নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েমা খাতুনঃ নৃবিজ্ঞানী, গবেষক ও লেখক
আধো ঘুমে আধো জাগরণের মাঝখানে
যে এক মোহন সময়
সেখানে আমি
সব সময়
আম্মার ছোট্ট রুমু হয়ে
পাশের ঘরে ঘুমিয়ে থাকি।
টুংটাং চুড়ির শব্দ,
শাড়ির খসখস, পায়ের শব্দ,
শরীরের সুবাসে
আম্মার আভাস পাই।
আম্মার চোখের ভেতর কাকচক্ষু জলে
আমার গোটা জীবন মুদ্রিত থাকে।
খানিক জানা, খানিক না জানা আমির
সমস্তটা লেখা থাকে আম্মার চোখের তারায়
আমার চোখের ভেতর
আম্মা কি দ্যাখে তার আরেকটি জীবন?
যেমন আমি কন্যার চোখের ভেতর
বালিকা আম্মাকে দেখতে পাই?
আমরা বয়ে যাই জীবনের নদী হয়ে
মৃদুমন্দ বহমান ধারা
উৎসমুখে আমার আম্মা।
২| ০৮ ই মে, ২০২২ রাত ৯:৪৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: মা দিবসে সব মা দের জানাই ভালোবাসা আর সম্মান।
৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২২ রাত ৮:০৬
শায়মা বলেছেন: মা দিবসের মাময় সুন্দর একটা কবিতা।