নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- ১০ জন বর্তমান সময়ের বেবি জিনিয়াস (কত অজানা রে পার্ট-৪০)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

"কত অজানা রে" সিরিজটা অনেক দিন হলো লেখা হয় না। :( নাই কাজে ব্যস্ত ছিলাম। :) যা হোক এখন আমি কিছুটা ফ্রি। সিরিজের ৪০তম পর্বে আপনারা পড়বেন বর্তমান সময়ের ১০টি বেবি জিনিয়াসের (child prodigies) কথা। যা-ই বলেন না কেন, তাদের বয়সটা কম হতে পারে কিন্তু তাদের কাজ কোন ভাবেই ছোট না। যা আমাদের অর্জন করতে করতে বুইড়া হয়ে যেতে হয় তা তারা বাচ্চা বয়সেই অর্জন করে ফেলেছে। অবশ্য আমিও একসময় বেবি জিনিয়াস ছিলাম :-0 =p~ :> কেও তা বুঝলো না মামু, কেও তা বুঝলো না .. :((:((:(( বাংলাদেশে, খোদ ব্লগেই কত জিনিয়াস আছে (আমার মত আর কি, বিসিএস ফেল!!), অপেক্ষায় থাকলাম তাদের সারা পাওয়ার জন্য।





১০) Mikaela Fudolig



১৯৯১ কি ১৯৯২ সালে জন্ম নেওয়া ফিলিপিনো মেধাবীমুখ মাএ ১১ বছর বয়সে University of the Philippines-এ প্রবেশ করে এবং ১৬ বছর বয়সে Bachelor of Science in Physics ডিগ্রি লাভ করে। বর্তমানে তিনি একজন PhD ও একই কলেজের একজন প্রফেসর। আপাতত তিনি econophysics, mathematical modeling of behavior in systems, and biological systems সাবজেক্টের উপর তার পড়াশুনা অব্যহত রেখেছেন।



৯) Akrit Jaswal



Akrit Pran Jaswal, ১৯৯৩ সালের ২৩শে এপ্রিল জন্ম নেওয়া এই জিনিয়াসের বাড়ি আমাদের পাশের দেশেই, নুরপুর, ইন্ডিয়াতে। মাএ সাত বছর বয়সে তিনি ৮ বছর বয়সি একজন বার্ন ভিক্টিমের আঙ্গুল সার্জারি করে আলাদা করে। যদিও সেই সময় তিনি ডাক্তার ছিলেন না, কিন্তু লোকালি তিনি গডগিফ্টেড সার্জন হিসাবে পরিচিত ছিলেন। ১২ বছর বয়সে তিনি মেডিক্যাল কোর্স কমপ্লিট করেন এবং ১৭ বছর বয়সে Master’s Degree in Applied Chemistry কমপ্লিট করেন। বর্তমানে তিনি ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছেন।



৮) Taylor Wilson



Taylor Ramon Wilson বর্তমান সময়ের সবচেয়ে কম বয়সি নিউক্লিয়ার সায়েন্টিষ্ট যিনি সবচেয়ে সময়োপোযোগী আবিষ্কারটি করেছেন। ১৯৯৪ সালের ৭ই মে জন্ম নেওয়া এই জিনিয়াস মাএ ১০ বছর বয়সে নিউক্লিয়ার বোমা তৈরি করেন এবং ১৪ বছর বয়সে তিনি fusor (a device designed to create nuclear fusion) তৈরি করেন। ২০১১ সালের মে মাসে অনুষ্ঠিত Intel International Science and Engineering Fair এ তার ডিজাইন করা radiation detector এর জন্য পুরষ্কৃত হন। ২০১৩ সালে তিনি "the TED 2013 conference"এ তার "self-contained underground nuclear fission reactors" এর ডিজাইন প্রকাশ করেন। তার ডিজাইনকৃত ডিভাইসে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এবং প্রতি ৩০ বছরে মাএ একবার রিফুয়েলিং এর দরকার হবে। আসেন আমরা দোয়া করি যেন তিনি সফল হন।



৭) Cameron Thompson



Cameron Thompson একজন ম্যাথমেটিক্স জিনিয়াস। মাএ চার বছর বয়সে তিনি আর টিচারের ভুল ধরিয়ে দেন, তার টিচার বলে ছিলেন শূন্য সবচেয়ে লোয়েষ্ট নাম্বার, Cameron Thompson তার টিচারকে বলেন যে তিনি নেগেটিভ সংখ্যার কথা ভুলে গেছেন। ১১ বছর বয়সে তিনি Open University তে ম্যাথমেটিক্সের উপর ডিগ্রি নেন। সেই বছরেই তিনি দুইবার ম্যাথমেটিক্সে GCSE পাশ করেন এবং একবার GCE (Advanced Level math with flying colors) পাশ করেন। “The Growing Pains of a Teenage Genius.” নামে বিবিসি তাকে নিয়ে একটি ফিচার বের করে। প্যাথেটিক ব্যপার হলো তিনি Asperger’s Syndrome নামের এক ধরনের অটিজমের শিকার, তা সত্যেও তিনি যে একজন ম্যাথমেটিক্স জিনিয়াস তাতে কোনো সন্দেহ নাই।



৬) Jacob Barnett



Jacob Barnett, মাএ দুই বছর বয়সে তিনি সিভিয়ার অটিস্টিকে আক্রান্ত হয়। ডাক্তার তার বাবা-মা কে বলেছিলো যে তিনি কখনোই পড়তে, লিখতে, জুতার ফিতা বাধতে বা কোন ধরনের সাংসারিক কাজ করতে পারবে না। তিন বছর বয়সে তিনি ইংরেজি বর্ণমালা সিরিয়ালি ও ব্যাকওয়ার্ড ভাবে সাজিয়ে ডাক্তারদের ভুল প্রমান করেন। সেই বয়সেই তিনি একদিন একটি planetarium-এ বেড়াতে যান। গাইড যখন প্রশ্ন করেন যে মার্সের(মঙ্গল গ্রহ) চাঁদ গুলো কেন এমন অদ্ভুত সেপের,তখন তিনি এর জবাব দেন। ১০ বছর বয়সে তিনি Indiana University-Purdue University Indianapolis এ যোগদ্বান করেন। সে সময় বলা হয় যে তিনি একদিন "Einstein’s Theory of Relativity" প্রমান করবেন। বর্তমানে তিনি Quantum Physics-এ ডিগ্রি নিচ্ছেন।



৫) March Tian Boedihardjo



মাএ ৯ বছর বয়সে Hong Kong university তে প্রবেশ করেন ম্যাথমেটিক্সে ডিগ্রি গ্রহন করতে এবং সবচেয়ে কম বয়সে তিনি ডিগ্রি লাভ করেন। তিনি তার এ-লেভেল কমপ্লিট করেন advanced mathematics courses-এ A গ্রেড ও Statistics-এ B গ্রেড পেয়ে। একই সময়ে তিনি ৮ বার GCSE’s পাশ করেন। এর পর তিনি একটি বিশেষ প্রোগ্রামের আওতায় একই সাথে দুইটা ডিগ্রি নেন (Bachelor of Science in Mathematical Science ও Master of Philosophy in Mathematics)। ২০১১ সালে তিনি এই প্রোগ্রাম শেষ করেন এবং তিনি তা করেন কোর্স শেষ হওয়ার ১ বছর আগেই। বর্তমানে তিনি PhD in Mathematics করছেন আমেরিকায়।



৪) Priyanshi Somani



তিনি একজন ইন্ডিয়ান মেন্টাল ক্যালকুলেটর। ৬ বছর বয়সে তিনি মেন্টাল ক্যালকুলেটিং শুরু করেন এবং মাএ ১১ বছর বয়সে, সবচেয়ে কম বয়সী পার্টিসিপেন্ট Mental Calculation World Cup of 2010-এ জয়ী হন। তিনি ১৬ টি দেশের ৩৬ জন প্রতিযোগীকে পরাজিত করে এই জয় লাভ করেন। প্রতিযোগীতায় তাকে square root of 10 six-digit numbers এর একটি ম্যাথ সমাধান করতে হয় এবং তিনি তা করেন রেকর্ড ব্রেকিং ৬ মিনিট ৫১ সেকেন্ড টাইমিং-এ। প্রতিযোগিতায় তিনি ১০০% একুরেট এন্সার করেন। ২০১২ সালে তিনি square root of 10 six-digit numbers এর সমস্যা সমাধান করেন রেকর্ড ২ মিনিট ৪৩ সেকেন্ডে।



৩) Akim Camara



এই জিনিয়াস একজন ভায়োলিনিষ্ট। তিনি ভায়োলিন বাজানো শুরু করেন মাএ ২ বছর বয়স থেকে। যখন তিনি ডায়পার ছাড়েন নি তখনই সংগীতে তার মেধা এতো বেশি যে তিনি মাএ একবার শুনেই নোট মনে রাখতে পারতেন। তার গুরু তাকে “ear for music” বলে অবহিত করেন এবং সপ্তাহে দুইদিন তামিল দেওয়া শুরু করেন। তিনি খুব দ্রুত শিখে ফেলেন এবং ২০০৩ সালে একটি ক্রিসমাস প্রোগ্রামে মাএ ৩ বছর বয়সে পর্ফম করেন।



২) Ethan Bortnick



দুই দুইটা গ্রীনিজ ওয়ার্ল্ড রেকর্ডধারী এই জিনিয়াসও একজন মিউজিসিয়ান, সং রাইটার ও অভিনেতা। মাএ ৩ বছর বয়সে তিনি কিবোর্ড বাজানো শুরু করেন এবং ৫ বছর বয়সে তিনি গান কম্পোজ করেন। ২০০৭ সালে তিনি "The Tonight Show with Jay Leno"-এ পার্ফম করেন। মাএ ১০ বছর বয়সে তিনি লাস ভেগাসে পারফর্ম করেন যা এখনো রেকর্ড।



১) Tanishq Matthew Abraham



তিনি Mensa সোসাইটির সবচেয়ে নবীন সদস্য যেখানে তিনি মাএ ৪ বছর বয়সে যোগদান করেন। মাএ ৪ মাস বয়সে তিনি তার টেলেন্ট দেখানো শুরু করেন। Mensa-তে প্রবেশ করতে তাকে "the standardized IQ test of Mensa" পরীক্ষা দিতে হয় সেখানে তিনি ৯৯.৯৯ স্কোর করেন। মাএ ৫ বছর বয়সে তিনি Stanford University থেকে Education Program for Gifted Youth on five levels (kindergarden to 5th grade)-এ ম্যাথমেটিক্স কোর্স করার আমন্ত্রন পান এবং মাএ ৬ মাসে তিনি এই কোর্স কমপ্লিট করেন। মাএ ছয় বছর বয়সে তিনি হাই স্কুল ও কলেজ শেষ করেন তাও আবার এভারেজ ৪ গ্রেড নিয়ে। তিনি the Phi Theta Kappa Honor Society-এরও সবচেয়ে নবীন সদস্য এবং NASA’s Lunar Science website-এ নিয়মিত তার প্রবন্ধ পাবলিশ হয়।





ব্লাডি নেট স্পিড ... এর জন্যই কিছু আপলোড করতে ইচ্ছা করে না।



সবাইকে ধন্যবাদ ।



PROJECT 'A BEAUTIFUL SMILE' মাস্ট রিড।

মন্তব্য ৩৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

নৈঋত বলেছেন: বাংলাদেশের রুপকথা কই, ভাই?
Cameron Thompson রে মনে ধরছে। ওর কাছে ম্যাথ করতে চাই :((

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

সেচ্ছাসেবক বলেছেন: রুপকথা কে নিয়ে একটা ফিচার পড়েছিলাম অনেক দিন আগে ... তারপর আর কোন খবরই নাই ... যান ভাই শেখার কোন শেষ নাই, যেখান থেকেই পারবেন সেখানেই শিখবেন ...

২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

ভাল্লুক আকবর বলেছেন: এদের দিকে তাকাইলে হতাশা বাইরা যায় রে ভাই। নিজেরে গরু গাধা লাগে :-< :-< |-)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: সবার মেধা সমান না ভাই তবে সবার ভিতরে কিছু না কিছু ইউনিক মেটেরিয়াল থাকে, খোদাই দিয়ে দেন, আসলে আমরা নিজেরাই নিজেদের চিনতে পারি না, অনেক সময় নিজেদের স্পেশালিটি বুঝতে আমাদের কয়েক যুগ লেগে যায়, অনেক নিজেদের চিনতেই পারে না ... :(

৩| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

হাসান মুহিব বলেছেন: অজানা অনেক কিছু জানলাম

ধন্নবাদ নাই কাজে বেস্ত ভাই

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

সেচ্ছাসেবক বলেছেন: হা হা হা ... ধন্যবাদ পড়ার জন্য ... :)

৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারে ভাই হতাশার কিসু নাই!!! সিস্টেম সব সিস্টেমের পল...

এই নাদানে মনে আছে ৩ ষ্টান্ডার্ড ৬ মাসে কম্পলিট হওয়ায়.. বছরের মাঝপথেই ৪র্থ ষ্ট্যন্ডার্ডে উঠায়া দিল.. তায় কত বিচার বিবেচনা.. কত বার পরীক্ষা.. কুন ভাবেই আটকাতে না পেরে দিল.. ফাইণাল দিয়া ৫থএ- কিন্তু এরপর আরা সেই সুযোগ দিল কই?????

আমাদের সিস্টেম ডেভেলপ করেন। ইনশাল্লাহ এইরাম ২-৪-১০ পিস আমাদের মাঝেও আছে ;)

+++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

সেচ্ছাসেবক বলেছেন: ভাই ব্যপারটা সিস্টেম না আসলে, ব্যপারটা আসলে জেলাসি ... সুপার টেলেন্টেডদের ভাই বেশি জ্বালা। আমি এক বড় ভাই কে চিনতাম, আমাদের পাশের বাসায় যে আন্টি থাকতো তার ভাইস্তা ছিলো, সে কোন একটা ড্রাগ আবিষ্কার করেছিলো, সেই সুত্র সে আস্ট্রেলিয়া থেকে ভাগ ভাগ করে গোপনে বাংলাদেশে পাঠায়ছিলো, চার বছর আটকে রেখে যে অত্যাচার তার উপর হয়েছিলো, তার দাগ আমি নিজ চোখে দেখেছিলাম। সারা গায়ে সুই এর দাগে ভরা ... মাথা খারাপ হয়ে গেছিলো টরচারের জন্য ... যতদুর শুনেছিলাম সে ছিলো খুবই খুবই খুবই মেধাবী ... ভাল আছে বিসিএস ফেল ক্যাটাগরী হয়ে .. :)

৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

কাউসার রানা বলেছেন: অজানা অনেক কিছু জানলাম

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ... :)

৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

মদন বলেছেন: আমাদের দেখি মাথা ভর্তি গোবর :(

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

সেচ্ছাসেবক বলেছেন: ইয়ে ভাই ... গোবর জিনিসটা নিচে না পইরা উপরে উঠলো কেমনে বুঝলাম না :/

৭| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা পোস্ট।
Akrit Jaswal এর ইন্টারভিউ নিচ্ছেন বিখ্যাত সেলেব্রেটি অপরাহ উইনফ্রে। ক্লিপটা কি পাওয়া যাবে?
++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

সেচ্ছাসেবক বলেছেন: Click This Link ভাই আর কিছু তো পেলাম না, Youtube-এ একটু গুতিয়ে দেখতে পারেন। প্লাসের জন্য ধন্যবাদ ... :)

৮| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: তিনি the Phi Theta Kappa Honor Society-এরও সবচেয়ে নবীন সদস্য এবং NASA’s Lunar Science website-এ নিয়মিত তার প্রবন্ধ পাবলিশ হয়।
এরা মনে হয় জ্বীনের পোলাপান :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: ভাই পোলাপান এরা মানুষের-ই মাগার জেনেটিকলি আপগ্রেটেড ... মিউটেন ... এক্স-ম্যান অরিজিনাল ...

৯| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কোডনেম ৬৬৬ বলেছেন: অনেক ভালো লাগল।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ব্রো ... :)

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২

বইয়ের পোকা বলেছেন: আমারে কেউ চিনলো না???? আমার কথাতো লিখলেন না????? :(( :(( :(( :((

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

সেচ্ছাসেবক বলেছেন: আপনার কথা ইন ফিউচারে লেখা হবে ... ;)

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

ডানামনি বলেছেন: নতুন পোস্ট দেখে লোভ সামলাতে না পেরে পড়তে আসলাম। কিন্তু মহা ভুল হয়ে গেল। :( পুরাই গরু-গাধা মনে হচ্ছে নিজেকে।


এমনিতেই পরশু বিসিএসের ভাইভা, কিছুই পারিনা, তার মধ্যে আবার তালিকার বেশীরভাগরাই আবার সাবজেক্টের মানে গণিতবিদ। :(

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

সেচ্ছাসেবক বলেছেন: আপু আমি বিসিএস ফেল ... আপনের মাথা আমার চেয়ে ভাল। আপনে তো প্রিলি পাশ , জিনিয়াস মানে আপনে তো মহা জিনিয়াস ... আপনের পুলাপান আপনের চেয়েও বেশি জিনিয়াস হইবো ...

১২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩

আরজু পনি বলেছেন:

কতো অজানারে !!!


আইলাম আর খাইলাম ...
দেখলাম আর শুনলাম ভবে
কিছুই বুঝলাম না ......

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: ভাই, আইলেন, খাইলেন কিছু কি ত্যাগ করছেন না নাকি ??? সব খাওন গেলো কোথায় ??? ;)

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: +++++++++++++
জিনিয়াসদের ও লেখক ভাই আপনার প্রতি অনেক শুভকামনা থাকলো।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫১

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ... :)

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৩

দি সুফি বলেছেন: যথারীতি ++++
তবে আমি বলব সবচেয়ে বেশি বেবি জিনিয়াস হলেন শেখ শরফুদ্দিন খালিফা!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আমি বর্তমান সময়ের বেবি জিনিয়াসদের নিয়ে লিখেছি ... এবং পড়ার জন্য ধন্যবাদ ... :)

১৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২

ডানামনি বলেছেন: না ভাই ৩৪ প্রিলি পাশ করিনাই, আজ বিকালে যদি পাশ হয়।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: ঐতো .. সবাই পায় না ... জিনিয়াস আর কোঠারাই শুধু পায় ... ;)

১৬| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...

১৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭

রায়হান চৌঃ বলেছেন: কি রে ভাই....
আমাদের দুই দুইটা জিনিয়াস (খালেদা, হাছিনা) এর কথা কি আপনার মনে একবার ও আসেনি......
আপনি দুনিয়া তে আর এক পিছ দেখাইতে পারববাইন যে যোগ্যতা নাই অথছ প্রধাণ মনত্রী.....!!!
আমার কাছে তো মনে হয় এরা ই হলো বিশ্ব জিনিয়াস..........
:P :P

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

সেচ্ছাসেবক বলেছেন: ভাই ... হেরা তো এখন আর বেবি নাই ... =p~ =p~ =p~

১৮| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

একজন ঘূণপোকা বলেছেন: +++++++

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ভাই ... :) পুড়ান ব্লগার পাঠকদের উপস্থিতি সব সময়ই অনুপ্রেরনাদায়ক ... পরিচিত নিক দেখতে ভালই লাগে ... :)

১৯| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভাই দুয়া করবেন আমার ভবিষ্যৎ বেবিটা যেন জিনিয়াস হয় ;) তার জন্য একটা জিনিয়াস মা দরকার। কোথায় যে তাকে পাই

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: ওকে ভাই .. আপনে খুজতে থাকেন ... আর খুইজা না পাইলে উপরে যে কয়টা মেয়ে আছে তার থেকে বেছে নেন তয় তারা কেও গেরানটি দিবে না ... :পি

২০| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫০

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনের কিছু লেখা আপনার অনুমতি সাপেক্ষে আমার ব্লগ এ দিতে চাই।

ব্লগ লিংক:- poripurna.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.