নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

আন্দলোনের মৌসুমে পুলিশের গ্রেফতার বানিজ্য - পুলিশের পৌষ মাস, জাতির সর্বনাশ

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪



কল্যাণপুরে বাস পুড়িয়েছে আন্দোলনকারীরা গতকাল দুপুরে এবং যথারিতী পুলিশের লোক দেখান অভিজান এবং ধরপাকড়। ধরে নিয়ে গেল আমার ছোট ভাই এর ক্লাস এইটে পড়া শ্যালক যে কল্যাণপুর মুসলিম সুইটস থেকে বেরিয়ে মাত্র বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হতে যাচ্ছিল। পুলিশ এবং লোকজনের দৌড়াদৌড়ি দেখে ভড়কে গিয়ে দৌড়াতে ভুলে গিয়েছিল। জীবনের প্রথম এই রকম পরিস্থিতীতে পড়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। এবং যথারিতী যা হওয়ার তাই হল, মদন পেয়ে বিনা কষ্টে পুলিশ বীরবলে একজনকে আটক করল।



তবে খবর পেয়ে মিরপুর থানায় তাকে ছাড়াতে যেয়ে দেখলাম মদন ও একা না আরও ওনেকে আছে, বিশেষ সুবিধার কারণে হাযতে ওকে দেখতে যেয়ে আমাকে দেখে সবাই তাদের স্বজনদের নম্বর দিয়ে জাস্ট একটা কল করে শুধু একটা খবর দেওয়ার জন্য কাকুতি মিনতি করে অনুরোধ করছিল। বেশি সময় না পাওয়ার কারণে নম্বর মনে রাখতে না পারায় তিন জনের নম্বরে কল করতে পেরেছিলাম। জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে।



আইন অনুযায়ী কাউকে থানায় আনলে তাদের স্বগনদেরকে জানান বা জানানর সুযোগ দিতে বাধ্য পুলিশ, না দেওয়াটা দন্ডনীয় অপরাধ। এটা মানা হয় না কোনকালেই বড়ংচ একদিন দুদিন হন্যে হয়ে খুজে যখন থানায় তাদের স্বজনরা খুজে পাবে তখন তারা যেকোন অংকের টাকার বিনিময়ে তাদের ছাড়ানর জন্য ব্যাস্ত হয়ে যাবে। এখানেই পুলিশের বিরাট বানিজ্য

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, অশিক্ষিত, প্রশিক্ষনহীন, নীতিহীন, মহা দুর্ণীতিবাজ পুলিশ হল বা.পু.!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

অন্য কথা বলেছেন: বন্য জন্ত্ু, সাপ, পুলিশ, উকিল এদের থেকে দুরে থাকাই ভালো ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

গরল বলেছেন: পরে আরও কাহিনী আছে, সময় মত আবার পোস্ট দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.