নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, এথনোগ্রাফার এবং গল্পকার

সায়েমার ব্লগ

সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক

সায়েমার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি একটা বাক্য হতে চেয়েছি

১৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৯



আমি একটা বাক্য হতে চেয়েছি

নিতান্তই একটা শব্দ হয়ে আরেকজন শব্দকে খুঁজেছি
একটা বৈধ আইনসঙ্গত বোধগম্য লাস্যময়ী বাক্য
হয়ে উঠবার অভিলাষে
জন্মাবধি আরেক শব্দের পাশে বসতে চেয়েছি
চেয়েছি আরেকটা শব্দ বসুক আমার পাশে
আরও শব্দেরা আসুক, পাশাপাশি নড়ে চড়ে বসুক
দেহে কোলাহল পড়ুক
জগত-সংসারে জন্ম হউক নতুন নতুন বাক্য
অভিনব কাহন, কিচ্ছা, আলাপন
আতশবাজির মত ফুটতে থাকুক
প্রকাশিত হর্ষ-বিষাদ
কথার ফুলঝুরি

বিধাতার অলৌকিক আনন্দের ভারে
তোমায় আমায় মিলে সৃষ্টি হউক
ভাষা ও ছন্দের কলরব
মহাজাগতিক নৃত্যের অনন্ত উৎসব
জন্ম হউক বহুবিচিত্র সংঘ দেশ জাতি
তুমি আমি জগতের জনক ও জননী
বক্ষে বহি বেদনা অপার

আমি সামান্য একটা বাক্য হতে চেয়েছিলাম
কিছু অর্থ প্রকাশ করতে চেয়েছিলাম
অর্থ প্রকাশই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য
অথচ অনন্ত মহাশূন্যে ভেসে থাকা
অপরাপর শব্দগুলোর সাথে
আন্তঃসৌরজাগতিক সহযোগিতা চুক্তি গঠন
কখনই সহজ ছিল না
অর্থপ্রকাশ কোনদিন সহজ ছিল না
অভিকর্ষ বলের বলয়ের প্রবেশপথে
অগণিত বিন্ধ্যাচল ছিল
মাটির সাথে সংলগ্ন হতে পারেনি
অগণিত শব্দের উল্কাপাত
শব্দের সাথে শব্দ মিলে
হয়নি কোন অর্থ প্রকাশ

আমিও কোন বাক্য হতে পারিনি
শব্দের সাথে শব্দের আজও হয়নি মিলন
হয়নি কোন অর্থ প্রকাশ
অপ্রকাশিত রয়ে গেলো
আমাদের প্রণয়-উপাখ্যান
রচনাই হল না যমুনার ধারা
না হয়েছে লীলা
না সোনার সংসার

মিলনের সম্ভাবনা হয়ে
একাকী একটি মাত্র শব্দ হয়ে
মহাশূন্যে ভেসে ভেসে
নীহারিকার ধূলি ঝড়ে
পথিক আমি পথ হারাইনি
জানিয়াছি যে আমি আছি
তাই তুমিও আছো
জানি আমি
একা একা তুমিও আমার মত
বাক্য হতে চাও
তোমার আমার মিলনের কামনাই
প্রলয় ও সৃষ্টির একমাত্র কারণ

তাই সর্বদা অর্থের সম্ভাবনা আছে
মিলনের সম্ভাবনা চিরকাল আছে

মার্চ ১৮ ২০২২
উইস্কন্সিন

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আগের কবিতার তুলনায় একটু দুর্বল। শুভ কামনা রইল।

২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: বাক্য'ই ঈশ্বর। ঈশ্বর নিজেই বাক্য।

১৯ শে মার্চ, ২০২২ রাত ৩:২১

সায়েমার ব্লগ বলেছেন: একমত!

৩| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হয় না- প্রতিটা মানুষের যীশুকে ফলো করা দরকার। তাহলে দুনিয়াটা শান্তিময় হবে।

৪| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৯:১১

সায়েমার ব্লগ বলেছেন: যীশু একজন অতি গুরুত্বপূর্ণ নবী, যিনি মুক্তির পথ দেখিয়েছিলেন। তাঁর শিক্ষা দুনিয়াকে বদলে দিয়েছিল, এবং দিতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.