নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, এথনোগ্রাফার এবং গল্পকার

সায়েমার ব্লগ

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক

সায়েমার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার পুঁজিবাদী সংসার

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩

তুমি বলেছো
তোমাকে ভালবাসা আমার কাজ নয়!

আমাদের অনেক কাজ
কাঁধে মেলাসব গুরুদায়িত্ব
সাবমিশন
টাইট ডেডলাইন
স্কেজুল
হোমঅফিস
ইনকামট্যাক্স
বাড়ি করা
পাবলিকেশন
কনফারেন্স
প্রমোশন
পিএইচডি
বাথরুম পরিষ্কার করা
বাচ্চাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া
লাঞ্চবক্স তৈরি, হোমওয়ার্ক তদারকি
মেলাসব জরুরী জিনিস।
এখানে তোমার প্রেমাকাঙ্খা?
কি এক অশ্লীল অবান্তর আব্দার আমার!

তুমি বলেছো
এখন ভালবাসা আমার কাজ না।

এখন প্রেমের সময় না।
এখন দেখছো না - গুমখুন, ক্রসফায়ার?
ডিজিটাল সিকিউরিটি আইন
দেশে দুঃশাসন, গণতন্ত্র নেই
সর্বস্তরে দুর্নীতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে
ভারতীয় আগ্রাসনে কোণঠাসা আমাদের দেশ
দমবন্ধ এই ভয় ও ধর্ষণের সংস্কৃতিতে
প্রেম-ভালবাসা?
অসম্ভব!
কোথায় তোমার স্বৈরাচারবিরোধী চেতনা?
বাদ দাও এই সব পুতু পুতু আলাপ !
এখন তো আমার কপাল কুঁচকে
প্রতিবাদ মিছিলে যাওয়ার কথা
অব্যাহত যৌননিপীড়ন, ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে
লেখার কথা এক দুর্ধর্ষ আর্টিকেল
এখন অতিমারির ছোবলে ছিন্নভিন্ন বিশ্বঅর্থনীতি
এ সময় এই লঘুচিত্ত আমার
প্রেমে মজে থাকা নিতান্তই
আপোষকামী মধ্যবিত্ত ভাবালুতা
বাহুল্য পুঁজিবাদী রোমান্টিকতা।

এ সময়ে আমার কেন হতচ্ছাড়া
এই উড়ু উড়ু মন উচাটন
ঘরে রয় না
-তুমি শুনতেই চাও না।

মন বলে
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে
কভু আসো না তো!
তুমি যে তফাতে থাকো
অধরা জ্যোৎস্নার মতো
অচিন অবাস্তবে
অলীক জগতে
এই প্রকাশ্য দিবালোকে
আমার এহেন প্রেম-প্রেম মতিগতি
মোটেই সুবিধার না
এ বড়ই বালখিল্যতা তোমার কাছে।

তুমি বলেছো
তোমাকে আমি ভালোবাসি - বলতে পারবো না ।

আমার গাড়ি-বাড়ি, টাকা-কড়ি,
স্বামী-সন্তান, বিড়াল ছানা, টবের বাগান
ঘর-সংসার, বইপত্র আমি নিশ্চিন্তে ভালবাসতে পারি
চাইলে রবিঠাকুর, জর্জ ক্লুনি বা শাহ্‌রুখ খানকেও ভালবাসা যায়
সালমান শাহ্‌, কিম্বা অপূর্ব-নিশো হলেও সমস্যা নেই।
এই সবকিছু নিরাপদে ভালবাসা যায়।

পরানসখা, শুধু তোমাকে না!
তোমাকে ভালবাসার কোন পথই খোলা নেই আমার!

ফেব্রুয়ারি ১৩-১৬, ২০২২
উইস্কন্সিন

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩

এম এ হানিফ বলেছেন: সুন্দর লাগলো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৯

সায়েমার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৬

লোনার বলেছেন: সুন্দর! পরিচ্ছন্ন!!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.