নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

রচনা: স্বামী

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮

∆ ভুমিকাঃ ---------
"""""""""""'"'"'''"""
স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী।পুরুষমানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়।

∆ আকৃতিঃ_-----------
______________
এদের সাধারণত একটি ভুঁড়ি, শক্ত ঘাড়, দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরবার উপযোগী মাপসই একটি মাথা থাকে।

∆ প্রকৃতিঃ -------------
"""""""""""""""""
এরা সাধারণতঃ নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাঁটীতে অপটু হয়ে থাকে। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গারূপিণী স্ত্রীর বাহনে পরিনত হয়। তাই এরা স্ত্রী-প্রভুর অবাধ্য হয়ে
চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পুরনো কথার দিন-ক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারেনা বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়।

∆ উপকারিতাঃ ------------
""""""""""""""""""""""
স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্যপ্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন প্যান পরিস্কার, ফ্যান পরিষ্কার প্রভৃতি করে
থাকে। এছাড়া এরা স্ত্রীর চোখে আইলাইনার, আইশ্যাডো প্রভৃতি লাগিয়ে দিয়ে, শাড়ির কুঁচি ধরে স্ত্রীকে রূপচর্চাতে
সাহায্য করে। এরা ভ্রমণের সময়ে কুলীরূপ ধারণ
করে ভারী ব্যাগ বহন করে, কখন বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশভ্রমণ ও বসবাসের সুযোগ পায়। কর্মক্ষেত্রে অবসরের পর
এদেরকে নাতি-নাতনি প্রতিপালন, ঘর পাহারা, বারবার
দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা – এই ধরনের গৃহস্থালির কাজে ব্যাবহার করা হয়ে থাকে।

∆ অপকারিতাঃ -----------
"""""""""""""""""""""""""
অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাতকরে বাড়ী ফেরে। অনেকে আবার বাড়ীতে অফিসের কাজও নিয়ে আসে।তাই এরা স্ত্রীকে তাদের চাহিদামতো সময়দিতে পারে না। অধিকাংশ স্বামীই স্ত্রীকে শপিং- এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে।
তাদের শাড়ী, গয়না কেনার যথাযথ সঙ্গী হতে
পারে না।

∆ উপসংহারঃ -------------
"""""""""""""'"""""""""
গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীরচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল । যে আবিষ্কারক--স্বামীদের পোষ মানানোর জন্য "স্ত্রী" নামক ‘যন্তর’- টি আবিষ্কার করেছিলেন, তাঁর কাছে
পৃথিবীবাসি চির-কৃতজ্ঞ থাকবে !
""""""""""""""""""""

সংগৃহীত - লেখকের নাম পাওয়া যায় নাই বিধায় ক্রেডিট দিতে পারলাম না।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


লেখাটি ২ বার এসেছে।
আপনি কি রম্য লেখার চেষ্টা করেছেন, নাকি সম্প্রতি বিয়ে করেছেন? সঠিক সিদ্ধাতে আসার আগে, একই পরীক্ষা (এক্সপেরিমেন্ট) কয়েকবার করতে হয়!

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৮

গরল বলেছেন: অনেক দিন ব্লগে আসা হয় নাই তাই দেখি নাই কে দিয়েছে, জানলে দিতাম না। আমি বিয়ে করেছি ১১ বছর হয়ে গেছে :D =p~ :)

২| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নকল।

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

গরল বলেছেন: লিখে দিয়েছি সংগৃহীত, তবে লেখকের হদিস পাওয়া যায় নাই বলে ক্রেডিট দিতে পারি নাই।

৩| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

আনমোনা বলেছেন: বেশ বেশ। এবার স্ত্রী রচনা লেখে ফেলুন দেখি।

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৯

গরল বলেছেন: হাহাহাহহা এটা আমার কাজ না, কেউ লিখলে আমি শেয়ার করে দিব, ধন্যবাদ।

৪| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একমত হতে পারলাম না, আবার খাঁটি রম্য রচনা হলো
তাও বলতে পারছি না ,
তবে আমাদের সমাজের খন্ড চিত্র এর মধ্যে পাওয়া যায়
সেজন্য ধন্যবাদ ।

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩০

গরল বলেছেন: ভাই এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, মজা লাগল তাই শেয়ার করলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: রচনা সহজ হয়েছে। বাস্তব আরও ভয়াবহ।

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

গরল বলেছেন: বলেন কি, আপনার বাস্তবতা আরও ভয়াবহ! ভাবি কি এতই দজ্জাল? আপনার জন্য সহমর্মিতা :-B

৬| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: লেখাটি ২ বার এসেছে।
লেখায় কিছু উলটা পালটা আছে নাকি সেজন্য আপনার স্ত্রীকে আগে ড্রাফট দেখিয়ে আনুন!

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৭

গরল বলেছেন: ভূল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, স্ত্রীকে দেখালে আর ব্লগিং করতে হবে না। এমনিতেই নিষেধাজ্ঞা আছে ব্লগ নিয়ে। B:-/ :#)

৭| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: পরিবারের অবক্ষয়গুলো মানুষ বলতে চায় না, পাছে লোক কিছু বলে টাইপ। আপনি যা বর্ণনা করেছেন তার নমুনা ১৭ কোটি মানুষের পরিবারে কমবেশী বর্তমান প্রভাব। গৃহপালিত স্বামী দিন দিন বাড়ছে তাতে সমাজের উন্নতি হচ্ছে না অবনতি তা সময় বলে দিবে। বাংলাদেশে ঘোড়া দিয়ে গাধার কাজ শুরু হয়েছে এর আশু সমাধান আমার চোখে নাই।

ধন্যবাদ কঠিন সত্য লিখে দেওয়ার জন্য। এই লেখাটি কোনো মহিলা নিকে পোষ্ট হলে ঝড়ো গতিতে ৫০-৭০ টি কমেন্ট পরে যেতো আপনার উত্তর দিতে দিতে হয়রান হতে হতে।

১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬

গরল বলেছেন: খুবই বাস্তবসম্মত কথা বলেছেন, তবে বেশি সিরিয়াসলি নিয়েন না, শুধুই একটা রম্য মাত্র। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ১৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: =p~ =p~

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩০

গরল বলেছেন: :-B :-P B:-/

৯| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫০

ওমেরা বলেছেন: আহারে ————— বেচারা!

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

গরল বলেছেন: শুধু বেচারা না, একেবারে গোবেচারা :`>

১০| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন:
রচনা সহজ হয়েছে। বাস্তব আরও ভয়াবহ।
রাজিব নুরের কথামালার সাথে সহমত

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৭

গরল বলেছেন: বলেন কি, আপনাদের অবস্থাতো তাহলে আসলেই সঙ্গীন ;) :P

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: এ ধরণের লেখা আগেও কোথাও পড়েছি বলে মনে হচ্ছিল, পোস্টের শেষে এসে দেখলাম, তাই ঠিক।
যাই হোক, রচনা হিসেবে এটি উৎকৃষ্ট হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

গরল বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, ভালো থাকবে।

১২| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: :-B :-B

২৫ শে মার্চ, ২০২২ রাত ২:১৪

গরল বলেছেন: :-B =p~ B-)

১৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টটা অনেক মজার ছিলো।
কেমন আছে গরল? অনেকদিন আসেনা যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.