নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক
চাঁদ প্রেমের মতই
রোজ আসে না
কমে, বাড়ে
একদিন চরম ও তীব্রভাবে
নরম কোমল আলোয়
ঝলসে দেয়
চন্দ্রাহত, পুলকিত করে
রক্তে দোলা দেয়
তেজ কটালে ফুলে উঠে
মন-দরিয়া
পাগলপারা করে
তুঙ্গ মুহূর্তে সম্পূর্ণ
ভরাডুবি করে দেয়
মন-পবনের নাও।
অতঃপর ক্ষয়ে যায়
একদিন গভীর অন্ধকারে
ডুবিয়ে দিয়ে
সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।
অথচ আকাশ থাকে ধ্রুব
চিরন্তন বিরহের মত সত্য
চিরজনমের বেদনায় মত শক্তিশালী
চিরবিচ্ছেদ যন্ত্রণার মত সৃষ্টিশীল
স্বর্গ থেকে পতনের মত আদি
এই জগত-সংসারে
তোমার দেখা না পাওয়ার মত অনন্ত
আকাশ ঘিরে রাখে
তোমার অসীমে যত দুরে আমি ধাই।
এক জ্যোৎস্নায় একটি পলের পীরিত
আকাশগঙ্গায় চিরবিরহের সাধনা
কোথাও মৃত্যু নাই!
ভয় নাই!
ক্ষয় নাই!
ফেব্রুয়ারি ২৬, ২০২২
উইস্কন্সিন
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪২
সায়েমার ব্লগ বলেছেন: অশেষ ধন্যবাদ এমন করে পাঠ করবার জন্যে!
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: "তুঙ্গ মুহূর্তে সম্পূর্ণ ভরাডুবি করে দেয় মন-পবনের নাও" - চমৎকার! + +
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪২
সায়েমার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:০৭
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন । মুগ্ধ হলাম ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ এক অনুভূতির দোলা দেওয়ার ছোঁয়া লাগল কবি আপু ভাল থাকবেন
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
সোনাগাজী বলেছেন:
আমাদের কৃষকের মেয়েডের নিয়ে লিখুন, পোশাক শিল্পের মেয়েদের নিয়ে লিখুন।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবি ওপরে দিলে সুন্দর লাগত দেখতে।
০৮ ই মার্চ, ২০২২ সকাল ৭:৩০
সায়েমার ব্লগ বলেছেন: কিভাবে ছবি উপরে দেয়া যায়, বুঝতে পারিনি!
৯| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ৭:৩১
সায়েমার ব্লগ বলেছেন: আপনাদের সকলের মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: খুব সুন্দর মন কেমন কেমন করা কবিতা!
ফাগুন দিনের দুঃখ বেদনা আর ভালোবাসা বিরহে একাকার।