নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, এথনোগ্রাফার এবং গল্পকার

সায়েমার ব্লগ

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক

সায়েমার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মানুষ বাক্য দিয়ে গড়া

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৮



মানুষ বাক্য দিয়ে গড়া
উচ্চারিত শব্দমালার সমষ্টি
আদি নীরবতা অন্তিম নীরবতার মাঝামাঝি
অজ্ঞাত একস্থানে উচ্চারিত শব্দমালাই মানুষ
বিচিত্র শব্দ আর বিচিত্র মানুষ
শব্দের মত পাশাপাশি পদবিন্যস্ত
বাক্যের মত অর্থপূর্ণ হয়
কখনও যোগাযোগ টুটে কক্ষপথভ্রষ্ট
নিঃসঙ্গ উল্কার মত পিণ্ডবৎ
খসে পড়ে পৃথিবীর আকাশে
ধংস হয়ে যায় বিস্ময় হয়

আর কোন বিশেষ অর্থ নেই মানুষের
সৃষ্টিশীল শূন্যস্থানে শুধু আমিই অর্থ ভরি
খেলা করি শব্দের সাথে
আর কেউ নয়
আমিই কথা বলি আমার সাথে
আর কেউ নয়
কুলহারা কলঙ্কিনী, সেও আমি
আর কেউ নয়

অলিখিত বাক্যগুলো শুন্যস্থানে বসে
কেউ জানে না কোথা থেকে আসে তারা,
কেমনে ভরে তোলে জল-তরঙ্গিত জীবন-ইতিহাস
আচার-পার্বণ, উল্লাস করে, কবিতা লেখে কিছু
জানাজায় প্রার্থনা করে

কিছু বাক্য অপরকে কোণঠাসা করে অধিপতি সাহিত্য লেখে
দাবড়ে বেড়ায় দাপুটেপনায় মাতে হত্যার খেলায়
শব্দ হত্যা করে শব্দকে বাক্যে বাক্যে বোমাবর্ষণ
কেউ বা কাৎরায় কিছু বাক্য শোধ নেয়
বদলায় ক্ষমতার খেলা
সন্তানের জন্মায় নতুন গল্পের জন্মের মতো
হাজার রজনীর কাহিনী নক্ষত্রে নক্ষত্রে
শাখা-প্রশাখায় মহাবিশ্বের মতো অনন্তকাল
প্রসারিত হয়ে কোথায় চলেছে
কেউ জানে না

১৭ মার্চ ২০১৭
উইস্কন্সিন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৯

সোবুজ বলেছেন: এই কবিতা পড়ে বুঝার মতো জ্ঞান আমার নেই।তবু কবিতা ভাল লেগেছে।

২| ১৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:২২

সায়েমার ব্লগ বলেছেন: কবিতা না বুঝলে ক্ষতি নেই। ভাল লাগাতেই কবিতার সার্থকতা! আপনাকে ধন্যবাদ!

৩| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

বাক্য দিয়ে গড়া ঈশ্বর।
মানুষ গড়া হয়েছে মাটি দিয়ে।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:০৪

সায়েমার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনার সহৃদয় মন্তব্যের জন্যে!

৪| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৬

জ্যাকেল বলেছেন: আপনার ethnography জড়িত হইয়া গেছে মনে হয়, তাই চেস্টা বাদ দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.