নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদার বক্তব্য সমর্থনযোগ্য না তবে এ ছাড়া উনি আর কি বা বলতে পারেন? তবে এটা ঠিক পুলিশের বাড়াবাড়ি গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। এবং এটাও ঠিক তারা যেহেতু জনগণের টাকায় চলে তারা জনগণের চাকড়। অতএব জনপ্রতিনিধী হয়ে খালেদা জিয়া তদেরকে বায়াদব বললে কোন অন্যায় হয় না। বাংলাদেশের নিয়মই এইটা যে সবাই সীমা লঙ্ঘন করবে। পুলিশ যেভাবে বেপড়োয়াভাবে যাকে তাকে গ্রেফতার করছে, হেনস্তা করছে, সোজা কথা গ্রেফতার বাণিজ্যে নেমেছে তার পরিণতি খুবই ভয়াবহ হবে ভবিষ্যতে। কারো জন্যই সীমা লঙ্ঘনের ফলাফল শুভ হয় না ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৯
পাঠক১৯৭১ বলেছেন: পুলিশকে এখানে এনেছে প্রথমে খালেদা, পরে ২ জনেই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
গরল বলেছেন: প্রথম জন এনেছে বলে পরের জন ফিরিয়ে না নিয়ে আরও নিচে নিয়ে আনবেন এটা সমর্থনযোগ্য না।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৮
ফোর টোয়েনটি বলেছেন: খালেদার বক্তব্য সমর্থনযোগ্য না !!!!!
হাইকোর্ট থেকে আপনার জন্য .....
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
গরল বলেছেন: উনি একটা জেলার নাম পরোবর্তন করে দেবেন এটা চড়ম হিংসার বহিপ্রকাশ, হিংসাত্মক রাজনিতী কাম্য নয়।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
২৪ ডিসেম্বর বেগম জিয়ার লিখিত বক্তব্যটি ছিল মার্জিত, সুন্দর।
কারন সেটা লিখে দিছিল সফিকরেহমান।
কিন্তু ২৯ ডিসেম্বর তার তাৎক্ষণিক বক্তব্যটি নিজের।
চুপ, বেয়াদব ইত্যাদি .. কুৎসিত, অরুচিকর।
এর আগে বেগম জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিসংলাপেও এরকম নোংরা শব্দ ব্যবহার করেছিলেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
গরল বলেছেন: একজন জনপ্রতিনিধী হিসাবে জনগণের চাকড়েরা বেয়াদবি করলে বেয়াদব বলে গালী দেওয়ার মধ্যে অরুচিকর কিছু নাই।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
সবুজ সংকেত বলেছেন: যারা এখন মানুষ পোড়াশোক বিরুদ্ধে মায়াকান্না করছে তারাই শেরাটনের সামনে 19 জন মানুষকে আগুন দিয়ে মেরেছিল!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
গরল বলেছেন: সেটা তদন্ত করে বিচার করার দায়িত্ব ছিল তৎকালীন সরকারের, সেটা করতে না পারার জন্য তাদেরকে ধিক্কার জানাই।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
নক্ষত্রপথ বলেছেন: পুলিশ চাইলে সব পারে
http://bdnewseveryday.com/
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: কি মজা যন্ত্র দেখা গেছে! তা মামা তুমি কি এইখানে তোমার যন্ত্র দেখাইতে আইস?