স বলেছেন: এলাহী কারবার!!পোস্টে প্লাস!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

সেচ্ছাসেবক বলেছেন: ওকে ... ধন্যবাদ প্লাসের জন্য ...

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

আলামিনস্টাইন বলেছেন: ইস এই সব মহামানবদের সাথে যদি একবার দেখা করতে পারতাম? জীবন টা সার্থক মনে হতো।

যাক লেখা পড়ে দারুন লাগল। পোষ্ট প্রিয়তে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: হা হা হা ... যাক একটা দিক বুঝা গেল। চুরি করতে গেলে আইনস্টাইন হইতে হয় ....


ধন্যবাদ ....

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

আহমাদ জাদীদ বলেছেন: দারুণ! দুর্দান্ত!

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: আরে এখানে দেখি চুরের মুরিদের অভাব নাই ... হা হা হা ...

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

ইন্তাজ ভাই বলেছেন: প্রিয়তে নিলাম ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

সেচ্ছাসেবক বলেছেন: প্রিয়তে নেন ঠিকাছে মাগার ফলো কইরেননা কলাম ... :> :>

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

শেরজা তপন বলেছেন: অনেক ভাল লাগল-সত্যিই দারুন! এইরকম একটা চোর হতে পারলে মন্দ হত না :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

সেচ্ছাসেবক বলেছেন: ঐ কে আছিস পুলিশরে ফুন দে ... ৯৯৯ এ ফুন লাগা ... এর গতিবিধি সন্দেহজনক ... :-P :-P

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

ইভা লুসি সেন বলেছেন: মজাক পাইলাম !

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

সেচ্ছাসেবক বলেছেন: লন লন যত চান মজাক লন ... ধন্যবাদ ...

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: দারূণ পোস্ট।। চালিয়ে যান ব্রো...।।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ব্রো ... ইচ্ছা আছে চালিয়ে যাওয়ার ...

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

রাইসুল নয়ন বলেছেন: সেরাম পোস্ট !!!
ব্যাফক মজা পাইলাম !!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ .... :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

ভাল পোস্ট !

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

৮ই ফাল্গুন বলেছেন: পোষ্টে প্লাস। B-) B-)

জাপানের ঘটনাতে বড় ১ টা ক্লু আছে। ওই মোটর-সাইকেল।

মোটর-সাইকেল দিয়া কিছু হল কিনা জানতে চাই। :-0

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

সেচ্ছাসেবক বলেছেন: ভাই বইতে তো তেমন কিছু লেখা নাই ... আপনের জলিল মার্কা পিপি ভাল হইছে ...

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আফসিন তৃষা বলেছেন: ব্যাপক :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: 'হাসান ও' 'আব্বাস এই দুই টা রে আমার বাসায় পাঠায়ে দিয়েন ;)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

সেচ্ছাসেবক বলেছেন: হাসান ও এবং আব্বাস ও , এরা 'ও ব্রাদারস' নামেও পরিচিত ... ঠিকানা থাকলে কি আর ব্লগিং করতাম ।????

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

অনন্ত আরেফিন বলেছেন: জাপানী চোরটা একটা আস্ত ট্রাক নিয়ে হাওয়া হয়ে গেলো!! কেম্নে সম্ভব।

কি পরিমাণ সাহস এক একটা চোরের চিন্তা করেই থ হয়ে যাচ্ছি।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

সেচ্ছাসেবক বলেছেন: এরেই কয় চান্স পে ডান্স ... এমন একটা চান্স পাইলে ... :)

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: প্রিয়তে নিলাম ভাই
দারুণ পোস্ট
ধন্যবাদ আপনাকে
:):)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

সেচ্ছাসেবক বলেছেন: নেন ভাই .. ইটস ফ্রি ফর অল ... দেখা হইলে চা খাওয়াইয়েন তাইলেই হইবো ... :)

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ ..

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

সেচ্ছাসেবক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ... :)

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

কালোপরী বলেছেন: ++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

সেচ্ছাসেবক বলেছেন: এতোগুলো পিলাস ... বাহ ... অসংখ্য ধন্যবাদ ...

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

লিযেন বলেছেন: ব্যপোক মজাক +++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: রিয়েলি ???? ধন্যবাদ ....

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

আমি নষ্ট কবি বলেছেন: ami amn howar course kormu:p:p

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: করেন ... খালি যেদিন করবেন পালানোর রুট টা আমারে কইয়েন ... চুরি করা 'মহা' পাপ , ছিনতাই করা পাপ ... :-& :>

২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

খাািলদ বলেছেন: ভাইয়া, ভালো লাগলো। আপনার অনুমতি ছাড়াই আপনার এই লেখা আমাদের সাইটে প্রকাশ করেছি । সরি । অন্য গুলো আপনার নামে প্রকাশ করতে চাই । দয়া করে মতামত জানান। [email protected]

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

সেচ্ছাসেবক বলেছেন: ভাই কন কি???? আপনের সাইটের এড্রেস দেন ... দেখামু ... করেন কোন সমস্যা নাই ...

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৩

এস এম কায়েস বলেছেন: This is called perfect crime.....

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

সেচ্ছাসেবক বলেছেন: এককেরে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.