নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ভারসাম্য

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১





জীবনের কাছ থেকে যারা কিছুই পায়নি

মাথা নিচু করে মাটিকে সিজদা করতে করতে

যাদের জীবন অতিবাহিত

কথা ও কাজের সাথে যাদের অন্ত্যমিল

তাদের কপালের রেখা মুছে গেছে

মাটির সাথে গাছের শিকড়ে

আকাশে বাতাসে।



বর্ষা বাদলে ঝড়ের টানে উড়ে গেছে মাটি

ধূলো আকারে জমেছে পাহাড়ে পর্বতে

সাগরের ঢেউয়ে ধূলো হয়েছে কাদা

তাদের জীবন তাদের দুঃখবোধ এক শাদা

কাফনে মোড়ানো জীবিত দানব

দানব কখনো হায়েনার মত ছিড়ে ছিবড়ে খায়

কখনো নরাধমের মত ধর্ষণ করে মানব সভ্যতা।



চারিদিকে সভ্যতা সংঘের জয়জয়াকার

যারা লুটেপুটে খায়

মানবিকতা বিকোয়

সস্তা বাজারে নিরামিষের দরে

তারাই আজ আমাদের প্রভূ।



তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি

লুপ্ত হোক তোমাদের নড়বড়ে সিংহাসন

মনে রাখবেন প্রকৃতি তার ভারসাম্য রক্ষার্থে

জীর্ণতাকে দূর করতে সদা বদ্ধ পরিকর।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: +++


সায়েমভাইয়া প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে!

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

সায়েম মুন বলেছেন: চিন্তা করো না। এই শীতটা যাক। একটা ঝড় আসলে সব ঠিক হয়ে যাবে। #:-S

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি লিখতেই থাকুন অসাধারণ সব কবিতা।শীত কাল চলে যাচ্ছে বসন্ত আসবে তাই দুশ্চিন্তা করি না।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

সায়েম মুন বলেছেন: পরিবর্তন আসুক প্রকৃতিতে। একই প্রকৃতি আর কত ভাল লাগে। একটা সুন্দর গোছালো প্রকৃতি চাই। ধন্যবাদ কবি।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

ভারসাম্য বলেছেন: আমার আবার কি হইলো !!!!!!!!!!!!!!!!

কবিতা বুঝিনাই ভাল মত। অর্ধেক আন্দাজে প্লাস দিলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

সায়েম মুন বলেছেন: আপনারই তো দরকার। প্রকৃতির অবস্থা নাজুক হচ্ছে দিনকে দিন। :P

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে। শুভদুপুর।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, চেইতা কাম নাই! আমগো শরীর গন্ডারের চামড়া! কিছুতে কিছু কাম হইবো না :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

সায়েম মুন বলেছেন: গন্ডারের চামড়া বলে কি সব সময় বসে বসে আমড়া খাবো :P

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

ভিয়েনাস বলেছেন: তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি ....

সায়েম ব্রো আগুন পোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

সায়েম মুন বলেছেন: চারিদিকে আগুন জ্বালাবো। পুড়িয়ে ছাড়খার করবো অনিয়ম অবিচার:P

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

নস্টালজিক বলেছেন: প্রকৃতিতে ভারসাম্য থাকুক!


শুভেচ্ছা, সায়েম!


ভালো থেকো নিরন্তর!

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

সায়েম মুন বলেছেন: সেটাই রানা ভাই। কবে যে ভারসাম্য আসবে। শুধু গলা ফাটায় চিল চিৎকার করা।

শুভকামনা নিরন্তর।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা +++++++++++


ভালো থাকবেন সবসময় :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা অনেক।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

নক্ষত্রচারী বলেছেন: প্রকৃতির প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধকতা প্রতিকার করুক অপ্রীতিকর বাহুল্যতা ।
ভারসাম্য রক্ষার্থে সে তা করেই যাবে ।।

ভালো লাগা অনেক :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

সায়েম মুন বলেছেন: তবে তাই হোক। ভারসাম্য আসুক ধরায়।

ধন্যবাদ নক্ষত্রচারী। শুভকামনা রইলো।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

মেহেরুন বলেছেন: অনেক ভালো হয়েছে কবিতা :) ++++++

কেমন আছো ভাইয়া???

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মেহেরুন। ভালো আছি ভাইয়া। ভাল থেকো নতুন জীবনে। :)

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

নেক্সাস বলেছেন: কবিতা ও ছবি দুটাই অসাধারণ

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেক্সাস। শুভদুপুর।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: যারা লুটেপুটে খায়
মানবিকতা বিকোয়
তারাই আজ আমাদের প্রভূ


একদম সত্য কথা লিখছো মুন
+ ১১ নং

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন সব সময়।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শীত প্রলম্বিত হওয়ার আশংকা কবি।আমার পোস্ট নির্বাচিত হওয়ার মত ছিলনা।আপনার কবিতা আমার ঠিকই ভালো লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: অনেকের মতে কবিতা বা গল্প এইগুলা সাহিত্য ঘরানার পোস্ট। এই পোস্টগুলা দ্যাখলে কিছু নির্বাচক নাক সিটকান। তাদের ধারাটাই প্রচার প্রসারে ব্যস্ত তারা। তাই আমার ল্যাখা কোন গপ বা কবিতা নিয়ে নির্বাচন চাচ্ছি না। তবু এই পোস্টটা আজকে নির্বাচিত পাতায় গেছে। হয়ত কবিতা প্রেমী কোন নির্বাচক আজ এসে লাইক দিয়ে গেছেন।

যাই হোক। আমি চাচ্ছিলাম মানবিক আহবানমূলক আ: করিম নামের শিশুটিকে নিয়ে পোস্টটা অন্তত নির্বাচিত পাতাটাতে যাক। কিন্তু তা আর হয়নি।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো। :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি ও গল্পকার ইনকগনিটো। শুভদুপুর:)

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নীলঞ্জন বলেছেন: চারিদিকে সভ্যতা সংঘের জয়জয়াকার
যারা লুটেপুটে খায়
মানবিকতা বিকোয়
সস্তা বাজারে নিরামিষের দরে
তারাই আজ আমাদের প্রভূ।

তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি
লুপ্ত হোক তোমাদের নড়বড়ে সিংহাসন
মনে রাখবেন প্রকৃতি তার ভারসাম্য রক্ষার্থে
জীর্ণতাকে দূর করতে সদা বদ্ধ পরিকর।
-অসাধারণ প্রকাশ।+++++++++++++++

কবিতার মূল বক্তব্য-এর সাথে তীব্রভাবে সহমত।

অনেক অনেক ভালো লাগা ও শুভ কামনা রইল মুন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

আমি বন্য বলেছেন: সায়েম ভাি ভালও লাগল কবিতা
বরাবরের মত

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমি বন্য। ভাল থাকুন সব সময়। :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আজও আমি একা বলেছেন: ভালো লাগলো..

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমি একা। শুভকামনা রইলো।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সায়েম মুন বলেছেন: থেংকু হামা।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

দূর্যোধন বলেছেন: হ্যাঁ কবি , সবই চেক এন্ড ব্যালান্সের খেলা ;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সায়েম মুন বলেছেন: ব্যালান্স খুব সহজে হয়না মশাই। /:)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শ।মসীর বলেছেন: চারিদিকে সভ্যতা সংঘের জয়জয়াকার
যারা লুটেপুটে খায়
মানবিকতা বিকোয়
সস্তা বাজারে নিরামিষের দরে
তারাই আজ আমাদের প্রভূ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আ লট।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

সোমহেপি বলেছেন: চেতন কবিতা!ভালো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সায়েম মুন বলেছেন: থেংকু প্রতিদিনহ্যাপী।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

মেহেরুন বলেছেন: কি খবর ভাইয়া?? কেমন আছো?? দাওয়াত রইলো আমার ব্লগ এ এলোমেলো গল্প করার জন্য :)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

সায়েম মুন বলেছেন: ভাল আছি মেহেরুন। সময় করে তোমার ব্লগে আসবো। :)

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভবিকেল।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভারসাম্য !

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

সায়েম মুন বলেছেন: সহজে হয় না তো! :(

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি
লুপ্ত হোক তোমাদের নড়বড়ে সিংহাসন
মনে রাখবেন প্রকৃতি তার ভারসাম্য রক্ষার্থে
জীর্ণতাকে দূর করতে সদা বদ্ধ পরিকর।


সুন্দর করে বলেছেন...

প্রার্থণা আর সতর্কবাণী দুটোই যুতসই হয়েছে....

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুপান্থ। শুভকামনা নিরন্তর।

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি
...........................................................

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন লেখার মধ্যে থাকুন। :)

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

মুনসী১৬১২ বলেছেন: ++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভরাত্রি।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

অদৃশ্য বলেছেন:



খুব ভালো লাগলো লিখাটি সায়েম ভাই....

ওদের কি বিবেকের দংশন হয়না ! সমস্থ অসুরের সিংহাসন একদিন বিলুপ্ত হবে.... তবে অসুরেরা কবে বিলুপ্ত হবে তা বলা খুবই কঠিন....


শুভকামনা....

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: একদিন ঠিকই ধ্বংস হবে পাপী এবং তাদের স্যাঙ্গাত ও সিংহাসন। ধন্যবাদ কবি। শুভদুপুর।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শাহেদ খান বলেছেন: ভারসাম্য রক্ষা হোক !

অনেক ভাল লাগা, কবি !

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহেদ। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.