নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। সেইতো একই পথ
তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো একই রবে।
তুমি ডানে দেখবে আমার ছায়া
বায়ে দেখবে আমার মায়া
রোদের পিঠে সওয়ার হলে
উছলে পড়বে আলোক হায়া।
ভিতর বাড়ি
বাহির বাড়ি
টানটান এক
আজব দঁড়ি
ছিড়তে কভু পারবে না
পথই তোমায় পা আঁকড়াবে
পথিক বলবে যেতে মানা।
তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো অনুভবে।
২। চলে যাচ্ছো যাও
মনে করো এ দেখাই শেষ দেখা
এরপর আর কোন দেখা নেই
অস্থিরতা নেই উষ্ণ আলিঙ্গন নেই
হারানোরও ভয় নেই।
তুমি চলে যাচ্ছো ভোরের আলোয়
তোমার পথে পথে শিশির জমে আছে
যেন ঘাসের বুকে নিস্তব্ধ রাতের কান্না
অভ্রবিন্দু হয়ে চিকচিক করছে
তুমি চলে যাচ্ছো যাও
ওরা তোমার কর্দমাক্ত পদযুগল
ধুয়ে মুছে সাফ সুতরা করে দিবে।
অনেক ধকল সয়ে এ পথে এসেছিলে
এখন ফিরে যাও
যেমন করে যাচ্ছো
ফেরার কালে ভুলেও মনে করো না
এই অভ্রবিন্দু কোন এক
নিষিদ্ধ প্রেমিকের নিশিরাতের অশ্রুবিন্দু
মনে করো এ শুধু মরুভূমির মরীচিকা
তুমি শুধু পথ ভুলে এখানে এসেছিলে।
এখন দিশেহারা না হয়ে যাও
একদম সেই আদিগন্ত সরল পথে
আপাদমস্তক সজ্জিত সম্রাজ্ঞীর বেশে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
সায়েম মুন বলেছেন: প্রথম পাঠে কৃতজ্ঞতা। ভাল থাকুন ফাতেমা।
২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেইতো একই পথ লিরিক্যাল এবং পড়ে বেশি ভালো লেগছে।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। শুভকামনা।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
ফয়সাল হুদা বলেছেন:
প্রথমটা সুরেলা ঠিক,তবে দ্বিতীয়টা বেশী ভালো লেগেছে..
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ কবি।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
শান্তা273 বলেছেন: তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো অনুভবে।
খুব ভালো লাগলো।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শান্তা। ভাল থাকুন। হাসি আনন্দে জীবন কাটুক।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
shfikul বলেছেন: পরেরটা বেশী ভালো লেগেছে।প্লাস।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন। লিখে যাবেন।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার, তবে ২য় টা বেশী ভালো লাগলো।
শুভকামনা।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোনালী ডানা। আপনার মন আনন্দে চিলের ডানার মত হাওয়ায় উড়ুক।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: দুই
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ফ্রা....
ভাল থাকুন।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
মুনসী১৬১২ বলেছেন: সুরময়
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি।
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: এই অভ্রবিন্দু কোন এক
নিষিদ্ধ প্রেমিকের নিশিরাতের অশ্রুবিন্দু
সুন্দর হয়েছে ।কবি কেমন আছেন?
মনে পরে টার্মিনেটর-২ র অভ্র বিন্দু একত্রিত হয়ে ভিলেইনের বার বার জন্মলাভ
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। ভাল কাটুক দিনগুলো।
অভ্র না পারদ একত্রিত হতো?
১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
উছলে পড়বে আলোক হায়া।
হাওয়া হবে নাকি?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। ওটা হায়াই লিখেছি।
১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
নস্টালজিক বলেছেন: তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো একই রবে।
বাকিগুলো সময় করে পড়ে ফেলবো, আশা রাখছি!
শুভেচ্ছা, সায়েম!
কবিতায় ছন্দে শব্দকল্পে কর্মে , ভালো থাকো নিরন্তর!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
সায়েম মুন বলেছেন: আপনাকে পোস্টে দেখে ভাল লাগলো রানা ভাই। আপনার শুভকামনায় খুশী হলাম। এরকম যেন নিরন্তর হয়।
আপনার হাতে সৃষ্টি হোক অসংখ্য গান।
১২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
ভিয়েনাস বলেছেন: ২য়টা খুব বেশি ভালো লাগলো
প্লাস রইলো
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। ভাল থাকুন সব সময়।
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
কবির স্থিরতার ছায়া কবিতায়।
ভালো লাগা রইল।।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি। শুভকামনা সর্বদা।
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
জাকারিয়া মুবিন বলেছেন:
শেষেরটা বেশী ভাল
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জাকারিয়া। প্রোপিকটা কিউট হয়েছে।
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
স্বপনবাজ বলেছেন: বাহ !
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস স্বপনবাজ।
১৬| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৩
নোমান নমি বলেছেন: প্রথমটা কোমল হুমকি কবিতা
ভাল্লাগছে
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নোমান। শুভসন্ধ্যা।
১৭| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লেগেছে।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা। শুভকামনা রইলো।
১৮| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নেক্সাস বলেছেন: আমার দুটোই খুব ভাল লাগেছে সায়েম ভাই
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নেক্সাস। শুভকামনা সব সময়।
১৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
ফারিয়া বলেছেন: দ্বিতীয় কবিতাটা বেশ অনুভব করলাম, ভালো হয়েছে!
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
সায়েম মুন বলেছেন: থ্যাংকস ফারিয়া। শুভকামনা রইলো।
২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
মেহেরুন বলেছেন: Click This Link
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। সময় করে পড়বো
২১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
কালোপরী বলেছেন:
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কালোপরী। শুভরাত্রি।
২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
জুন বলেছেন: তুমি কেমন করে যাবে
তোমার আমার পথ
সেইতো অনুভবে।
কি অদ্ভুত সুন্দর কথাগুলো মুন সত্যি অপরূপ।
+
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকবেন খুব। শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল