নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- দশজন ধর্ষিত নারী যারা প্রতিশোধ নিয়েছিলো (কত অজানা রে পার্ট-৩৬)

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

রেপ !!! X(( বর্তমান সময়ের একটি ভয়াবহ ব্যাধীর নাম। অধিকাংশ ক্ষেত্রে এর শিকার হয় নারীরা, যার খুব কম বিচারই ভিক্টিক পেয়ে থাকে। কিন্তু কিছু বিচার বিচারকের আদেশের অপেক্ষায় থাকে না, কিছু সাজা ভিক্টিম নিজেই দিয়ে থাকে। আজ আপনাদের বলবো ধর্ষক, ধর্ষিত ও প্রতিশোধের এমন কিছু সত্য ঘটনা, আমি মনে করি ধর্ষকদের বিচার এমনই হওয়া উচিত, আপনি কি মনে করেন ???



১০) Jackie Clarke



সিরিয়াসলি, কাহিনীটা কন্সপারেসিতে ভরা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এই মহিলা তার এক বন্ধুকে কিডন্যাপ করে(তার ভাষায় দাওয়াত করে)। তারপর তার কফিতে ড্রাগ মিশিয়ে মাতাল করে। জেকি তার ১৮ বছরের ছেলেকে দিয়ে ঐ বন্ধুর হাত পা বানতে বলে। তারপর বেসবল ব্যাট দিয়া ধুমাইয়া বারির উপর বারি। যখন তাকে উদ্ধার করা হলো তখন সে নিজের পায়ে হাটতে পারছিলো না। সবচেয়ে চমকপ্রদ ব্যপার হলো, সে নাকি ঐ লোকের লিঙ্গে আলপিন ও কালি দিয়ে(জেল হাজতে এই উপায়ে উল্কি/ট্যাটু আঁকা হয়) লিখে দিছিলো 'rapist' :| মহিলার ছয় বছরের জেল হয়। আদালত সে ট্যাটুর ব্যপারে বলেছিলো,“If I did it, I did it.”। মানে কি এর তা এখনো ক্লিয়ার হয় নাই। =p~ =p~



৯) Sonnet Ehlers



না তাকে কেও রেপ করে নাই। কিন্তু ডাক্তার হিসাবে তিনি অনেক ধর্ষনের শিকার নারীর সেবা শুশ্রসা করেছেন। তারপর তিনি এমন একটি ডিভাইস বানাইছেন যা ধর্ষকদের জন্য আতংকজনক। তিনি কনডমের গায়ে কাটা লাগিয়েছেন, যা যোনীর ভিতরে রাখা হয়, যাতে ম্যানহুড তো সেফলি পেনিট্রেট করা যাবে মাগার বের হবার সময় :((:((:(( সার্জারী ছাড়া ওটা ফিরে পাওয়া সম্ভব না। :|:|:| এমন প্রতিশোধ !!! নারী ভয়ঙ্কর !!!



৮) Chiomara



সে ছিলো একটা ধর্মীয় উপজাতীর নেতার বৌ। ১৮৯ সালে তাদের গ্রামে রোমান সৈন্য হানা দেয়। যুদ্ধে তারা হেরে যায়। তাকে রোমান সৈন্যরা অপহরন করে নিয়ে যায়। একজন রোমান যোদ্ধা তাকে রেপ করে। কিন্তু রেপ করার পর সে গিলটি ফিল করে। সৈন্যটি Chiomara এর কাছে ক্ষমা চায়। তাকে তার গ্রামে ফিরিয়ে দেওয়া হয়। Chiomara সেই সৈন্যের মাথা দাবী করে। তারা সেই সৈন্যের মাথা কেটে তাকে দেয়। Chiomara সেই মাথা বহন করে নিয়ে যায় তার স্বামীকে দেখানোর জন্য। বাড়ি ফিরে Chiomara তার স্বামীকে লক্ষ করে বলে, “Only one man who has lain with me shall remain alive.” B-)B-) তার স্বামী তার দিকে ফিরে মাথা নুয়ায় ও মুচকি হাসি দেয়। জ্ঞানীরা ইশারাতেই বুঝে ;);)



৭) Lorena Bobbitt



রিয়েলি !!! আহাহাহা !!! আপনি যদি Lorena Bobbitt এর নাম শুনে না-ও থাকেন, তাহলে আপনি তার প্রাত্তন স্বামী John Wayne Bobbitt কে অবশ্যই চিনে থাকবেন। আর আপনে যদি তার নামও শুনে না থাকেন তাহলে এই কাহিনী অবশ্যি শুনে থাকবেন। :) কাহিনীর হলো ১৯৯৩ সালের ২৩শে জুন জন ঘরে ঢুকেই লরিনাকে রেপ করে। লরিনা পানি খাওয়ার নাম করে কিচেনে যায়, একটা ছুরি নেয় ও জনের লিঙ্গ গোড়া থেকে কেটে ফেলে। সে কাটা অংশ নিয়ে বাড়ি থেকে বের হয় এবং কিছু দুরে যেয়ে একটা মাঠে অংশ টি ছুড়ে ফেলে দেয়। তারপর সে ৯১১ এ কল দেয়। পরে পুলিশ অনেক খুজাখুজির পর অংশটি পায় এবং প্রায় ৮ ঘন্টা অপারেশনের পর জোড়া লাগানো হয়। :P:P সে ঘটনার পর জন দুটি এডাল্ট মুভি করে। X((X((



৬) The Trung Sisters



ভিয়েতনামি এই দুই বোনের কাহিনী আমার কাছে সবচেয়ে টাচ করছে। Trung Trac and Trung Nhi দুই বোন ছিলো ভিয়েতনামের এক প্র‌তাপশালী লর্ডের মেয়ে। চীনারা যখন ভিয়েতনাম দখল করে তখন Trung Trac ধর্ষিত হন এবং তার স্বামী নিহত হন। প্রতিশোধ নিতে এই দুই বোন ৮০,০০০ হাজার গৃহহীন মানুষ নিয়ে সৈন্যদল গঠন করে। তাদের সৈন্যদলে ৩৮ জন মহিলা জেনারেল ছিলো(তাদের মা-ও ছিলো একজন জেনারেল)। কিন্তু ফাইনালি তাদের পরাজিত হতে হয় এবং অনেকেই নিজেদের সম্মান রক্ষা করার জন্য আত্মহত্যা করে বাকিরা যুদ্ধ করতে করতে মৃত্যুবরন করে। এই বাহিনীর একজন লিডার Phung Thi Chinh, যুদ্ধের সময় ছিলেন প্রেগনেন্ট। যখন তার বেবি হবার সময় হলো তখন সে বলেছিলো, “oh, fudge it. I got this shit,”। এবং যুদ্ধক্ষেত্রেই বাচ্চাটির জন্ম হয়। বাচ্চাটিকে কাধে ঝুলিয়ে তিনি আবার যুদ্ধে ঝাপিয়ে পরেন। :( X(( :|



৫) জ্বলন্ত ধর্ষক



মা এর নামটি জানা যায় নি, একদিন তার সাথে Antonio Cosme Velasco Soriano নামের একজন লোকের দেখা হয় যে সাত বছর আগে তার ১৩ বছরের মেয়েকে রেপ করেছিলো। Soriano তাকে দেখে চিৎকার করে প্রশ্ন করে, “how’s your daughter?” X(X(( মা টি Soriano এর পিছু নেয় এবং যখন Soriano একটি বারে প্রবেশ করে তখন মা Soriano এর গায়ে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১১ দিন পর Soriano মারা যায়। মা টিকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু ব্যপক জনসমর্থনের দরুন আদালত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। :D



৪) কাটা মাথা হাতে মেয়েটি



২০০৮ সালে ভারতের একটি গ্রাম Makkapurva এর মার্কেটে একটি মেয়ে আসে যার সারা গায়ে রক্ত লেগে ছিলো এবং তার এক হাতে ছিলো একটা অমানুষের কাটা মাথা। মেয়েটি যখন গ্রামের মাঠে গরুর জন্য ঘাস কাটছিলো তখন এই অমানুষটি পিছন থেকে তার উপর ঝাপিয়ে পরে এবং ধর্ষনের চেষ্টা করে। যেমন করেই হোক মেয়েটি ঘাস কাটার কাচিটি হাতের কাছে পেয়ে যায়। এবং ঐ অমানুষটির কাম তামাম করে দেয়। জয়তু হে নারী !!! যাই হোক, মার্কেটে আসা প্রত্যেকটি মানুষ সেদিন খুবই ভয় পেয়েছিলো।



৩) প্রতারনা করার সাজা



২০১২ সালে এক তুর্কী নারী একটি কাটা মাথা শহরের মাঝের চৌরাস্তায় ছুড়ে মারে। সে পুলিশকে বলে যে, এই অমানুষটি তাকে কয়েক মাস ধরে শারীরিক সম্পর্ক করেছে, তারপর যখন সে প্রেগনেন্ট হয়েছে তখন তাকে এবর্শন করার জন্য চাপ দেয়েছে, এমনকি এমন হুমকিও দিছে যে যদি সে এবর্শন না করে তাহলে তার নগ্ন ছবি তার বাবা-মার কাছে পাঠিয়ে দিবে। সে তার ও তার সন্তানের সম্মান রক্ষা করতে সে এই অমানুষটিকে হত্যা করেছে। ও হা মাথা কাটার আগে সে এই অমানুষকে ১০ বার ছুরিকাঘাত করেছে।



২) Boudica



তাকে নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। তার স্বামী ছিলো রোমান সম্রাটের খাস লোক যে একটি স্বাধীন ভুখন্ড চেয়েছিলো, যা রোমান সম্রাটের পছন্দ হয় নাই। ফলস্বরুপ তার স্বামীকে হত্যা করা হয় এবং তাকে ও তার মেয়েদের রেপ করা হয়। পরে তাদের শহর থেকে বিতারিত করা হয়।

রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে তাকে লিডার বানানো হয়। কিন্তু পরাজয় তাদের বরন করতেই হয়। তারা পরাজয় বরন করে ঠিকই কিন্তু তার আগে তারা Londinium(বর্তমান লন্ডন) শহরটিকে পুরোপুরি আগুনে পুরিয়ে দেয় যার ফলে রোমানরা আর্থিক সংকটে পরে যায়।



১) ফুলন দেবী



তার কথা কে না জানে ??? আমার সিরিজের ১৭ নং পর্বে আমি তাকে নিয়ে লিখেছি। ফাকি দিলাম।



ধন্যবাদ।

মন্তব্য ৫৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

নীলতিমি বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। পোস্টের জন্য ধন্যবাদ। :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩

আমিই মিসিরআলি বলেছেন: জয়তু হে নারী,সত্যিই তাঁদের সাহসের প্রশংসা করতে হয়,

আপনার এই ''কত অজানা রে'' সিরিজটা বরাবরই প্রশংসনীয়
পোষ্টে প্লাস +++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

সেচ্ছাসেবক বলেছেন: কি যে বলেন না ভাই ... "আমরা ব্লগার" ফেবু গ্রুপে আমার এই সিরিজের কথা কেও শুনেই নাই ... :||

নারীদের সাহস সব সময়ই প্রশংসনীয়, তাঁরা তা সময় মতই দেখায় ...

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১০

আমিই মিসিরআলি বলেছেন: ফেবুগ্রুপে কেউ না শুনে থাকলে কি যায় আসে
কিন্তু এই সিরিজটাতো আপনি অনেকদিন ধরেই চালিয়ে যাচ্ছেন
অনেকের মত ২/১ টা পোষ্ট আমারও প্রিয় তালিকায় আছে :)

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৭

সেচ্ছাসেবক বলেছেন: বলেন কি ??? :| :( :(( ৩৬ টা পর্বের ভিতরে মাএ দুই একটাই প্রিয় তালিকায় ... :| :( :(( ??? এমনই নিন্ম মানের লেখা ... :| :( :(( ... ভেরি স্যাডাইলাম ... :| :( :((

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

একজনা বলেছেন: খুব ভালো লাগল। আগে শোনা বা জানা ছিলনা। পোষ্ট ভালো হয়েছে।

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :) আপনাদের ভালো লাগাই আমার লেখার জীবনীশক্তি ...

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

আমিই মিসিরআলি বলেছেন: আরে ভাই ২/১ টা পোষ্টতো জাস্ট কথার কথা বললাম :-* :-*

আপনার সিরিজটা সত্যিই অসাধারণ

আর ভাই নিন্ম মানের লেখার কথা বললেন এইটা খুবই পীড়াদায়ক :( :(
আমি কি তাই বলেছি :|

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ভাই ... আপনার মত কিছু রিডার আছে বলেই আসলে ভাই ব্লগে লিখি ... :)

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:১১

শিপু ভাই বলেছেন:
Only one man who has lain with me shall remain alive.”

এইটা চরম!!!



++++++++++++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৫

সেচ্ছাসেবক বলেছেন: হা ... আমার কাছে মিনিং টা ভাল লাগছে ... :)


প্লাসের জন্য ধন্যবাদ .... :)

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:১৭

রেজোওয়ানা বলেছেন: ভাল করছে...

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: সিনিয়র ব্লগারদের ভাল লাগা মানে মেলা কিছু ... থ্যাংকু ... :)

৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:১৯

তারছেড়া লিমন বলেছেন: কে বলে রে টপিক নাই টপিক সারা বাংলায়.............

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: হা হা হা ... কঠিন হইছে .... :)

১০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৪৯

নীল_সুপ্ত বলেছেন: কোপা কোপা...

ভাল্লাগছে :-B :-B :-B :-B B-)

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... পাপের সাজা পাইতেই হয় ...

১১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

নিয়েল হিমু বলেছেন: জবাই গুলা বেশি ভাল্লাগছে । পোষ্টে প্লাস

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১২| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ... :)

১৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ৩:০৩

এ হেলাল খান বলেছেন: +++

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৪| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফুলন দেবী' জানি, আর কারোর ই ঘটনা জানা ছিল না!


পোস্টে ++++++

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-& :-& :-& :-& :-& :-&

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

সেচ্ছাসেবক বলেছেন: হি হি হি ... লে ঠ্যালা মামু ... :)

১৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: Lorena Bobbitt এবং John Wayne Bobbitt বিবাহিত ছিলেন, স্বামী কি করে ইস্ত্রিকে রেপ করে? :০

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: হে হে মামু, কাহিনী হইলো এমনকি নিজের বৌ রেও আপনি তার অনুমতি ছাড়া ফিজিকাল রিলেশনে যেতে পারবেন না। ধর্ম তাই বলে, আমাদের দেশের আইনও তাই বলে। এমন কি দেনমোহর পুরোপুরি শোধ না করলে স্ত্রীকে স্পর্শ করার নিষেধ আছে। সো মাম্মা, টাকা জমানো শুরু করে দেন। :)

১৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যি নারী!

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

সেচ্ছাসেবক বলেছেন: ভাই মনে লয় আনম্যারিড ??? :-0

১৮| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

মাইন রানা বলেছেন: ভারতের ফুলন দেবীর কাহিনীও নাকি ধর্ষণ থেকে

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

সেচ্ছাসেবক বলেছেন: আমি ফুলন দেবীকে নিয়ে অন্য একটি পোষ্টে লিখেছিলাম। পড়ে দেখার অনুরোধ রইলো।
Click This Link

১৯| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

~মাইনাচ~ বলেছেন: সব নারীতো আর এমনটা পারেনা , পারবেনা। তবে তাদের দেখে যেন নারীরা সাহসী হয়ে উঠে।


ভাল লাগল পোষ্ট।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

সেচ্ছাসেবক বলেছেন: আমারও তেমনই প্রত্যাশা থাকবে। আমি চাই নারীরা তাদের অধিকার আদায় করতে শিখুক ...

২০| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯

বাবলু বাবলু বলেছেন: ভাল লাগল পোষ্ট

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪

সেচ্ছাসেবক বলেছেন: শুনে খুশি হলাম ... ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ... :)

২১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

না পারভীন বলেছেন: ভাল লাগ`ল ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ... :)

২২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

রঙের মানুষ বলেছেন: Valo laglo.

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

অহন_৮০ বলেছেন: অনেক কিছু জানলাম... তথ্যবহুল পোষ্ট

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২৪| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাব্বাশ । নারী হও তো এমনই

++++++++++

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ... :)

২৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪

ডাঃ নাসির বলেছেন: নারী দ্বারা পুরুষ নির্যাতনের ঘটনা উল্লেখ করলে আরও ভাল হত।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

সেচ্ছাসেবক বলেছেন: দুনিয়ায় কিছু নারী নির্যাতিত মাগার দুনিয়ার সব পুরুষই দৌড়ের উপর ... :-< |-) =p~ =p~ ঐ লিষ্ট না-ই করি ...

২৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

তুষার আহাসান বলেছেন: আপনার সব পোস্টই মনে হয় প্রিয়তে নিতে হবে,
এটাই +

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

সেচ্ছাসেবক বলেছেন: B-) B-) B-) B-)) B-)) B-))


পিলাসের জইন্য ধ্যইন্যবাদ ...

২৭| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:১২

তামিম ইবনে আমান বলেছেন: আমার প্রিয় একটা সিরিজ। আমরা ব্লগার এ বোধহয় আমিই একমাত্র আপনার সিরিজ সম্পর্কে জানি ;)

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

সেচ্ছাসেবক বলেছেন: হের লেইগাই তো কই আইননেরে চিনা চিনা লাগবার লাগছে ... ধন্যবাদ ...

২৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

মৃন্ময় বলেছেন: আপনার পোস্ট পরে অনেক কিছু জানতে পারলাম..।
ভালো লাগলো,ভালো থাকুন
শুভকামনা।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: চমৎকার প্রতিশোধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.