নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক
রাতের স্বপনে কে যেন বলে গেল কিছু
পরদিন রাতে আবারও আসে কে যেন
খুব সঙ্গোপনে
জানতে পারি এই ছায়াপথে আমার সাথীরা আছে
আমার খেলার সাথী ছক্কা-পাঞ্জা
আছে আমার খেলা তাদের সনে
আছি আমি।
কে কথা বলে আমার সনে স্বপনে
আমাকে দেখে তারা আমিও দেখি তাহাদের
আমার সাথে খেলা করে আমার খেলার সাথী
পাশের বাড়িতে থাকে টুম্পা, রুনু আর ছন্দা
গল্প জমে ওঠে
গড়ায় আমাদের জীবন কাহিনী
সঙ্কট, বিরতি, জট খোলা, সমাপ্তি
মৃত্যু শিয়রে ঘুমায় আমার সাথে
একদিন রাতের স্বপন শেষ হলে
প্রভাতবেলায় তুষারধবল দেশে
যে দ্রাঘিমায় আমি বাস করি
মাতৃগর্ভ থেকে বহু দূরে
তুষারের প্রতিবিম্বে দেখি ছায়াপথ
ঋতুবদল মাইলকে মাইল ভুট্টা ক্ষেত
আকাশগঙ্গাকে জেনেছি পরাণের সখা
একরাতে নীল পূর্ণিমাতে অপলক দেখি
অবিকল নিজের প্রতিবিম্ব
আর কেউ নেই তো কোথাও
যা কিছু দেখেছি এ যাবত সব আমারই বিভ্রম
কেউ কোথাও নেই
কোথাও নেই কেউ
ভাইবোন, মাতৃ জঠর
এই বিশ্ব আমার অলীক কল্পনা
অসংখ্য দর্পণে আমারই কল্পনার সাথে
খেলা করেছি, গল্পগুলো সবই বানানো
আমার জীবনকাহিনী কল্পকথা শুধু
এই পৃথিবীতে শুধু আছি আমি
কেউ নেই কোথাও
ছিল না কোনদিন
কিতাব-পুরান-ইতিহাস
কেউ না
প্রতিবিম্বের সাথে কথা বলি
গল্প করি
একা
এ বিশ্ব আমার অলীক কল্পনা।
এপ্রিল ৭, ২০১৭
উইস্কন্সিন
২| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: রাতে ঘুমানোর আগে দোয়া দুরুদ পড়ে ঘুমাবেন।
৩| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩২
সায়েমার ব্লগ বলেছেন: কবিতাটি পড়া এবং মন্তব্যের জন্যে আপনাদের ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১০
সাগর কলা বলেছেন: কবিতা আমি বড্ড ভালবাসি যদিও কবিতার ভাব তেমন বুঝিনা। আপু, আপনার এই ককিতাতে মনে হলো বিরহের ছাপ রয়েছে। বলি নিজের জন্য সব বিরহ ভুলে আনন্দে বাঁচুন। কারণ এটা ঠিক যে কেউ কারো নয়।