![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার
[আমার প্রথম ভালবাসার গল্প এটি। ধারাবাহিকতা ঠিক রাখতে পারিনাই বলে দুঃখিত, নিজ গুনে ক্ষমা করবেন]
আমার নাম কনা। আমি আমাদের গ্রামের একটি অবস্থাসম্পন্য পরিবারের দুই মাএ কন্যার ছোটটি। আমার বড় বোন কলেজে পড়ার সময় তার কলেজের একজন টিচারের সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। তারপর থেকেই আমার পায়ে এই শিকল লাগানো হয়, স্কুল বন্ধ হয়ে যায়। আমার বন্দিশালায় আজ আমি সাত বছর ধরে বন্দি। আগেকার দিনের মতই আমি এখন অসূর্যাস্পর্শী। আমার ঘরের ছোট্ট জানালাটাই ছিল আমার বাইরের দুনিয়ার একমাএ যোগাযোগ।
আমি জানি পুরুষ নামের একটি জাতি আছে, কিন্তু তাদের আমি গত সাত বছর ধরে দেখিনি। তবু আমি একজনকে ভাল না বেশে পারি নি। সেই ভালবাসার গল্পটি আজ আপনাদের বলছি।
সেদিনটা হয়তো অন্যরকম ছিল। আমি বারান্দায় দাড়িয়ে ছিলাম। আমি আকাশের দিকে তাকিয়ে ছিলাম, আমি দেখছিলাম যতদুর দেখা যায়, সেদিন প্রথম আমি তাকে দেখলাম। সে আমাদের বাড়ির সমানের মাঠে দাড়িয়েছিল। আমি প্রথমে দেখিনি। মনে হলো কেও আমার উদ্দেশ্যে হাত নাড়লো। এতো দুরথেকে কে আমাকে হাত নাড়লো? হয়তো রাখাল বা কোন কৃষক? কে সে?
সেদিনের পরে আমি কয়েকদিন বারান্দায় যাইনি। তাকে আমি ভুলেই গিয়েছিলাম। আমি পরের বার বারান্দায় এসে আবার তাকে দেখলাম। সেখানেই! আমাকে দেখেই হাত নাড়লো, না আমি ভুল দেখিনি। আমি পরিষ্কার দেখেছি সে আমাকে হাত নাড়লো। সেই প্রথম পুরুষ সে আমাকে প্রথম হাত নাড়লো।
সে প্রতিদিন দাড়িয়ে থাকতো। যখনই আমি বারান্দায় আসতাম দেখতাম সে আমার বাসার দিকে তাকিয়ে আছে। রোদ-বৃষ্টি-ঝড়, সব সময়ই সে দাড়িয়ে থাকতো। আমি প্রতিদিন দেখতাম, দেখতাম আর দেখতাম। আচ্ছা একটা মানুষ কিভাবে এমন ভাবে দাড়িয়ে থাকতে পারে? কিসের জন্য সে এভাবে দাড়িয়ে থাকে? কিসের আশায়? সেকি আমাকে ভালবাসে?
আমরা পরস্পকে হাত নাড়তাম। আমি ঘন ঘন বারান্দায় আসা শুরু করলাম। আমার ঘরে থাকতে ভাল লাগতো না। আমি ভাবতাম কখন আমি বারান্দায় যেতে পারবো। একদিন সন্ধ্যায় প্রচন্ড ঝড় হলো। সারারাত ঝড় হলো। পরদিন থেকে সে আসে না, বেশ কয়েকদিন তার দেখা নাই। আমি সারাদিন ভাবি, সারারাত ভাবতাম তার কি হলো, সে আসে না কেন, সে অসুস্থ হলো কি না, হাজার প্রশ্ন মনে কিন্তু আমাকে জবাব দিবার মত কেও নাই।
আমি তার কথাই ভাবা শুরু করলাম। সে আসে না, দিন যায়, মাস যায়, সে আসে না। আমি টেনশনে খাওয়া যাওয়া ছেড়ে দিলাম। আমার ঘুম হতো না। অপেক্ষায় দিন কাটে না।
সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না। সকাল বেলা আমি বারান্দায় এসে দেখি সে দাড়িয়ে আছে। সেদিন আমি বুঝলাম আমি তাকে ভালবেসে ফেলেছি। হা, আমি জানি না কে সে, কিন্তু আমি তাকে ভালবেসে ফেলেছি। আমি বুঝলাম তাকে ছাড়া আমার চলবে না। আমি যাব, আমি তার কাছে যাব। যে করেই হোক।
দরজা খোলা ছিল, বাসার সবাই ব্যস্ত ছিল, আমি ছুটে বের হলাম তার কাছে যাব বলে। আমি দৌড়ালাম, সব কিছু ছেড়ে ছুড়ে আমি তার কাছে চলে গেলাম। সেই মাঠ, সেই মানুষটির কাছে এতো দিন যাকে নিয়ে ভেবেছি।
কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। সে আমার ভালবাসা ফিরিয়ে দিল। আজও সে আমার বাসার সামনে দাড়িয়ে থাকে। দুর থেকে সে আমাকে দেখে, আমি তাকে দেখি। দুজন কে দুজন হাত নাড়ি। সত্যটা হলো সে আমাকে ভালবাসে না।
তবু আমি তাকে ভালবাসি, সে আমার প্রথম ভালবাসা, সে কাঁকতাড়ুয়া।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮
মাক্স বলেছেন: +++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ...
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
খায়ালামু বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেচ্ছাসেবক বলেছেন: বুঝলাম না ... :-&
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
জাকারিয়া মুবিন বলেছেন: অদ্ভুত।
শেষের চমকটা অসাধারন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... চলবে ???
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
জাকারিয়া মুবিন বলেছেন: কি চলবে? বুঝলামনা আপনার প্রশ্ন।
বুঝিয়ে বলেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
সেচ্ছাসেবক বলেছেন: আরে ভাই, গল্প কি কিছু হইছে, আরও লিখবো নাকি ? ফালতু হইছে তাই জানতে চাইছি ....
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
জাকারিয়া মুবিন বলেছেন: ফালতু হবে কেন? ভাল হয়েছে। লিখতে থাকুন।
আমার ব্লগে দাওয়াত রইল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
সেচ্ছাসেবক বলেছেন: হুম ... ধন্যবাদ ...
দাওয়াত মন্জুর করা হলো। অনুসরনে ...
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
রুদ্র মানব বলেছেন: ভাল লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ...
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সাধারণমানুষ বলেছেন: ভালো লাগলো
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৭
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
মহামহোপাধ্যায় বলেছেন: আরে চমৎকার লিখেছেন !! খুব ভালো লাগলো গল্পটি পড়ে। খুব সহজ ভাষায় খুবই দারুণ একটা টুইস্ট দিয়েছেন। আপনার কাছে প্রত্যাশা বেড়ে গেলো কিন্তু। "কত অজানারে" সিরিজের পাশাপাশি নিয়মিত গল্পও চাই আপনার কাছ থেকে।
ব্লগে আবার নিয়মিত হবেন এই আশায় থাকলাম
২৩ শে জুন, ২০১৪ রাত ১১:২৮
সেচ্ছাসেবক বলেছেন: ভাই রে ... একদম সময় পাই না ... চাকরী, অর্গানাইজেশন এই সব নিয়ে এতো ব্যস্ত সময় যাচ্ছে যে ব্লগে বসার সময় হয় না ...
১০| ২০ শে জুন, ২০১৪ রাত ২:১৮
ইকরি বলেছেন: অসাধারণের চেয়েও বেশি কিছু।
২৩ শে জুন, ২০১৪ রাত ১১:২৯
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ...
১১| ২০ শে জুন, ২০১৪ রাত ২:৩৩
ভেজাল মানুষ বলেছেন:
২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৩০
সেচ্ছাসেবক বলেছেন:
১২| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:১০
বটের ফল বলেছেন: মহামহোপাধ্যায় এর সাথে পুরোপুরি একমত পোষন করলাম। একই সাথে ++++++++++++++++ দিতে বাধ্য হলাম।
২৪ শে জুন, ২০১৪ রাত ৮:০৬
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... এতো প্রসংশা দেখে লেখা আবার শুরু করার লোভ হচ্ছে ...
১৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ৮:৩৬
নিয়ামুল ইসলাম বলেছেন: অসাধারণ
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
ফারজানা সুমা বলেছেন: অসাধারণ প্রেমের গল্প ।পড়ে ভালো লাগল
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: লগ ইন করতে বাধ্য হলাম -অসাধারন অসাধারন অসাধারন