নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, এথনোগ্রাফার এবং গল্পকার

সায়েমার ব্লগ

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক

সায়েমার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তামাদি দিনের কবিতা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৮

আরোগ্য

নীল সমুদ্রের মন্দীভূত বাতাস ছাড়া আর কিছু প্রয়োজন নেই
কিছু স্মৃতি নেই
পুরোটা করোটি খালি
হে সমুদ্রগামী দুঃসাহসী জেলেদের দল
গভীর সমুদ্রের গভীরতম নীল রং তোমাদের জানা
আমার তো যোগ্যতা নেই, উদ্দাম সাহসের উল্লাস নেই তোমাদের মত
জানি তো নেবে না সাথে
দেবে না সেই নীলের আভাস তোমাদের সাথী করে ট্রলারে বহুদূরে
দেখো আমি আজ সেই সমুদ্রের ফেননিভ ঢেউয়ের মত
সমুদ্রের এমারেল্ডের মত সবুজ রঙের কোঁকড়া কোঁকড়া ফেবুনাৎজি রাশিমালার মত
আমার আলুয়ায়িত সুদীর্ঘ চুল চাইসেই চুল এলিয়ে আমি ঘুমিয়ে পড়তে চাই চিরঘুমে
প্রবালকীটের সাথে আমায় দিও বেঁধে একখানা ঘর।
দেবে তো?

বঙ্গোপোসাগরের কোন সান্টিয়াগোর সাথে আজও আমার কোন পরিচয় ঘটে নাই।
তাই বলে তুমি চিনবে না আমাকে - হতে পারে না গাংচিল।
তোমরা তো জানতেই আমি একদিন তোমাদের কাছে আমার ঠিকানা শুধাবো
তোমাদের কাছে আমার নীল ঠিকানা জেনে নেবো অবশেষে ক্লান্তির পরপারে এসে।
তোমাদের কাছে আমাকে আসতেই হবে নিরুপায় হয়েআমি মাতৃগর্ভের জলজ
জল থেকে এসেছি গোলাকার হয়ে, ফিরে যাব নিরাকার জলে
পৃথিবীর পথে আমি জেনে যাব জলের সবুজ নীল কালো রক্তাভ সমুদয় সংকেত।
তোমরা জানতে না, বল?
বাতিঘরকে অব্যহতি দেই তবে, কেন আর এই গুরুভার তার পথ দেখাবার?
কেন মিছে এতটুকুও ঋণ রাখি তার কাছে?
যদিও সে আমাকে নাকি ভালবেসেছিল,
খামে ভরে নাকি লিখেছিল চিঠি ভালবেসে কোন একদিন,
এখনও নাকি বাসে, বেসে যাবে সুদূরের অনাগতদিনে
হয়তো বা বেসেছিল হয়তো বা নয়
সবটাই তার ভাবে তার মত করে।
তার স্থলভাগের ছবিটি এঁকে নিতে যতটুকু পরিমিত রঙ তার দরকার
তার মাপে ঠিক ততটুকু নিখুঁত সংযম সহকারে।
সে আমার হাত ধরে সঙ্গে নেবে না।

সমুদ্র চিল তুমি আমাকে নিয়ে যাও।
নেবে নাকি তুমি আমাকে তোমার দেশে তোমার আকাশে?
তোমার তো আকাশ আছে অকুন্ঠিত অপরিমিত, অগণন মেঘমালা বর্ণে বর্ণে বর্ণিল।
আহা কী যে সুন্দর সেই দেশ!
যেন ঠিক আমার শৈশবের মত রঙিন রূপকাহিনীর মায়া ভরা।
তোমাকে আমি আর ভিজে ভিজে মেঘের দুপুরে উড়ে উড়ে কাঁদতে দেবো না কোনদিন।
তুমি তো জান চিল, কে আমি, আমার পরিচয়  - জান তো তুমি, আমি নই বনলতা সেন।
তোমার কান্না নিয়ে আমি কাউকে আর কবিতা লিখবার সাহস দেবো না।
প্রেরণা দেবো না।
কোন ছবি আঁকতে দেবো না।লিখতে দেবো না একটাও গল্পগাছা।
তোমার সাথে আমি তোমার মত করে কেঁদে কেঁদে উড়ে যাব
আমার দুই হাত মন্ত্র পড়ে দাও না তুমি সোনালী চিল,
পাখনায় করে ভেসে যেতে দাও না আমাকে নিঃসীম নীলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.