![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।
‘নীরবে কাঁদে পুরুষ দেখার কেউ নাই, পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন চাই’
এই ভয়াবহ নির্যাতনের একমাত্র চাক্ষুস সাক্ষী মানিব্যাগ। মানিব্যাগ যদি কথা বলতে পারতো, তাহলে চিৎকার করে বলত আমারে খালি করছে ঐ #HeToo #MeToo
বিস্তারিত বয়ান এখানে :
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: বৌ কে চাকরী করতে দিবেন না আর হাত খরচের জন্য মানিব্যাগ হাত দিলে কত সুন্দর কাহিনী, হেপোক্রেসী কাকে বলে
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
শাহজাহান সাঈফ বলেছেন: রং নাম্বারে ডায়াল করেছেন। আমি তো বিয়া-ই করি নাই। বৌরে চাকুরি করতে নিষেধ করবো কিভাবে???? বর্তমানে যে অর্থনৈতিক ক্রাইসেস (বাংলায় পড়ি মন্দা) চলতেছে, বৌ যদি চাকুরি করতে চায়, তাহলে দরকার পরে নিজে রিক্সা চালিয়ে অফিসে দিয়ে আসব।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
ডোডো টাইপের মনোভাব ও ভাবনাচিন্তা
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬
শাহজাহান সাঈফ বলেছেন: গাজী ভাই What definition of ডোডো??? উনি কে????
৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ডোডো এক ধরণের পাখী, শ্রীলংকা ইত্যাদির উপকুলে বাস করতো এক সময়
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯
শাহজাহান সাঈফ বলেছেন: ও আচ্ছা, দেখছেন নি আমার জ্ঞানের কত অভাব! আমি তো ভাবছিলাম ডোডো মশাই মনে হয় কোন মহান ব্যক্তি বা কোন এক দেশের প্রধানমন্ত্রী।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুরুষ নির্যাতন
..................................................... আইনের চোখে এখন ও কিছু নাই,
নারী যে এখন আর অবলা নাই, কানা মামাও তা বুঝে,
বুঝবে না শূধু আমলারা, সবুর করুন, ২/৪ টা বড় ধরনের ঘটনা ঘটুক
তখন সবাই নড়ে চড়ে বসবে, বৈষম্য মূলক আইন কখনো সমাজে কল্যান আনতে পারে না ।
আইন সবার জন্য সমান হওয়া উচিৎ, নারী অভিযোগ করলে তা সত্য হবে এমনটা ভাবা সঠিক নয়।
এই আইনের অপব্যবহার করে কিছু অসৎ নারী ভালো "আয় রোজগারের " ব্যবস্হা নিয়েছে ।
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
শাহজাহান সাঈফ বলেছেন: হক কথা শোনার মানুষ নাই।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১
ইনাম আহমদ বলেছেন: যদি খরচ করতে এতো কষ্ট হয় তাইলে গার্লফ্রেন্ড জোটান কেন?
আর যদি বউ পালার মুরোদ না থাকে তাইলে বিয়ে করার শখ জাগে কেন?
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২
শাহজাহান সাঈফ বলেছেন: আপনার পকেটের সাইজ আর অন্য সবার পকেটের সাইজ তো এক সমান নয়।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি শুধু এইটাই বলতে চাই বাংলাদেশে এখনো আঈন গুলো পরিপক্ব নয়।এক চেটিতা নারী অধিকার আঈন দিয়ে রাখছে। যেখানে চীন আমেরিকা বা অন্যান্য দেশে নারীর বিরুদ্ধে ও কেইস করা যায় প্রতারণা করলে, লোভ দেখালে, আরো অনেক কিছু সেখানে বাংলাদেশে শুধু নারী অধিকার আছে। আর মেয়েরা প্রতারণা করে উল্টা পুরুষকেই ফাসিয়ে দেয়। আর সেই নারী যদি হয় সাংবাদিক তাইলে সে নিউজ প্রকাশ করবে আমাকে টিজিং করেছে। নারায়ণগঞ্জ এ এই রকম ই একটা ঘটনা ঘটেছে। মহিলা সাংবাদিক সে এক জনের কাছ থেকে টাকা নিয়ে আর দেয়না। সেই লোক চাইতে গেলে বলে তুই জানিস না। একটা সাংবাদিকের সাথে লাগতে আসচিস তুই। দেখ তোরে কি করি। দুই দিন পর পেপারে লেখা এলাকার ক নামক চাঁদাবাজ এর জালায় শান্তিতে থাকতে পারেনা কেউ। সাংবাদিক খ বেগমকে হুমকি।
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
শাহজাহান সাঈফ বলেছেন: এক সময় পুরুষরাই এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হবে।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও পোষ্ট।
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
শাহজাহান সাঈফ বলেছেন: ম্যাওপ্যাও কি?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২
সমুদ্র দয়িতা বলেছেন: আপনার সাথে সহমত। আইন সবার জন্য সমান হওয়া উচিৎ।