নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, এথনোগ্রাফার এবং গল্পকার

সায়েমার ব্লগ

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক

সায়েমার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সাইবর্গ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫

আমার ফেসবুক প্রোফাইলকে বলি,
কে তুমি?
হে আমার সাইবর্গ তোমার কতটা আমি?
কে বা আদি আমি? বসে এই টিপছি কীবোর্ড?
আদি আমির অন্তের অভিমুখে যাত্রা করে
কোন উৎসমুখ পাইনি খুঁজে।
কোন আদি নেই আমার
সাইবর্গ এরপর কতদূর আমি?
কতদূর আলাপ, বিস্তার ও ঝালা? কয় মাত্রা, সম ও ফাঁক ?
আকাশগঙ্গায় পরিভ্রমণ করে কোন অন্ত দেখিনি আমার।
দেখি এক বিন্দু স্থানহীন, কালহীন আমি
আর আদিহীন অন্তহীন আকাশগঙ্গা

ফেব্রুয়ারি ৭, ২০১৭
উইস্কন্সিন, যুক্তরাষ্ট্র

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

হৃদ_স্পন্দন বলেছেন: অনেক বুঝার চেষ্টা করিয়াও বুঝিতে পারিলাম না...
শুরু করিলেন ফেসবুকে শেষ আকাশগঙ্গায়।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



আপনার কয়টি উপন্যাস ছাপা হয়েছে, আপনি কিসের উপর লেখেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:০৮

সায়েমার ব্লগ বলেছেন: আমি গল্প লিখি। উপন্যাস লিখছি "নুরজালালের আত্মচরিত"। আগামী বছরে প্রকাশিত হবে। প্রবন্ধের বই আছে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:


কেন মহাশুন্যে এত খোঁজাখুঁজি, রেললাইনের পাশেই লাখ লাখ মা বাস করেছেন যুগ যুগ ধরে!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'আদি আমির অন্তের অভিমুখে যাত্রা করে
কোনো উৎমুখ পাই নি খুঁজে।'

'উৎসমুখ তো অন্তের অভিমুখে না, আদি'র আদিতে থাকার কথা। নৃতাত্ত্বিক বা যে-কোনো বৈজ্ঞানিক উপায়ে খুঁজতে গেলে তাই হবার কথা।

মহাকালের গহবরে আমাদের স্থিতি, অবস্থিতি, সময়কাল এত ক্ষুদ্রাতিক্ষুদ্র যে, তাকে কোনো পরিমাপে ফেলা যায় না। তেমনি সুবিস্তৃত ইউনিভার্সে এই পৃথিবী নামক গ্রহের আকৃতিই ধূলিকণার সাথে তুল্য, সেখানে আমি 'সাইবর্গের' কোনো অস্তিত্বই নাই।

কিন্তু, নিজের সম্পর্কে যে এতকিছু জানা সম্ভব হলো যে, আমি কিছুই না - আমি সাইবর্গের জন্মরহস্যের সার্থকতাই এখানে। তাই, আদি বা অন্ত কোনোকিছু খুঁজে না পেলেও অনুসন্ধিৎসা থেমে থাকবে না।

কবিতাটা মোটামুটি অগোছালো লেগেছে, গঠনেও কিছুটা দুর্বল। আর মনে হয়েছে নিরেট একটা বৈজ্ঞানিক কবিতা পড়েছি, 'সাইবর্গ'-কে নিয়ে :)

শুভেচ্ছা থাকলো।


৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: কিছুটা এলোমেলো হয়েছে, তবে থিম ঠিক ছিল। শুভকামনা।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.